বিষয়বস্তুতে চলুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বর্তমান: ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
বিজ্ঞান ভবন, যেখানে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হয়
বিবরণভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য
অবস্থানবিজ্ঞান ভবন, নয়া দিল্লি
দেশভারত
পুরস্কারদাতাজাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন
প্রথম পুরস্কৃত১০ অক্টোবর ১৯৫৪; ৭০ বছর আগে (1954-10-10)
সর্বশেষ পুরস্কৃত১৬ আগস্ট ২০২৪; ১০ মাস আগে (2024-08-16)
ওয়েবসাইটdff.nic.in

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল "ভারতীয় চলচ্চিত্র শিল্পে উৎকর্ষতা"র জন্য প্রদান করা একটি শৈল্পিক ও কারিগরি গুণগত মানসম্পন্ন পুরস্কার। এই পুরস্কারটি ১৯৫৪ সালে প্রবর্তিত হয়। ১৯৭৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্ডিয়ান প্যানোরামার সঙ্গে ভারতের সরকারের চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতো এবং ২০২১ সাল থেকে এটি এনএফডিসি দ্বারা পরিচালিত হয়ে আসছে।[][][]

সর্বাধিক পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র (বছর) জিতে নেওয়া পুরষ্কারের সংখ্যা
লগান (২০০১) 8
বাজীরাও মাস্তানী (২০১৫) 7
গডমাদার (১৯৯৮) 6
কান্নাতিল মুত্তামিত্তাল (২০০২) 6
আদুকালাম (২০১০) 6
আরআরআর (২০২২) 6
কুট্টি স্রাঙ্ক (২০০৯) 5
সুরারাই পতরু (২০২০) 5
গঙ্গুবাই কাঠিয়াওয়াডি (২০২২) 5

প্রতি বছর, সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত একটি জাতীয় প্যানেল বিজয়ী চলচ্চিত্র নির্ধারণ করে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের রাষ্ট্রপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর পরেই শুরু হয় জাতীয় চলচ্চিত্র উৎসব, যেখানে বিজয়ী চলচ্চিত্রগুলো জনসাধারণের জন্য প্রদর্শিত হয়। দেশজুড়ে পূর্ববর্তী বছরে প্রযোজিত চলচ্চিত্রগুলোর জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। এটি শুধুমাত্র সামগ্রিকভাবে সেরা ভারতীয় চলচ্চিত্রকে নয়, বরং দেশের প্রতিটি অঞ্চল ও ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকেও স্বীকৃতি প্রদান করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়। ভারতের সরকার এই পুরস্কার প্রবর্তন করে দেশব্যাপী নির্মিত চলচ্চিত্রগুলোর স্বীকৃতি প্রদানের মাধ্যমে ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে উৎসাহিত করার উদ্দেশ্যে। ১৯৭৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই অনুষ্ঠানটি ভারতের চলচ্চিত্র উৎসব অধিদপ্তর পরিচালনা করে আসছিল।[] ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করছে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন

জুরি এবং নিয়ম

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুটি প্রধান বিভাগে প্রদান করা হয়: পূর্ণদৈর্ঘ্য (ফিচার) চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য (নন-ফিচার) চলচ্চিত্র।[] এই দুই বিভাগে বিচারকদের নিয়োগ দেয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সরকার বা কোনো সংগঠন বিচার প্রক্রিয়া বা পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্ধারণে কোনো হস্তক্ষেপ করে না। বিচারকমণ্ডলীর বিবেচনার জন্য কোনো চলচ্চিত্র গ্রহণযোগ্য কি না, তা নির্ধারণে কঠোর মানদণ্ড অনুসরণ করা হয়। প্রতি বছর দেশজুড়ে নির্মিত ১০০-এরও বেশি চলচ্চিত্র প্রতিটি বিভাগে (ফিচার ও নন-ফিচার) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।[]

প্রতি বছর 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিধিমালা' নামে একটি নিয়মাবলির দলিল প্রকাশ করা হয়, যেখানে অংশগ্রহণের জন্য প্রযোজ্য বিভিন্ন শর্তাবলি উল্লেখ থাকে।[] এর মধ্যে অন্যতম একটি প্রধান শর্ত হলো চলচ্চিত্র নির্মাতা, বিশেষ করে পরিচালককে ভারতীয় নাগরিক হতে হবে।[] প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চলচ্চিত্রগুলো ভারতের অভ্যন্তরে নির্মিত হতে হবে। যদি কোনো বিদেশি সংস্থার সঙ্গে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মিত হয়, তবে সে ক্ষেত্রে ছয়টি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। বিচারকদের বিবেচনার জন্য চলচ্চিত্রটি অবশ্যই ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ কর্তৃক সার্টিফাইড হতে হবে। কোনো চলচ্চিত্র ফিচার না নন-ফিচার, তা নির্ধারণ করবে ফিচার চলচ্চিত্র বিভাগের বিচারকমণ্ডলী। এছাড়াও, প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য চলচ্চিত্রগুলোর জন্য নির্দিষ্ট কিছু নিয়মও তালিকাভুক্ত থাকে।[]

বর্তমান পুরস্কারসমূহ

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনটি প্রধান বিভাগে প্রদান করা হয়: পূর্ণদৈর্ঘ্য (ফিচার) চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য (নন-ফিচার) চলচ্চিত্র এবং চলচ্চিত্রবিষয়ক শ্রেষ্ঠ লেখনি। প্রতিটি বিভাগের রয়েছে নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগর মূল উদ্দেশ্য হলো শৈল্পিক ও কারিগরি উৎকর্ষ এবং সামাজিক প্রাসঙ্গিকতা সম্পন্ন চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদান। এই চলচ্চিত্রগুলো দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করে, যার ফলে জাতীয় ঐক্য ও সংহতি বৃদ্ধি পায়।[] চলচ্চিত্রবিষয়ক শ্রেষ্ঠ লেখনি বিভাগর উদ্দেশ্য হলো চলচ্চিত্রকে একটি শিল্পমাধ্যম হিসেবে অধ্যয়ন ও অনুধাবনের চর্চাকে উৎসাহিত করা, এবং বই, প্রবন্ধ, সমালোচনা, পত্রিকায় প্রতিবেদন ও গবেষণার মাধ্যমে চলচ্চিত্র সম্পর্কে তথ্য প্রচার ও শিল্পটির সমালোচনামূলক মূল্যায়ন তুলে ধরা।[১০] এছাড়াও, ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে-এর নামে প্রদান করা হয় আজীবন সম্মাননা পুরস্কার, যা একজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে ভারতীয় চলচ্চিত্রের বিকাশ ও অগ্রগতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।[১১][১২]

সব পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে একটি পদক, একটি সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়। ফিচার চলচ্চিত্র বিভাগের ৬টি, নন-ফিচার ও চলচ্চিত্রবিষয়ক লেখার বিভাগের ৩টি করে বিভাগে স্বর্ণ কমল (সোনার পদক) দেওয়া হয়। অন্য সব বিভাগে দেওয়া হয় রজত কমল (রুপার পদক)।[১৩][১৪]

আজীবন কৃতিত্ব পুরস্কার

[সম্পাদনা]
বছর অনুসারে বর্তমান আজীবন সম্মাননা বিভাগের তালিকা চালু করা হয়েছে
চালু হওয়ার বছর বিভাগ
১৯৬৯ দাদাসাহেব ফালকে পুরস্কার

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর অনুসারে বর্তমান ফিচার ফিল্ম বিভাগের তালিকা চালু করা হয়েছে
চালু হওয়ার বছর বিভাগ
সোনালী পদ্ম (স্বর্ণ কমল)
১৯৫৩ শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৩ শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র
১৯৬৭ শ্রেষ্ঠ পরিচালক
১৯৭৪ পরিছন্ন বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র
১৯৮০ একজন পরিচালকের শ্রেষ্ঠ অভিষেক চলচ্চিত্র
২০২২ এভিজিসি-তে শ্রেষ্ঠ চলচ্চিত্র (শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র)
রূপালী পদ্ম (রজত কমল)
১৯৫৪ শ্রেষ্ঠ বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৪ শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৪ শ্রেষ্ঠ কন্নড় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৪ শ্রেষ্ঠ মালায়ালাম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৪ শ্রেষ্ঠ মারাঠি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৪ শ্রেষ্ঠ তামিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৪ শ্রেষ্ঠ তেলেগু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৫৫ শ্রেষ্ঠ অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৬০ শ্রেষ্ঠ গুজরাটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৬০ শ্রেষ্ঠ ওড়িয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৬২ শ্রেষ্ঠ পাঞ্জাবি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৬৫ শ্রেষ্ঠ কোঙ্কনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৬৭ প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা
১৯৬৭ প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
১৯৬৭ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা
১৯৬৭ শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক
১৯৬৭ শ্রেষ্ঠ চিত্রনাট্য
১৯৬৭ শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
১৯৬৮ শ্রেষ্ঠ নারী নেপথ্য গায়িকা
১৯৬৮ শ্রেষ্ঠ কথার কথা
১৯৬৮ শ্রেষ্ঠ শিশু শিল্পী
১৯৭২ শ্রেষ্ঠ মণিপুরী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৭৬ শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইন
১৯৭৬ শ্রেষ্ঠ সম্পাদনা
১৯৭৮ বিশেষ উল্লেখ
১৯৭৯ শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন
১৯৮৪ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
১৯৮৪ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
১৯৮৪ শ্রেষ্ঠ পোশাক নকশা
১৯৮৫ শ্রেষ্ঠ বোডো ফিচার ফিল্ম
১৯৯১ শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
২০০৬ শ্রেষ্ঠ মেক-আপ
২০১৬ শ্রেষ্ঠ স্টান্ট কোরিওগ্রাফি
২০২২ জাতীয়, সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
২০২২ এভিজিসি-তে সেরা চলচ্চিত্র (সেরা ভিজ্যুয়াল এফেক্টস)

নন-ফিচার ফিল্ম

[সম্পাদনা]
বছর অনুসারে বর্তমান নন-ফিচার ফিল্ম বিভাগের তালিকা চালু করা হয়েছে
চালু হওয়ার বছর বিভাগ
সোনালী পদ্ম (স্বর্ণ কমল)
১৯৫৩ শ্রেষ্ঠ নন-ফিচার ফিল্ম
১৯৯১ একজন পরিচালকের সেরা অভিষেক চলচ্চিত্র
২০০০ শ্রেষ্ঠ নির্দেশনা
রূপালী পদ্ম (রজত কামাল)
১৯৬৭ শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র
১৯৭৮ বিশেষ উল্লেখ
১৯৮৫ শ্রেষ্ঠ শিল্প/সাংস্কৃতিক চলচ্চিত্র
১৯৮৭ শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৯০ শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি
১৯৯০ শ্রেষ্ঠ সম্পাদনা
১৯৯০ শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইন
১৯৯৩ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা
২০০৩ শ্রেষ্ঠ আখ্যান / ভয়েস ওভার
২০২২ জাতীয়, সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা নন-ফিচার ফিল্ম
২০২২ শ্রেষ্ঠ জীবনী / ঐতিহাসিক পুনর্গঠন / সংকলন চলচ্চিত্র
২০২২ শ্রেষ্ঠ তথ্যচিত্র
২০২২ শ্রেষ্ঠ স্ক্রিপ্ট

সিনেমা নিয়ে লেখালেখি

[সম্পাদনা]
বছর অনুসারে সিনেমার উপর বর্তমান লেখার তালিকা চালু করা হয়েছে
চালু হওয়ার বছর বিভাগ
সোনালী পদ্ম (স্বর্ণ কমল)
১৯৮১ সিনেমার উপর সেরা বই
১৯৮৪ শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Explained: The National Film Awards, their history, significance, and recent trends"। ২২ জুলাই ২০২২। 
  2. Official site Directorate of Film Festivals
  3. Film Festival ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুন ২০০৮ তারিখে
  4. "69th National Film Awards: Here's the complete winner list"। ১৭ অক্টোবর ২০২৩ – The Economic Times - The Times of India-এর মাধ্যমে। 
  5. "70th National Film Awards: Heavy criticism from industry for ignoring contributions to sound recording and mixing"Hindustan Times। ২৫ ফেব্রুয়ারি ২০২৪। 
  6. "Explained: The National Film Awards, their history, significance, and recent trends"। ২২ জুলাই ২০২২। 
  7. "National Awards 2022 Winners" – The Economic Times - The Times of India-এর মাধ্যমে। 
  8. 55th National Film Awards Regulations. Eligibility. Pages 2–3.
  9. "Explained: The National Film Awards, their history, significance, and recent trends"। ২২ জুলাই ২০২২। 
  10. "59th National Film Awards: Regulations" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 2,4,12,14,22,24,25,30। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১২ 
  11. "59th National Film Awards: Regulations" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 2,4,12,14,22,24,25,30। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১২ 
  12. "Dadasaheb Phalke Award Past Recipients"Directorate of Film Festivals। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২ 
  13. "59th National Film Awards: Regulations" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 2,4,12,14,22,24,25,30। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১২ 
  14. Ramachandran, Naman (২৪ আগস্ট ২০২৩)। "'RRR' Wins Big at India's National Film Awards" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]