ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল লেগো
উদ্বোধনসেপ্টেম্বর ১, ১৯৯৭[১]
মালিকানাফক্স কেবল নেটওয়ার্ক (২১ শতক ফক্স) (৬৭%)
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ইন্টারন্যাশনাল মালিক:
ফক্স ইন্টারটেইন্টমেন্ট গ্রুপ (২১ শতক ফক্স) (৫০%)
চিত্রের বিন্যাস১০৮০আই (এইচডিটিভি)
৭২০পি (এইচডিটিভি)
৪৮০আই (এসডিটিভি/১৬:৯ লেটারবক্স)
স্লোগানদ্যা প্লেস উই টেক ইউ আর নট জাস্ট অন এ ম্যাপ
লাইভ কিউরিআস
থিংক এগেইন
ডেয়ার টু এক্সপ্লোর
দিস ইজ হু উই আর
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রচারের স্থানবিশ্বব্যাপী
প্রধান কার্যালয়ওয়াশিংটন, ডি.সি.
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ন্যাট জিও ওয়াইল্ড
ওয়েবসাইটnatgeotv.com
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ডিরেক্ট টিভি২৭৬ (এইচডি/এসডি)
১২৭৬ (ভিওডি)
২০৮৬ (দক্ষিণ কোরিয়া)
ডিশ নেটওয়ার্ক১৮৬ (এইচডি/এসডি)
৫৫১৮(এইচডি)
৯৪২৯ (এইচডি)
ডিএসটিভি১৮১[২]
ডিশ এইচডি৬১৯০
ওটিই টিভি
ক্যাবল
ভেরাইজন এফআইওএস১২১ (এইচডি)*
৬২১ (এসডি)*
*তারা জাগ্রত (১/৯/২০১৪ হিসাবে)
ইউপিসি পোলান্ড৩৭০ (এইচডি)
৩৬৯ (এসডি)
আইপিটিভি
এটিএন্ডটি ইউ-ভার্চ১২৬৫ (এইচডি)
২৬৫ (এসডি)

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল (এছাড়াও বাণিজ্যিকভাবে সংক্ষিপ্ত এবং ট্রেডমার্ক হিসেবে ন্যাট জিও পরিচিত) হল একটি আমেরিকান ডিজিটাল ক্যাবল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যেটি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং ২১ শতক ফক্স এর ফক্স কেবল নেটওয়ার্ক বিভাগের মালিকানাধীন এর দায়েত্ব রয়েছে।

চ্যানেলটি ন্যাশনাল জিওগ্রাফিক এবং অন্যান্য উৎপাদন কোম্পানি দ্বারা উৎপাদিত অ-কথাসাহিত্য টেলিভিশন অনুষ্ঠান প্রচার করে থাকে। ইতিহাস এবং ডিস্কভারি চ্যানেলের মত চ্যানেলটি প্রকৃতি, বিজ্ঞান, সংস্কৃতি জড়িত প্রকৃত কন্টেন্টের সাথে প্রামান্যচিত্র বৈশিষ্ট্য অনুষ্ঠানামালা এবং এছাড়াও কিছু বাস্তবতাভিত্তিক ও ছদ্ম-বৈজ্ঞানিক বিনোদনভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী এটির প্রাথমিক সহোদর নেটওয়ার্ক সেজার মিলানে জনপ্রিয় কুকুর হুইসপারসহ পশু সংক্রান্ত অনুষ্ঠানমালার উপর গুরুত্ত্ব দেয়া হয় যেটি মূলত ন্যাট জিও ওয়াইল্ড প্রচার হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী এটির প্রাথমিক সহোদর নেটওয়ার্ক হল "ন্যাট জিও ওয়াইল্ড", যেটি জনপ্রিয় ডগ হুইসপার উইথ কেসার মিলান সহ পশু সংক্রান্ত অনুষ্ঠানমালার উপর গুরুত্ত্ব দেওয়া হয়।

আগস্ট ২০১৩ তারিখ এর হিসাব মোতাবেক ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৮৪,৪৪৬,০০০ টেলিভিশনে পরিবার (টেলিভিশনের সঙ্গে পরিবারের ৭৩.৯৫%) এর উপর দেখা হয়।[৩]

টেলিভিশন অনুষ্ঠানমালা সমূহ[সম্পাদনা]

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এর টেলিভিশন অনুষ্ঠানমালা ক্রমানুসার অনুযায়ী প্রদর্শন করা হল:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. name=1997launch
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪ 
  3. Seidman, Robert (আগস্ট ২৩, ২০১৩)। "List of How Many Homes Each Cable Networks Is In - Cable Network Coverage Estimates As Of August 2013"TV by the Numbers। Zap2it। আগস্ট ২৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]