একদিনের আন্তর্জাতিক

একদিনের আন্তর্জাতিক বা একদিবসীয় ক্রিকেট ক্রিকেট খেলার একটি রূপ যা দু’টি দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে খেলা হয়ে থাকে এবং এতে প্রত্যেক দল ৫০ ওভার করে খেলে থাকে। একদিনের আন্তর্জাতিক খেলা দিয়েই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়। একদিনের আন্তর্জাতিক খেলাকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও বলা হয় কারণ এটি মূলত জাতীয় দলগুলোর মধ্যে নির্ধারিত ওভারের খেলা।
ক্রিকেট |
---|
সিরিজের অংশবিশেষ |
![]() |
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি
[সম্পাদনা]একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস।[১] ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরি করেন ভারতের ব্যাটিং শচীন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি করে তিনি শীর্ষস্থানে রয়েছেন। পরে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ভারতের বিরাট কোহলি।
সর্বোচ্চ রান এবং উইকেট
[সম্পাদনা]রানের দিক দিয়েও শীর্ষস্থানে আছেন শচীন তেন্ডুলকর (২১৩৬৭), ২য় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭০৪৬)। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন, ৫০২ উইকেট নিয়ে ২য় স্থানে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।
ওডিআই র্যাঙ্কিং
[সম্পাদনা]র্যাংক | দল | ম্যাচ | পয়েন্ট | রেটিং |
---|---|---|---|---|
১ | ![]() |
৩৬ | ৪,৪৭১ | ১২৪ |
২ | ![]() |
৩৮ | ৪,১৬০ | ১০৯ |
৩ | ![]() |
৩২ | ৩,৪৭১ | ১০৯ |
৪ | ![]() |
৩৬ | ৩,৭৩০ | ১০৪ |
৫ | ![]() |
৩২ | ৩,৩১২ | ১০৪ |
৬ | ![]() |
২৯ | ২,৭৭৫ | ৯৬ |
৭ | ![]() |
২৫ | ২,২৭৯ | ৯১ |
৮ | ![]() |
৩১ | ২,৬১৫ | ৮৪ |
৯ | ![]() |
২৭ | ২,২৪৬ | ৮৩ |
১০ | ![]() |
২৯ | ২,২০৫ | ৭৬ |
১১ | ![]() |
২২ | ১,২০২ | ৫৫ |
১২ | ![]() |
১৬ | ৭৭৫ | ৪৮ |
১৩ | ![]() |
২৭ | ১,২৪১ | ৪৬ |
১৪ | ![]() |
৩২ | ১,৩৭৪ | ৪৩ |
১৫ | ![]() |
৩১ | ১,২৪৪ | ৪০ |
১৬ | ![]() |
২১ | ৬৫৫ | ৩১ |
১৭ | ![]() |
২৮ | ৭৮৬ | ২৮ |
১৮ | ![]() |
১৭ | ৪৬৭ | ২৭ |
১৯ | ![]() |
৩০ | ৫৭৩ | ১৯ |
২০ | ![]() |
৩২ | ২৫০ | ০৮ |
তথ্যসূত্র: ICC ODI rankings, সর্বশেষ হালনাগাদ: ২ মে ২০২৪ | ||||
ম্যাচ হলো সাম্প্রতিক ১২-২৪ মাসে খেলা ম্যাচের সংখ্যা, সঙ্গে তার আগের ২৪ মাসের অর্ধেক ম্যাচও ধরা হয়েছে। বিস্তারিত জানতে দেখুন পয়েন্ট গণনা। |
বর্তমান শীর্ষস্থানীয় ক্রিকেটার
[সম্পাদনা]আইসিসি শীর্ষ ১০ ওডিআই ব্যাটসম্যান | |||
---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | শুভমান গিল | ![]() |
৭৮৪ |
২ | বাবর আজম | ![]() |
৭৬৬ |
৩ | রোহিত শর্মা | ![]() |
৭৫৬ |
৪ | হেনরিখ ক্লাসেন | ![]() |
৭৪৪ |
৫ | বিরাট কোহলি | ![]() |
৭৩৬ |
৬ | ড্যারিল মিচেল | ![]() |
৭২০ |
৭ | হ্যারি টেক্টর | ![]() |
৭১৩ |
৮ | শ্রেয়াস আইয়ার | ![]() |
৭০৪ |
৯ | চরিথ আসালাঙ্কা | ![]() |
৬৯৪ |
১০ | ইব্রাহিম জাদরান | ![]() |
৬৭৬ |
তথ্যসূত্র: আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংস, ১৩ মে, ২০২৫ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই বোলার | |||
---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | মাহিশ থিকশানা | ![]() |
৬৮০ |
২ | কুলদীপ যাদব | ![]() |
৬৫০ |
৩ | কেশব মহারাজ | ![]() |
৬৪৮ |
৪ | বার্নার্ড স্কোল্টজ | ![]() |
৬৪৪ |
৫ | রশিদ খান | ![]() |
৬৪০ |
৬ | মিচেল স্যান্টনার | ![]() |
৬৩৭ |
৭ | গুডাকেশ মোটি | ![]() |
৬৩২ |
৮ | ম্যাট হেনরি | ![]() |
৬২২ |
৯ | রবীন্দ্র জাদেজা | ![]() |
৬১৬ |
১০ | অ্যাডাম জাম্পা | ![]() |
৬১৪ |
তথ্যসূত্র: আইসিসি র্যাঙ্কিংস—ওডিআই বোলিং, ১৩ মে ২০২৫ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই অল-রাউন্ডার | |||
---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | আজমতুল্লাহ ওমরজাই | ![]() |
২৯৬ |
২ | মোহাম্মদ নবী | ![]() |
২৯২ |
৩ | সিকান্দার রাজা | ![]() |
২৯০ |
৪ | মেহেদী হাসান মিরাজ | ![]() |
২৪৮ |
৫ | মাইকেল ব্রেসওয়েল | ![]() |
২৪৬ |
৬ | মিচেল স্যান্টনার | ![]() |
২৩৮ |
রশীদ খান | ![]() |
২৩৮ | |
৮ | গ্লেন ম্যাক্সওয়েল | ![]() |
২২২ |
৯ | রবীন্দ্র জাদেজা | ![]() |
২২০ |
গেরহার্ড এরাসমাস | ![]() |
২২০ | |
তথ্যসূত্র: আইসিসি র্যাঙ্কিংস—ওডিআই অল-রাউন্ডার, ১৪ মে ২০২৫ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ 1st ODI: England v Australia, Aug. 24, 1972, ESPN website.
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইসিসি’র ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মাবলী
- ICC Chief Executives' Committee approves introduction of ODI innovations by Jon Long ,আইসিসি’র ওয়েবসাইট, ২৫ জুন ২০০৫
- "The expanding one-day world"by Martin Williamson, ক্রিকইনফো।
- Online Bangla Sports News Paper ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জানুয়ারি ২০২১ তারিখে