সুব্রত রায়
সুব্রত রায় | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | সাহারা শ্রী |
পেশা | প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাহারা ইন্ডিয়া পরিবার |
কর্মজীবন | ১৯৭৮–বর্তমান |
পরিচিতির কারণ | পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এর মালিক, গ্রসভেনার হাউস, এ্যামবি ভ্যালি সিটি, প্লাজা হোটেল, ড্রিম ডাউনটাউন হোটেল |
আদি নিবাস | লক্ষ্ণৌ |
দাম্পত্য সঙ্গী | স্বপ্না রায় |
সন্তান | ২ |
ওয়েবসাইট | www |
সুব্রত রায় (জন্মঃ ১০ জুন ১৯৪৮) হলেন একজন ভারতীয় ব্যবসায়ী এবং সাহারা ইন্ডিয়া পরিবার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
ভারতীয় বহু-সমন্বিত বিচিত্র মালিকানার সঙ্গে তিনি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, লন্ডন এর গ্রসভেনর হাউস, নিউ ইয়র্ক এর প্লাজা হোটেল, এ্যমবি ভ্যালি সিটি ও ফোর্স ইন্ডিয়ার সাথে জড়িত। রায় ১৯৭৮ সালে তার কোম্পানী প্রতিষ্ঠা করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সুব্রত রায় সুধির চন্দ্র রায় ও শ্রীমতী ছবি রায় এর ঘরে ভারতের বিহার রাজ্যে ১৯৪৮ সালে আরারিয়ায় জন্মগ্রহণ করেন। তার পূর্বসূরীরা বর্তমান বাংলাদেশের( প্রাক্তন ইস্ট বেঙ্গল প্রেসিডেন্সি) ঢাকা বিক্রমপুরের(বর্তমান মুন্সীগঞ্জ) বিখ্যাত ভাগ্যকূল জমিদার পরিবারের সদস্য ছিলেন। দেশ ভাগের পর তারা কোলকাতায় চলে আসেন।[১][২][৩] তিনি কলকাতায় হলি চাইল্ড স্কুল-এ প্রাথমিক শিক্ষাজীবন এবং পরবর্তীতে সরকারী টেকনিক্যাল ইনস্টিটিউট গোরখপুর থেকে মেকানিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন।[৪] রায় গোরখপুরে প্রাথমিকভাবে তার ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sahara India Pariwar"। Sahara.in। ২০১৪-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১২।
- ↑ "India's Sahara Group"। thedailystar.com। ২০১২-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০১২-০৫-২৭।
- ↑ বাঙ্গালীর বিত্ত সাধনা সাহারার ইতিকথা, (Bangalir Vitta Sadhana: Saharar Itikatha), Mani Shankar Mukherjee, 2003
- ↑ "Subroto Roy Biography"। mapsofindia.com। ২০১১-০২-২৩। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৭।
- ↑ "Subrata Roy"। timesofindia.com। ২০০৩-০৭-১০। সংগ্রহের তারিখ ২০০৪-০৭-১১।
- ↑ "Sahara India"। newagebd.com। 2012-05-24। ২০১৩-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 201-05-27। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)