ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাশীর্ষস্থানীয়[১]
ধরনবাণিজ্যিক
অবস্থানআগ্রাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ
নির্মাণকাজের আরম্ভআগস্ট ২৯, ২০০৬[১]
নির্মাণকাজের প্রাক্কলিত সমাপ্তিজুলাই, ২০১৩[২]
কার্যারম্ভ২০১৬[২]
নির্মাণব্যয়১.৫ বিলিয়ন টাকা [২]
স্বত্বাধিকারীচিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)[৩]
ব্যবস্থাপনাচিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি[৩]
উচ্চতা
ছাদ পর্যন্ত৯০.৭০ মিটার (২৯৮ ফুট)[১]
শীর্ষ তলা পর্যন্ত২১
কারিগরী বিবরণ
তলার সংখ্যা২০
তলার আয়তন৬২,৬০৯ মি (৬,৭৩,৯২০ ফু)
নকশা এবং নির্মাণ
স্থপতিএ এস এম নাসির উদ্দীন চৌধুরী[২]
প্রধান ঠিকাদারকনকর্ড ইঞ্জিনিয়ার্স এন্ড কন্সট্রাকশন লিমিটেড[১]

দ্যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম (ডব্লিউটিসি চিটাগং), চট্টগ্রাম এর আগ্রাবাদ-এ অবস্থিত একটি বাণিজ্যিক ভবন। ২১ তলা ভবনের শীর্ষস্থানীয় এই ভবনটির উচ্চতা ৯০.৭০ মিটার (২৯৮ ফুট)। সব আধুনিক সুবিধার ব্যবস্থাসহ ট্রেড সেন্টারটি আন্তর্জাতিক মানের পর্যায়ে আমদানির-রপ্তানিসহ দেশের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে সাহায্য করবে। ভবনটির আনুমানিক সমাপ্তির তারিখ জুলাই ২০১৩ এবং ২০১৬ সালে উদ্বোধন করা হয়ে। ।[২]

বাংলাদেশে এই প্রথম নির্মিত হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

বৈশিষ্ট্য সমূহ[সম্পাদনা]

চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে:[২][৩]

  • ৪ তারকা হোটেল
  • আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন হল
  • সম্মেলন কেন্দ্রে
  • প্রদর্শনী হল
  • ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্লাব
  • ৪০০ গাড়ির জন্য ৩টি বেসমেন্ট গাড়ি পার্কিং
  • মিডিয়া সেন্টার
  • অফিস ব্লক
  • আর্থিক প্রতিষ্ঠান জন্য ব্লক
  • আইটি জোন
  • সিসিসিআই সদরদপ্তর

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "World Trade Centre to start operation soon"The Daily Sun। ২১ জুলাই ২০১২। ২০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৩ 
  2. "Prothom Alo Article" (Bengali ভাষায়)। Prothom Alo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "World Trade Center"। Chittagong Chamber of Commerce and Industry। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৩