২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
২০২২ আইপিএল-এর লোগো
তারিখ২৬ মার্চ – ২৯ মে ২০২২
তত্ত্বাবধায়কভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্ব ও প্লে-অফ[১]
আয়োজক ভারত
বিজয়ীগুজরাত টাইটান্স (১ম শিরোপা)
রানার-আপরাজস্থান রয়্যালস
অংশগ্রহণকারী দলসংখ্যা১০[২]
খেলার সংখ্যা৭৪[২]
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়জস বাটলার (রাজস্থান রয়্যালস)
সর্বাধিক রান সংগ্রহকারীজস বাটলার (রাজস্থান রয়্যালস) (৮৬৩)
সর্বাধিক উইকেটধারীযুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস) (২৭)
আনুষ্ঠানিক ওয়েবসাইটwww.iplt20.com

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বা আইপিএল১৫ নামে পরিচিত অথবা টাটা আইপিএল ২০২২ (স্পন্সরজনিত কারণে) ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশতম আসর, যা ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠিত একটি পেশাদারী টুয়েন্টি২০ ক্রিকেট লিগ প্রতিযোগিতা।[৩] এবারের আসরে দুটি নতুন দলের সংযোজন সহ লিগের কলেবর বৃদ্ধি পাচ্ছে।[২][৪] আইপিএলের ইতিহাসে দশ দল নিয়ে এটি ছিল ২০১১-এর পর দ্বিতীয় আসর।[৫]গ্রুপ পর্বের সূচি ৬ মার্চ ২০২২-এ প্রকাশিত হয়।[৬]

পটভূমি[সম্পাদনা]

যদিও পূর্ববর্তী প্রতিবেদনে পূর্ববর্তী মৌসুমে আরও দুটি দল যোগ করার পরামর্শ দেওয়া হয়েছিল, বিসিসিআই তাদের ৮৯তম এজিএম-এ ঘোষণা করেছিল যে লিগের সম্প্রসারণ শুধুমাত্র ২০২২ সালে ঘটবে। ২০২১ সালের আগস্টে, বিসিসিআই নিশ্চিত করেছে যে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি ২০২২ মৌসুম থেকে শুরু হওয়া লিগে যোগ দেবে। এটিও ঘোষণা করা হয়েছিল যে বিসিসিআই দ্বারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত ছয়টি শহরের মধ্যে দুটিতে ফ্র্যাঞ্চাইজিগুলি থাকবে; আহমেদাবাদ, কটক, ধর্মশালা, গুয়াহাটি, ইন্দোর এবং লখনউ। ২৫ অক্টোবর ২০২১-এ অনুষ্ঠিত একটি বন্ধ বিডিংয়ে, আরপিজিএস গ্রুপ এবং সিভিসি ক্যাপিটাল দুটি দলের জন্য বিড জিতেছে। RPSG লখনউয়ের জন্য ₹৭,০৯০ কোটি (US$৯৪০ মিলিয়ন) প্রদান করেছে, যেখানে সিভিসি ₹৫,৬২৫ কোটি (US$৭৫০ মিলিয়ন) দিয়ে আহমেদাবাদ জিতেছে।[৭][৮]

লখনউ দলের নাম লখনউ সুপার জায়েন্টস ঘোষণা করা হয়।[৯]

ভিভো কোম্পানির বদলে টাটা গ্রুপ আইপিএলের নতুন মূল স্পন্সর রূপে ঘোষিত হয়। ২০২৩ পর্যন্ত এই চুক্তির মেয়াদ ঘোষিত হয়।[১০][১১]

আহমেদাবাদ দলের নাম গুজরাত টাইটান্স ঘোষণা করা হয়।[১২]

১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২২ বেঙ্গালুরুতে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুপুর ১২টা থেকে।[১৩]

ম্যাচ পরিচালক[সম্পাদনা]

বিসিসিআই ম্যাচ পরিচালনার জন্য কিছু আম্পায়ার নিযুক্ত করে:[১৪]

আম্পায়ার[সম্পাদনা]

ম্যাচ রেফারি[সম্পাদনা]

গ্রুপ[সম্পাদনা]

২৫ ফেব্রুয়ারি ২০২২-এ গ্রুপ ঘোষিত হয়।[১৫]

গ্রুপ এ গ্রুপ বি
মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস
কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ
রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস
লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্স

কোনো দল নিজের গ্রুপের বাকি চারটি দলের সাথে দুটি করে মোট আটটি, অপর গ্রুপের যে দলটি উপরের তালিকার সাথে একই লাইন বরাবর আছে তার সাথে দুটি ও অপর গ্রুপের বাকি চারটি দলের সাথে একটি অর্থাৎ মোট ১৪টি করে ম্যাচ খেলে।[১৬]

মাঠ[সম্পাদনা]

মানচিত্র
গ্রুপ পর্বের স্টেডিয়াম সমূহের অবস্থান (মহারাষ্ট্র)
মুম্বই পুনে
ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্র্যাবোর্ন স্টেডিয়াম ডিওয়াই পাতিল স্টেডিয়াম এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৩,১০৮ ধারণক্ষমতা: ২০,০০০ ধারণক্ষমতা: ৫৫,০০০ ধারণক্ষমতা: ৩৭,০০০
কলকাতা আহমেদাবাদ
ইডেন গার্ডেন্স নরেন্দ্র মোদী স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৬৬,০০০ ধারণক্ষমতা: ১৩২,০০০

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব গ্রুপ দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
বি গুজরাত টাইটান্স (চ্যা) ১৪ ১০ ২০ +০.৩১৬ বাছাই ১-এ অগ্রসর।
রাজস্থান রয়্যালস (রা) ১৪ ১৮ +০.২৯৮
লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) ১৪ ১৮ +০.২৫১ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়) ১৪ ১৬ −০.২৫৩
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৪ +০.২০৪
বি পাঞ্জাব কিংস ১৪ ১৪ +০.১২৬
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১২ +০.১৪৬
বি সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১২ −০.৩৭৯
বি চেন্নাই সুপার কিংস ১৪ ১০ −০.২০৩
১০ মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১০ −০.৫০৬
উৎস: IPLT20.com

ম্যাচের সারাংশ[সম্পাদনা]

দলগ্রুপের খেলাপ্লে-অফ
১০১১১২১৩১৪ব১/এবা২ফা
কলকাতা নাইট রাইডার্স১০১২১২
গুজরাত টাইটান্স১০১২১৪১৬১৬১৬১৮২০২০
চেন্নাই সুপার কিংস
দিল্লি ক্যাপিটালস১০১০১২১৪১৪
পাঞ্জাব কিংস১০১০১২১২১৪
মুম্বাই ইন্ডিয়ান্স
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১০১০১০১০১২১৪১৪১৬হা
রাজস্থান রয়্যালস১০১২১২১২১৪১৪১৬১৮হাহা
লখনউ সুপার জায়ান্টস১০১২১৪১৬১৬১৬১৮হা
সানরাইজার্স হায়দ্রাবাদ১০১০১০১০১০১০১২১২
জয়হারফলাফল হয়নি
  • টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের খেলা শেষে পয়েন্ট হালনাগাদ করা হয়েছে।
  • টীকা: খেলার সারাংশ দেখতে (গ্রুপ খেলার) পয়েন্টের উপর অথবা (প্লে-অফের) জ/হা এর উপর ক্লিক করুন।
অতিথি দল →কলকাতা গুজরাত চেন্নাই দিল্লি পাঞ্জাব মুম্বাই ব্যাঙ্গালোর রাজস্থান লখনউ হায়দ্রাবাদ
স্থানীয় দল ↓
কলকাতা নাইট রাইডার্সগুজরাত
৮ রান
দিল্লি
৪৪ রান
কলকাতা
৬ উইকেট
কলকাতা
৫ উইকেট
কলকাতা
৭ উইকেট
লখনউ
২ রান
কলকাতা
৫৪ রান
গুজরাত টাইটান্সগুজরাত
৩ উইকেট
গুজরাত
১৪ রান
পাঞ্জাব
৮ উইকেট
মুম্বাই
৫ রান
গুজরাত
৬ উইকেট
গুজরাত
৫ উইকেট
গুজরাত
৫ উইকেট
চেন্নাই সুপার কিংসকলকাতা
৬ উইকেট
গুজরাত
৭ উইকেট
চেন্নাই
৯১ রান
পাঞ্জাব
৫৪ রান
মুম্বাই
৫ উইকেট
চেন্নাই
২৩ রান
হায়দ্রাবাদ
৮ উইকেট
দিল্লি ক্যাপিটালসদিল্লি
৪ উইকেট
দিল্লি
৯ উইকেট
দিল্লি
৪ উইকেট
ব্যাঙ্গালোর
১৬ রান
রাজস্থান
১৫ রান
লখনউ
৬ রান
দিল্লি
২১ রান
পাঞ্জাব কিংসগুজরাত
৬ উইকেট
পাঞ্জাব
১১ রান
দিল্লি
১৭ রান
পাঞ্জাব
৫ উইকেট
রাজস্থান
৬ উইকেট
লখনউ
২০ রান
হায়দ্রাবাদ
৭ উইকেট
মুম্বাই ইন্ডিয়ান্সকলকাতা
৫২ রান
চেন্নাই
৩ উইকেট
মুম্বাই
৫ উইকেট
পাঞ্জাব
১২ রান
রাজস্থান
২৩ রান
লখনউ
১৮ রান
হায়দ্রাবাদ
৩ রান
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরব্যাঙ্গালোর
৩ উইকেট
ব্যাঙ্গালোর
৮ উইকেট
ব্যাঙ্গালোর
১৩ রান
পাঞ্জাব
৫৪ রান
ব্যাঙ্গালোর
৭ উইকেট
রাজস্থান
২৯ রান
হায়দ্রাবাদ
৯ উইকেট
রাজস্থান রয়্যালসরাজস্থান
৭ রান
গুজরাত
৩৭ রান
রাজস্থান
৫ উইকেট
দিল্লি
৮ উইকেট
মুম্বাই
৬ উইকেট
ব্যাঙ্গালোর
৪ উইকেট
রাজস্থান
৩ রান
লখনউ সুপার জায়ান্টসলখনউ
৭৫ রান
গুজরাত
৬২ রান
লখনউ
৬ উইকেট
লখনউ
৩৬ রান
ব্যাঙ্গালোর
১৮ রান
রাজস্থান
২৪ রান
লখনউ
১২ রান
সানরাইজার্স হায়দ্রাবাদহায়দ্রাবাদ
৭ উইকেট
হায়দ্রাবাদ
৮ উইকেট
চেন্নাই
১৩ রান
পাঞ্জাব
৫ উইকেট
ব্যাঙ্গালোর
৬৭ রান
রাজস্থান
৬১ রান
স্থানীয় দল জয়ীঅতিথি দল জয়ী
  • দ্রষ্টব্য: ম্যাচের ফলাফল স্থানীয় দল (লম্বালম্বি ভাবে) এবং অতিথি দল (আড়াআড়ি ভাবে) অনুযায়ী সাজানো হয়েছে।
  • দ্রষ্টব্য: ম্যাচের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সংক্ষিপ্ত ফলাফলে ক্লিক করুন।

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ পর্বের সূচি ৬ মার্চ ২০২২-এ প্রকাশিত হয়।[৬]

ম্যাচ[সম্পাদনা]

ম্যাচ ১
২৬ মার্চ ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৩১/৫ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স
১৩৩/৪ (১৮.৩ ওভার)
এমএস ধোনি ৫০* (৩৮)
উমেশ যাদব ২/২০ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উমেশ যাদব (কলকাতা নাইট রাইডার্স)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২
২৭ মার্চ ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৭৭/৫ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৭৯/৬ (১৮.২ ওভার)
ইশান কিষাণ ৮১* (৪৮)
কুলদীপ যাদব ৩/১৮ (৪ ওভার)
ললিত যাদব ৪৮* (৩৮)
বাসিল থাম্পি ৩/৩৫ (৪ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: সাইয়েদ খালিদ (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব (দিল্লি ক্যাপিটালস)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩
২৭ মার্চ ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
২০৮/৫ (১৯ ওভার)
ফাফ ডু প্লেসিস ৮৮ (৫৭)
রাহুল চাহার ১/২২ (৪ ওভার)
  • পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রাজ বাওয়া (পাঞ্জাব কিংস)-এর টি-টোয়েন্টি অভিষেক ঘটে।

ম্যাচ ৪
২৮ মার্চ ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৬১/৫ (১৯.৪ ওভার)
দীপক হুদা ৫৫ (৪১)
মোহাম্মদ শামি ৩/২৫ (৪ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫
২৯ মার্চ ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
২১০/৬ (২০ ওভার)
সঞ্জু স্যামসন ৫৫ (২৭)
উমরান মালিক ২/৩৯ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ৬১ রানে জয়ী
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে
আম্পায়ার: উলহাস গান্ধে (ভারত) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৬
৩০ মার্চ ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও নবদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়ানিদু হাসারাঙ্গা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৭
৩১ মার্চ ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২১০/৭ (২০ ওভার)
লখনউ সুপার জায়ান্টস
২১১/৪ (১৯.৩ ওভার)
রবিন উথাপ্পা ৫০ (২৭)
রবি বিষ্ণুই ২/২৪ (৪ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ৬ উইকেটে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: বীরেন্দার শর্মা (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইভিন লুইস (লখনউ সুপার জায়ান্টস)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৮
১ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৩৭ (১৮.২ ওভার)
কলকাতা নাইট রাইডার্স
১৪১/৪ (১৪.৩ ওভার)
আন্দ্রে রাসেল ৭০* (৩১)
রাহুল চাহার ২/১৩ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও সাইয়েদ খালিদ (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উমেশ যাদব (কলকাতা নাইট রাইডার্স)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৯
২ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৯৩/৮ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৭০/৮ (২০ ওভার)
জস বাটলার ১০০ (৬৮)
জসপ্রীত বুমরাহ ৩/১৭ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ২৩ রানে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও পশ্চিম পাঠক (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (রাজস্থান রয়্যালস)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১০
২ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৭১/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৫৭/৯ (২০ ওভার)
ঋষভ পন্ত ৪৩ (২৯)
লকি ফার্গুসন ৪/২৮ (৪ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১১
৩ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৮০/৮ (২০ ওভার)
শিবম দুবে ৫৭ (৩০)
রাহুল চাহার ৩/২৫ (৪ ওভার)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১২
৪ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
কেএল রাহুল ৬৮ (৫০)
টি. নটরাজন ২/২৬ (৪ ওভার)
রাহুল ত্রিপাঠী ৪৪ (৩০)
আভেশ খান ৪/২৪ (৪ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ১২ রানে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও নবদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: আভেশ খান (লখনউ সুপার জায়ান্টস)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১৩
৫ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৬৯/৩ (২০ ওভার)
জস বাটলার ৭০* (৪৭)
হর্ষাল প্যাটেল ১/১৮ (৪ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৪ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও সাইয়েদ খালিদ (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১৪
৬ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৬১/৪ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জয়ী
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে
আম্পায়ার: কেএন অনন্তপদ্মনাভন (ভারত) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স) আইপিএলে যৌথ-দ্রুততম অর্ধ-শতক হাকান (১৪ বলে)।

ম্যাচ ১৫
৭ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৪৯/৩ (২০ ওভার)
লখনউ সুপার জায়ান্টস
১৫৫/৪ (১৯.৪ ওভার)
পৃথ্বী শ ৬১ (৩৪)
রবি বিষ্ণুই ২/২২ (৪ ওভার)
কুইন্টন ডি কক ৮০ (৫২)
কুলদীপ যাদব ২/৩১ (৩.৪ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ৬ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: তপন শর্মা (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডি কক (লখনউ সুপার জায়ান্টস)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১৬
৮ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৮৯/৯ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৯০/৪ (২০ ওভার)
শুভমান গিল ৯৬ (৫৯)
কাগিসো রাবাদা ২/৩৫ (৪ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১৭
৯ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৫৪/৭ (২০ ওভার)
মঈন আলী ৪৮ (৩৫)
ওয়াশিংটন সুন্দর ২/২১ (৪ ওভার)
অভিষেক শর্মা ৭৫ (৫০)
ডোয়াইন ব্রাভো ১/২৯ (২.৪ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ ৮ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও নবদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা (সানরাইজার্স হায়দ্রাবাদ)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১৮
৯ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৫১/৬ (২০ ওভার)
৭ উইকেটে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে
আম্পায়ার: কেএন অনন্তপদ্মনাভন (ভারত) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অনুজ রাওয়াত (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ১৯
১০ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
২১৫/৫ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৪৪ রানে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও জয়রামন মদনগোপাল (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব (দিল্লি ক্যাপিটালস)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২০
১০ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৬৫/৬ (২০ ওভার)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২১
১১ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৬২/৭ (২০ ওভার)
হার্দিক পান্ড্য ৫০* (৪২)
টি. নটরাজন ২/৩৪ (৪ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ ৮ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: চিরা রবিকান্তরেডি (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দ্রাবাদ)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২২
১২ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২১৬/৪ (২০ ওভার)
শাহবাজ আহমেদ ৪১ (২৭)
মহেশ থেকশান ৪/৩৩ (৪ ওভার)
চেন্নাই সুপার কিংস ২৩ রানে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও নিতিন পণ্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিবম দুবে (চেন্নাই সুপার কিংস)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৩
১৩ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৯৮/৫ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৮৬/৯ (২০ ওভার)
শিখর ধাওয়ান ৭০ (৫০)
বেসিল থামপি ২/৪৭ (৪ ওভার)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৪
১৪ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৯২/৪ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস
১৫৫/৯ (২০ ওভার)
জস বাটলার ৫৪ (২৪)
লকি ফার্গুসন ৩/২৩ (৪ ওভার)
  • রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৫
১৫ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
নীতীশ রানা ৫৪ (৩৬)
টি. নটরাজন ৩/৩৭ (৪ ওভার)
৭ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: সদাশিব আইয়ার (ভারত) ও বীরেন্দার শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাহুল ত্রিপাঠি (সানরাইজার্স হায়দ্রাবাদ)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৬
১৬ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৮১/৯ (২০ ওভার)
কেএল রাহুল ১০৩* (৬০)
জয়দেব উনাদকাট ২/৩২ (৪ ওভার)
সূর্যকুমার যাদব ৩৭ (২৭)
আভেশ খান ৩/৩০ (৪ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ১৮ রানে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও নিখিল পাটবর্ধন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেএল রাহুল (লখনউ সুপার জায়ান্টস)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৭
১৬ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৭৩/৭ (২০ ওভার)
১৬ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও চিরা রবিকান্তরেডি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৮
১৭ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৫১ (২০ ওভার)
৭ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: রোহন পণ্ডিত (ভারত) ও পশ্চিম পাঠক (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উমরান মালিক (সানরাইজার্স হায়দ্রাবাদ)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২৯
১৭ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৬৯/৫ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৭০/৭ (১৯.৫ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিং বেছে নেয়

ম্যাচ ৩০
১৮ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
২১৭/৫ (২০ ওভার)
জস বাটলার ১০৩ (৬১)
সুনীল নারিন ২/২১ (৪ ওভার)

ম্যাচ ৩১
১৯ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮ রানে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও নিতিন পণ্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাফ ডু প্লেসিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩২
২০ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১১৫ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১১৯/১ (১০.৩ ওভার)
জিতেশ শর্মা ৩২ (২৩)
অক্ষর প্যাটেল ২/১০ (৪ ওভার)
ডেভিড ওয়ার্নার ৬০* (৩০)
রাহুল চাহার ১/২১ (২.৩ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: তপন শর্মা (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব (দিল্লি ক্যাপিটালস)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩৩
২১ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৫৫/৭ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস
১৫৬/৭ (২০ ওভার)
তিলক বর্মা ৫১* (৪৩)
মুকেশ চৌধুরী ৩/১৯ (৩ ​​ওভার)
চেন্নাই সুপার কিংস ৩ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: উলহাস গান্ধে (ভারত) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুকেশ চৌধুরী (চেন্নাই সুপার কিংস)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • হৃতিক শোকিন (মুম্বাই ইন্ডিয়ান্স)-এর টি-টোয়েন্টি অভিষেক ঘটে।

ম্যাচ ৩৪
২২ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
২২২/২ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
২০৭/৮ (২০ ওভার)
জস বাটলার ১১৬ (৬৫)
মুস্তাফিজুর রহমান ১/৪৩ (৪ ওভার)
ঋষভ পন্ত ৪৪ (২৪)
প্রসিধ কৃষ্ণ ৩/২২ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ১৫ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও নিখিল পাটবর্ধন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (রাজস্থান রয়্যালস)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • জস বাটলার (রাজস্থান রয়্যালস) শিখর ধাওয়ানের পর আইপিএল ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা শতরান করেন। বাটলার এছাড়া বিরাট কোহলির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একটি আইপিএল মৌসুমে তিন বা তার বেশি সেঞ্চুরি করেন।

ম্যাচ ৩৫
২৩ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৫৬/৯ (২০ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩৬
২৩ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
৯ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও চিরা রবিকান্তরেডি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কো জ্যানসেন (সানরাইজার্স হায়দ্রাবাদ)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩৭
২৪ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৩২/৮ (২০ ওভার)
কেএল রাহুল ১০৩* (৬২)
কিরণ পোলার্ড ২/৮ (২ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ৩৬ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: মারেস ইরাসমাস (এসএ) ও সাইয়েদ খালিদ (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেএল রাহুল (লখনউ সুপার জায়ান্টস)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩৮
২৫ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৮৭/৪ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস
১৭৬/৬ (২০ ওভার)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩৯
২৬ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৪৪/৮ (২০ ওভার)
রিয়ান পরাগ ৫৬* (৩১)
জশ হ্যাজেলউড ২/১৯ (৪ ওভার)
ফাফ ডু প্লেসিস ২৩ (২১)
কুলদীপ সেন ৪/২০ (৩.৩ ওভার)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪০
২৭ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৯৯/৫ (২০ ওভার)
ঋদ্ধিমান সাহা ৬৮ (৩৮)
উমরান মালিক ৫/২৫ (৪ ওভার)
গুজরাত টাইটান্স ৫ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও নবদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উমরান মালিক (সানরাইজার্স হায়দ্রাবাদ)

ম্যাচ ৪১
২৮ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৫০/৬ (১৯ ওভার)
নিতিশ রানা ৫৭ (৩৪)
কুলদীপ যাদব ৪/১৪ (৩ ওভার)
ডেভিড ওয়ার্নার ৪২ (২৬)
উমেশ যাদব ৩/২৪ (৪ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও পশ্চিম পাঠক (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব (দিল্লি ক্যাপিটালস)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • হর্ষিত রানা (কলকাতা নাইট রাইডার্স)-এর টি-টোয়েন্টি অভিষেক ঘটে।

ম্যাচ ৪২
২৯ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৩৩/৮ (২০ ওভার)
জনি বেয়ারস্টো ৩২ (২৮)
মহসিন খান ৩/২৪ (৪ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ২০ রানে জয়ী
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে
আম্পায়ার: উলহাস গান্ধে (ভারত) ও মাইকেল গফ (ইঞ্জি.)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রুনাল পান্ড্য (লখনউ সুপার জায়ান্টস)
  • পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৩
৩০ এপ্রিল ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৭৪/৪ (১৯.৩ ওভার)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৪
৩০ এপ্রিল ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৫৮/৬ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৬১/৫ (১৯.২ ওভার)
জস বাটলার ৬৭ (৫২)
রাইলি মেরেডিথ ২/২৪ (৪ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: যশবন্ত বার্দে (ভারত) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সূর্যকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৫
১ মে ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৮৯/৭ (২০ ওভার)
কেএল রাহুল ৭৭ (৫১)
শার্দুল ঠাকুর ৩/৪০ (৪ ওভার)
ঋষভ পন্ত ৪৪ (৩০)
মহসিন খান ৪/১৬ (৪ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ৬ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও চিরা রবিকান্তরেডি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহসিন খান (লখনউ সুপার জায়ান্টস)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৬
১ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২০২/২ (২০ ওভার)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৭
২ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৫২/৫ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স
১৫৮/৩ (১৯.১ ওভার)
সঞ্জু স্যামসন ৫৪ (৪৯)
টিম সাউদি ২/৪৬ (৪ ওভার)
নীতীশ রানা ৪৮* (৩৭)
ট্রেন্ট বোল্ট ১/২৫ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও নিতিন পণ্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিংকু সিং (কলকাতা নাইট রাইডার্স)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৮
৩ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৪৩/৮ (২০ ওভার)
পাঞ্জাব কিংস
১৪৫/২ (১৬ ওভার)
সাই সুদর্শন ৬৫* (৫০)
কাগিসো রাবাদা ৪/৩৩ (৪ ওভার)
শিখর ধাওয়ান ৬২* (৫৩)
লকি ফার্গুসন ১/২৯ (৩ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৯
৪ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৬০/৮ (২০ ওভার)
মহিপাল লোমরর ৪২ (২৭)
মহেশ তীক্ষণ ৩/২৭ (৪ ওভার)
ডেভন কনওয়ে ৫৬ (৩৭)
হর্ষল প্যাটেল ৩/৩৫ (৪ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩ রানে জয়ী
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে
আম্পায়ার: কেএন অনন্তপদ্মনাভন (ভারত) ও মাইকেল গফ (ইঞ্জি.)
ম্যাচ সেরা খেলোয়াড়: হর্ষল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫০
৫ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
২০৭/৩ (২০ ওভার)
নিকোলাস পুরান ৬২ (৩৪)
খলিল আহমেদ ৩/৩০ (৪ ওভার)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫১
৬ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৭৭/৬ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৭২/৫ (২০ ওভার)
ইশান কিষাণ ৪৫ (২৯)
রশীদ খান ২/২৪ (৪ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স ৫ রানে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: সদাশিব আইয়ার (ভারত) ও জয়রামন মদনগোপাল (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম ডেভিড (মুম্বাই ইন্ডিয়ান্স)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫২
৭ মে ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৮৯/৫ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস
১৯০/৪ (১৯.৪ ওভার)
  • পাঞ্জাব কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নেয়।

ম্যাচ ৫৩
৭ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
আন্দ্রে রাসেল ৪৫ (১৯)
আভেশ খান ৩/১৯ (৩ ​​ওভার)
লখনউ সুপার জায়ান্টস ৭৫ রানে জয়ী
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও মাইকেল গফ (ইঞ্জি.)
ম্যাচ সেরা খেলোয়াড়: আভেশ খান (লখনউ সুপার জায়ান্টস)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫৪
৮ মে ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬৭ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (Aus) ও নিতিন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়ানিদু হাসারাঙ্গা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫৫
৮ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২০৮/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১১৭ (১৭.৪ ওভার)
মিচেল মার্শ ২৫ (২০)
মঈন আলী ৩/১৩ (৪ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫৬
৯ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১১৩ (১৭.৩ ওভার)
ঈশান কিষাণ ৫১ (৪৩)
প্যাট কামিন্স ৩/২২ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৫২ রানে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও সদাশিব আইয়ার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জসপ্রীত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫৭
১০ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৪৪/৪ (২০ ওভার)
শুভমান গিল ৬৩* (৪৯)
আভেশ খান ২/২৬ (৪ ওভার)
দীপক হুদা ২৭ (২৬)
রশীদ খান ৪/২৪ (৩.৫ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে গুজরাত টাইটান্স প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করে।

ম্যাচ ৫৮
১১ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৬০/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৬১/২ (১৮.১ ওভার)
মিচেল মার্শ ৮৯ (৬২)
ট্রেন্ট বোল্ট ১/৩২ (৪ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৫৯
১২ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১০৩/৫ (১৪.৫ ওভার)
তিলক বর্মা ৩৪* (৩২)
মুকেশ চৌধুরী ৩/২৩ (৪ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও চিরা রবিকান্তরেডি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল সামস (মুম্বাই ইন্ডিয়ান্স)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে চেন্নাই সুপার কিংস বিদায় নেয়।

ম্যাচ ৬০
১৩ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
২০৯/৯ (২০ ওভার)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৬১
১৪ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
আন্দ্রে রাসেল ৪৯* (২৮)
উমরান মালিক ৩/৩৩ (৪ ওভার)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৬২
১৫ মে ২০২২
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৩৩/৫ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৩৭/৩ (১৯.১ ওভার)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে গুজরাত টাইটান্স কোয়ালিফায়ার ১-এ যাওয়ার যোগ্যতা অর্জন করে।

ম্যাচ ৬৩
১৫ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৭৮/৬ (২০ ওভার)
দীপক হুডা ৫৯ (৩৯)
ট্রেন্ট বোল্ট ২/১৮ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ২৪ রানে জয়ী
ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: পশ্চিম পাঠক (ভারত) ও তপন শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস)
  • রাজস্থান রয়্যালস টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৬৪
১৬ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৫৯/৭ (২০ ওভার)
পাঞ্জাব কিংস
১৪২/৯ (২০ ওভার)
জিতেশ শর্মা ৪৪ (৩৪)
শার্দুল ঠাকুর ৪/৩৬ (৪ ওভার)
  • পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৬৫
১৭ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৯০/৭ (২০ ওভার)
রাহুল ত্রিপাঠি ৭৬ (৪৪)
রমনদীপ সিং ৩/২০ (৩ ওভার)
রোহিত শর্মা ৪৮ (৩৬)
উমরান মালিক ৩/২৩ (৩ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ ৩ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও নিতিন পণ্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাহুল ত্রিপাঠি (সানরাইজার্স হায়দ্রাবাদ)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৬৬
১৮ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
শ্রেয়াস আইয়ার ৫০ (২৯)
মহসিন খান ৩/২০ (৪ ওভার)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে লখনউ সুপার জায়ান্টস প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে এবং কলকাতা নাইট রাইডার্স বাদ পড়ে।
  • কুইন্টন ডি কক এবং কেএল রাহুল (লখনউ সুপার জায়ান্টস) আইপিএলের সর্বোচ্চ উদ্বোধনী ঝুটি গড়েন।

ম্যাচ ৬৭
১৯ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৬৮/৫ (২০ ওভার)
বিরাট কোহলি ৭৩ (৫৪)
রশিদ খান ২/৩২ (৪ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
আম্পায়ার: কে এন অনন্তপদ্মনাভন (ভারত) ও সদাশিব আইয়ার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বিদায় নেয়।

ম্যাচ ৬৮
২০ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৫০/৬ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস
১৫১/৫ (১৯.৪ ওভার)
মঈন আলী ৯৩ (৫৭)
ওবেদ ম্যাককয় ২/২০ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ৫ উইকেটে জয়ী
ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও নিখিল পাটবর্ধন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রবিচন্দ্রন অশ্বিন (রাজস্থান রয়্যালস)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে রাজস্থান রয়্যালস প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে।

ম্যাচ ৬৯
২১ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৫৯/৭ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৬০/৫ (১৯.১ ওভার)
ঈশান কিষাণ ৪৮ (৩৫)
শার্দুল ঠাকুর ২/৩২ (৩ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও তপন শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জসপ্রীত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)
  • মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে এবং দিল্লি ক্যাপিটালস বাদ পড়ে।

ম্যাচ ৭০
২২ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৬০/৫ (১৫.১ ওভার)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

প্লে-অফ পর্ব[সম্পাদনা]

২৯ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে প্লে-অফের পূর্ণ সূচি ঘোষণা করা হবে।[১৭] ২৩ এপ্রিল ২০২২-এ প্লে-অফের পূর্ণ সূচি প্রকাশিত হয়।[১৮]

বন্ধনী[সম্পাদনা]

বাছাই ১ বাছাই ২ ফাইনাল
  ২৯ মে ২০২২ — আহমেদাবাদ
২৪ মে ২০২২ — কলকাতা
{{subst:Cr-IPL|gt|R}} ১৯১/৩ (১৯.৩)
{{subst:Cr-IPL|rr|R}} ১৮৮/৬ (২০) {{subst:Cr-IPL|gt|R}} ১৩৩/৩ (১৮.১)
{{subst:Cr-IPL|gt-r}} ৭ উইকেটে বিজয়ী   {{subst:Cr-IPL|rr|R}} ১৩০/৯ (২০)
{{subst:Cr-IPL|gt-r}} ৭ উইকেটে বিজয়ী  
২৭ মে ২০২২ — আহমেদাবাদ
{{subst:Cr-IPL|rr|R}} ১৬১/৩ (১৮.১)
{{subst:Cr-IPL|rcb|R}} ১৫৭/৮ (২০)
{{subst:Cr-IPL|rr-r}} ৭ উইকেটে বিজয়ী  
২৫ মে ২০২২ — কলকাতা
{{subst:Cr-IPL|lsg|R}} ১৯৩/৬ (২০)
{{subst:Cr-IPL|rcb|R}} ২০৭/৪ (২০)
{{subst:Cr-IPL|rcb-r}} ১৪ রানে বিজয়ী  

প্রাথমিক পর্ব[সম্পাদনা]

বাছাই ১[সম্পাদনা]


২৪ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৮৮/৬ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৯১/৩ (১৯.৩ ওভার)
জস বাটলার ৮৯ (৫৬)
হার্দিক পাণ্ড্য ১/১৪ (২ ওভার)
ডেভিড মিলার ৬৮* (৩৭)
ট্রেন্ট বোল্ট ১/৩৮ (৪ ওভার)
গুজরাত টাইটান্স ৭ উইকেটে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও বীরেন্দার শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড মিলার (গুজরাত টাইটান্স)
  • গুজরাত টাইটান্স টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

এলিমিনেটর[সম্পাদনা]


২৫ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রজত পাতিদার ১১২* (৫৪)
মহসিন খান ১/২৫ (৪ ওভার)
কেএল রাহুল ৭৯ (৫৮)
জোশ হজলউড ৩/৪৩ (৪ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও জয়ারামান মদনগোপাল (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রজত পতিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

বাছাই ২[সম্পাদনা]


২৭ মে ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৬১/৩ (১৮.১ ওভার)
রজত পাতিদার ৫৮ (৪২)
প্রসিধ কৃষ্ণা ৩/২২ (৪ ওভার)
জস বাটলার ১০৬* (৬০)
জোশ হজলউড ২/২৩ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ৭ উইকেটে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (রাজস্থান রয়্যালস)
  • রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]


২৯ মে ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৩০/৯ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৩৩/৩ (১৮.১ ওভার)
জস বাটলার ৩৯ (৩৫)
হার্দিক পাণ্ড্য ৩/১৭ (৪ ওভার)
শুভমান গিল ৪৫* (৪৩)
ট্রেন্ট বোল্ট ১/১৪ (৪ ওভার)
গুজরাত টাইটান্স ৭ উইকেটে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: হার্দিক পাণ্ড্য (গুজরাত টাইটান্স)
  • রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গুজরাত টাইটান্স আইপিএল-এর আসরে তাদের প্রথম শিরোপা জয় করে।

পরিসংখ্যান[সম্পাদনা]

সর্বাধিক রান[সম্পাদনা]

খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় স্ট্রা. রেট সর্বোচ্চ ১০০ ৫০ চার ছয়
জস বাটলার রাজস্থান রয়্যালস ১৭ ১৭ ৮৬৩ ৫৭.৫৩ ১৪৯.০৫ ১১৬ ৮৩ ৪৫
কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টস ১৫ ১৫ ৬১৬ ৫১.৩৩ ১৩৫.৩৮ ১০৩* ৪৫ ৩০
কুইন্টন ডি কক লখনউ সুপার জায়ান্টস ১৫ ১৫ ৫০৮ ৩৬.২৮ ১৪৮.৯৭ ১৪০* ৪৭ ২৩
হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্স ১৫ ১৫ ৪৮৭ ৪৪.২৭ ১৩১.২৬ ৮৭* ৪৯ ১২
শুভমান গিল গুজরাত টাইটান্স ১৬ ১৬ ৪৮৩ ৩৪.৫০ ১৩২.৩২ ৯৬ ৫১ ১১
উৎস: IPLT20.com
  •      কমলা টুপি

সর্বাধিক উইকেট[সম্পাদনা]

খেলোয়াড় দল ম্যাচ ইনিংস উইকেট সেরা গড় ইকোনমি স্ট্রা. রেট ৪উ ৫উ
যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালস ১৭ ১৭ ২৭ &10000000000000005125000 ৫/৪০ ১৯.৫১ ৭.৭৫ ১৫.১১
ওয়ানিদু হাসারাঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ ১৬ ২৬ &10000000000000005277777 ৫/১৮ ১৬.৫৩ ৭.৫৪ ১৩.১৫
কাগিসো রাবাদা পাঞ্জাব কিংস ১৩ ১৩ ২৩ &10000000000000004121212 ৪/৩৩ ১৭.৬৫ ৮.৪৫ ১২.৫২
উমরান মালিক সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১৪ ২২ &10000000000000005200000 ৫/২৫ ২০.১৮ ৯.০৩ ১৩.৪০
কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালস ১৪ ১৪ ২১ &10000000000000004285714 ৪/১৪ ১৯.৯৫ ৮.৪৩ ১৪.১৯
উৎস: IPLT20.com
  •      বেগুনী টুপি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BCCI announces the successful bidders for two new Indian Premier League Franchises"bcci.tv। Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  2. "IPL to become 10 team tournament from 2022"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Franchises for board's new Twenty20 league"espncricinfo। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 
  4. "IPL 2022: CONFIRMED! Two new IPL teams will be announced on THIS date"Zee News। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Next three IPL seasons to comprise 74 matches each"। ESPNcricinfo। ৫ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "BCCI announce schedule for TATA IPL 2022"IPLT20.com। Indian Premier League। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২ 
  7. "RPSG, CVC Capital win bids for Lucknow, Ahmedabad IPL teams"Cricbuzz। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  8. "Lucknow and Ahmedabad become home to the two newest IPL franchises"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  9. "Lucknow Super Giants unveiled as name for new IPL franchise" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  10. "Tata Group replaces Vivo as IPL title sponsors for 2022 and 2023 seasons"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  11. "BCCI stitches IPL deal with Tatas to hand Vivo a smooth exit"Times of India। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  12. "It's official! Ahmedabad IPL franchise to be called 'Gujarat Titans'"Times Now News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  13. "IPL 2022 Player Auction List Announced"IPLT20.com (ইংরেজি ভাষায়)। Indian Premier League। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২ 
  14. "TATA IPL 2022: List Of All Umpires and Their Salaries in IPL 2022"Sports Unfold। ২৬ মার্চ ২০২২। 
  15. "IPL 2022: Groups assigned to all teams, league stage format explained"Sportstar। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ 
  16. "IPL unveils new format for 2022, with two groups and seedings" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ 
  17. "CSK-KKR to feature in IPL 2022 opener on Mar 26 at Wankhede"Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 
  18. "IPL playoffs to be played in Kolkata, Ahmedabad"CricBuzz। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]