বিষয়বস্তুতে চলুন

২০১৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
তারিখ৮ এপ্রিল ২০১৫ (2015-04-08) – ২৪ মে ২০১৫ (2015-05-24)
তত্ত্বাবধায়কভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড রবিন এবং প্লেঅফ
আয়োজকভারত
বিজয়ীমুম্বই ইন্ডিয়ানস (২য় শিরোপা)
রানার-আপচেন্নাই সুপার কিংস
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা৬০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)
সর্বাধিক রান সংগ্রহকারীডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ) (৫৬২)
সর্বাধিক উইকেটধারীডোয়াইন ব্রাভো (চেন্নাই সুপার কিংস) (২৬)
আনুষ্ঠানিক ওয়েবসাইটwww.iplt20.com

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১৫ মৌসুম, যা আইপিএল ৮ নামেও পরিচিত বা, স্পনসরশিপের কারণে, পেপসি আইপিএল ২০১৫, ছিল আইপিএলের অষ্টম মৌসুম, ২০০৭ সালের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দ্বারা প্রতিষ্ঠিত একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে আটটি দল অংশ নিয়েছিল এবং ৮ এপ্রিল ২০১৫ থেকে ২৪ মে ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। [] টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি ৭ এপ্রিল ২০১৫ তারিখে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। ট্যাগলাইন ছিল ভারত কা ত্যোহার (ভারতের উৎসব)

২৪ মে ২০১৫ তারিখে, মুম্বই ইন্ডিয়ান্স কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে নেয়। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ২৬ বলে ৫০ রান করার জন্য ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পান। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Indian Premier League 2015"। cricketwa। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-০৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]