মহিউদ্দীন আলাওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অন্য ব্যবহারের জন্য, দেখুন মহিউদ্দিন (দ্ব্যর্থতা নিরসন)

মহিউদ্দীন আলাওয়ে
জন্ম(১৯২৫-০৬-০১)১ জুন ১৯২৫
মৃত্যু২৩ জুলাই ১৯৯৬(1996-07-23) (বয়স ৭১)

মহিউদ্দীন আলাওয়ে (ইংরেজি: Muhiaddin Alwaye) (জন্মঃ জুন ১, ১৯২৫ - মৃত্যুঃ জুলাই ২৩, ১৯৯৬) ছিলেন একজন সুপরিচিত আরবীয় ও ইসলামিক পণ্ডিত, লেখক এবং শিক্ষাবিদ।[১] এছাড়াও তিনি একজন ভারতের কেরালার সুপরিচিত গবেষক। তাকে জয়নুদ্দীন মাখদুম এর পরে আরব বিশ্বের কেরালা থেকে সবচেয়ে পরিচিত ইসলামী পণ্ডিত হিসাবে গণ্য করা হয়। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় এর একজন অনুষদ ছিলেন। তিনি ১৯৫০ সালের পরে অল ইন্ডিয়া রেডিও-এ দিল্লির স্টেশন থেকে একজন আরবি ঘোষক হিসেবে কাজ করেন। ড. মহিউদ্দীন আরবি, ইংরেজি এবং মালায়ালামের অসংখ্যা বইয়ের কর্তৃপক্ষ ছিলেন। তিনি বিখ্যাত মালায়ালম উপন্যাস "চিমিন" অনুবাদ করেন, যেটির লেখক ছিলেন থাকাঝি শিবাসাঙ্কারা পিলাই। এছাড়াও এর আরবি নাম অনুসারে "শিমীন" রাখা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dr.Mohiaddin Alwaye souvenir-2011 march, Publisher: Azharul Uloom Islamic complex Aluva & Eranamkulam District of Muslim association Qatar (Malayalam)
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]