নাম্বার ওয়ান শাকিব খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাম্বার ওয়ান শাকিব খান
নাম্বার ওয়ান শাকিব খান চলচ্চিত্রের পোস্টার.jpg
নাম্বার ওয়ান শাকিব খান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবদিউল আলম খোকন
প্রযোজকমোহাম্মদ হোসাইন
শ্রেষ্ঠাংশেশাকিব খান
অপু বিশ্বাস
মিশা সওদাগর
আলী রাজ
নুতন
আনান
সুরকারআলী আকরাম শুুভ
চিত্রগ্রাহকআসাদুজ্জামান মজনু
সম্পাদকজিনাত হোসাইন জিনহা
পরিবেশকগ্রামীণ ফিল্মস
মুক্তি
  • ১১ সেপ্টেম্বর ২০১০ (2010-09-11)
দৈর্ঘ্য১৭৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

নাম্বার ওয়ান শাকিব খান[১] হল বদিউল আলম খোকন পরিচালিত একটি বাংলা সামাজিক এ্যাকশনধর্মী চলচ্চিত্র। এটি ২০১০ সালের ১১ সেপ্টেম্বর তারিখে ঈদ-উল-ফিতর এর সময়ে মুক্তি পায়।২০১২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে শাকিব খান নাম ভূমিকায় অভিনয় করেছেন এবং ৬০% কাজ শুটিং এর কাজ ব্যাংককে করা হয়।[২]

কাহিনি সংক্ষেপ[সম্পাদনা]

নাম্বার ওয়ান শাকিব খান হল বদিউল আলম খোকন পরিচালিত একটি বাংলা সামাজিক এ্যাকশধর্মী ছবি। ছবিতে একটি যুবক তার নিজের পায়ে দাঁড়াতে যে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি হয় তার​​ উপর দৃষ্টি দেওয়া হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান নাম ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও অপু বিশ্বাস, নতুন, আলীরাজ, সাদেক বাচ্চু সহ আরও অনেকে রয়েছেন।[৩]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

নাম্বার ওয়ান শাকিব খান
নাম্বার ওয়ান শাকিব খান সাউন্ডট্র্যাকের পোস্টার.jpg
আলী আকরাম শুভ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১০
ঘরানাফিল্ম সাউন্ডট্রাক
প্রযোজকমোহাম্ম হোসাইন

নাম্বার ওয়ান শাকিব খান ছবির গান লিখেছেন আলী আকরাম শুভ। ২০১০ সালে ছবির প্রায় সবকটি গান জনপ্রিয়তা অর্জন করেছিল।

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."নাম্বার ওয়ান শাকিব খান"এস আই টুটুল 
২."ও ষাথীরে"এ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা 
৩."দিওনা"আসিফ আকবর এবং ডলি শায়ন্তনী 
৪."চাই নারে জমিদারি"  
৫."কোকিলা"আসিফ আকবর এবং বেবী নাজনীন 

বক্স অফিস[সম্পাদনা]

চলচ্চিত্রটি প্রথমদিকে ৭৫টি সিনেমা হল এবং কয়েক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে সারাদেশে ৩০০টি সিনেমা হল মুক্তি দেওয়া হয়। যেটি বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে একটি অনন্য রেকর্ড। এছাড়াও ছবিটি ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাবসাসফল ছবি ছিল।

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

বিনোদন বিচিত্রা পুরস্কার (২০১০)
ইউরো-সিজেএফনি পারফরম্যাস্স এ্র্যাওয়ার্ড (২০১০)
  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান
  • বিজয় সেরা গল্প
ওয়াল্টন বৈশাখী স্টার পুরস্কার (২০১১)
বেবিসান এ্যাওয়ার্ড (২০১০)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪ 
  2. "Number One Shakib Khan"। ২০১৪-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৪ 
  3. movie review

বহিঃসংযোগ[সম্পাদনা]