আয়ুষ্মান খুরানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়ুষ্মান খুরানা
২০১৮ সালে অন্ধধুন চলচ্চিত্রের প্রচারণায় খুরানা
জন্ম
নিশান্ত খুরানা[১]

(1984-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
পেশাটেলিভিশন উপস্থাপক, অভিনেতা, গায়ক, ভিজে, সাবেক আরজে, লেখক
কর্মজীবন২০০২-২০০৭ (মঞ্চনাটক)
২০০৭-২০০৮ (রেডিও)
২০০৮-বর্তমান (টেলিভিশন উপস্থাপক)
২০১২- বর্তমান (অভিনেতা)
দাম্পত্য সঙ্গীতাহিরা কাশ্যপ
পিতা-মাতাপি.খুরানা, মিসেস পুনম খুরানা
আত্মীয়অপারশক্তি খুরানা (ভাই)[২]

আয়ুষ্মান খুরানা (জন্ম: নিশান্ত খুরানা, ১৪ সেপ্টেম্বর ১৯৮৪) একজন ভারতীয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী, যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তার অভিনীত চলচ্চিত্রে তাকে সাধারণ ব্যক্তি চরিত্রে বিভিন্ন সামাজিক অনুষঙ্গের বিরুদ্ধে সংগ্রাম করতে দেখা যায়।[৩][৪] তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০১৩ ও ২০১৯ সালে ফোর্বস ইন্ডিয়ার ১০০ সেলেব্রিটি তালিকায় তালিকাভুক্ত হন এবং ২০২০ সালে টাইম-এর বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় তালিকাভুক্ত করে।[৫]

খুরানা ২০০৪ সালে আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান এমটিভি রোডিজের দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হন এবং টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০১২ সালে সুজিত সরকার পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ধাঁচের চলচ্চিত্র ভিকি ডোনার-এ অভিনয়ের মাধ্যেম বলিউডে পা রাখেন। চলচ্চিত্রটি ব্যাবসায়িকভাবে সাফল্য অর্জন করে[৬][৭] এবং তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। কয়েক বছর বিরতির পর তিনি ব্যবসাসফল ও সমাদৃত চলচ্চিত্র দম লগা কে হইশা (২০১৫)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

খুরানা হাস্যরসাত্মক নাট্যধর্মী বরেলি কি বরফি (২০১৭), শুভ মঙ্গল সাবধান (২০১৭), বাধাই হো (২০১৮), ড্রিম গার্ল (২০১৯, বালা (২০১৯); থ্রিলারধর্মী আন্ধাধুন (২০১৮); এবং অপরাধ নাট্যধর্মী আর্টিকেল ১৫ (২০১৯)-এর মত বক্স অফিসে ব্যবসাসফল চলচ্চিত্র দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[৮][৯] আন্ধাধুন চলচ্চিত্র অন্ধ পিয়ানোবাদক চরিত্রে এবং আর্টিকেল ১৫ চলচ্চিত্রে সৎ পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০২০ সালে তিনি শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান চলচ্চিত্রে অভিনয় করেন, যা শ্রেষ্ঠাংশে পুরুষ সমকামী চরিত্র নিয়ে নির্মিত প্রথম মূলধারার বলিউড চলচ্চিত্র। এরপর কয়েকটি ইতিবাচক পর্যালোচনা পাওয়া স্বত্বেও বক্স অফিসে ব্যর্থ চলচ্চিত্রের পর তিনি ড্রিম গার্ল ২ (২০২৩) দিয়ে ব্যবসা সফলতা লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি তিনি কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া "পানি দা রঙ" গানের জন্য তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

প্রাক জীবন[সম্পাদনা]

খুরানা চন্ডীগড়ে পুনম এবং পি খুরানার ঘরে জন্মগ্রহণ করেন।[১০] তিনি চন্ডীগড়ের সেন্ট জন্স হাই স্কুল এবং ডাভ কলেজে পড়াশোনা করেছেন।[১১] তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন।[১২]

অভিনয় জীবন[সম্পাদনা]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

সাল নাম চরিত্র টীকা
২০১২ ভিকি ডোনার ভিকি অরোরা
২০১৩ নৌটাংকি শালা রাম পারমার
২০১৪ বেওয়াকুফিয়া মোহিত চাড্ডা
২০১৫ হাওয়াইজাদা শিভকর বাপুজি তালপাড়ে
দম লগা কে হইশা প্রেম প্রকাশ তিওয়ারি
২০১৭ মেরি প্যায়ারি বিন্দু অভিমন্যু রায়
বরেলি কি বরফি চিরাগ দুবেই
শুভ মঙ্গল সাবধান মুদিত শর্মা
২০১৮ আন্ধাধুন আকাশ
আর্টিকেল ১৫ আইপিএস অফিসার আয়ন রঞ্জন
২০১৯ ড্রিম গার্ল লোকেশ বিশত / লাজবন্তী খুরানা
বালা বালা

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তাহিরা কাশ্যপের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে তাহিরা কাশ্যপের স্তন ক্যান্সার ধরা পড়ে। [১৩]

তথ্য উৎস[সম্পাদনা]

  1. "Koffee With Karan 6: Karan Johar reveals his real name, Ayushmann Khuranna says his wife's father walked in on them"হিন্দুস্তান টাইমস। ১৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "Ayushmann Khurrana's younger brother to make Bollywood debut with negative character"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  3. সেন, রাজা (৬ জুলাই ২০১৮)। "Ayushmann Khurrana, actor of the year"মিন্ট। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  4. বামজাই, কাবেরি (৫ জুলাই ২০১৯)। "Ayushmann Khurrana: Mr Everyman"ওপেন দ্য ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Ayushmann Khurrana: The 100 Most Influential People of 2020"টাইম। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "Vicky Donor is a HIT"। Indicine.com। ২০১৯-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-১০ 
  7. "Vicky Donor gets very good reviews from film critics - Filmibeat ."। Entertainment.oneindia.in। ২০১২-০৪-২৩। ২০১৪-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-১০ 
  8. "After Back-To-Back Hits, Ayushmann Khurrana Knows He's Become A Star But He Doesn't Want To Believe It"ইন্ডিয়া টাইমস। ২১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "Ayushmann Khurrana and Vaani Kapoor's Chandigarh Kare Aashiqui now streaming on Netflix"এমএসএন। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  10. "I've evolved as an actor: Ayushmann Khurrana"IANS। দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ২৮ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬ 
  11. "Ayushmann's Portfolio Pics"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬ 
  12. "Lesser known facts about Ayushmann Khurrana"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬ 
  13. "বলিউড তারকার স্ত্রীর ক্যান্সার"। প্রথম আলো। ২৪ সেপ্টেম্বর ২০১৮। 

বহিঃসংযোগ[সম্পাদনা]