শ্রীলেখা মুখার্জি
অবয়ব
শ্রীলেখা মুখার্জি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি পরশুরামের কুঠার, শিল্পী (১৯৯৪) এবং দ্য রেড ক্যাপ (২০১৯) সিনেমার জন্য পরিচিত ।পরশুরামের কুঠার ছবিতে চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন। তিনি এতে লক্ষী চরিত্রে অভিনয় করেছিলেন। যে এক গ্রাম্য় মহিলা। যে তার স্বামীকে ছাদ থেকে পড়ে গিয়ে পঙ্গু হয়ে যেতে দেখে তার সন্তানকে হারান। তিনি "বরলার ঘর" (২০১২) তে দেবস্মিতা ব্য়ানার্জি (মুক্তা) এর মায়ের চরিত্রে অভিনয় করেন । এটি ছিল একটি দ্বিভাষিক আসামী-বাংলা রোমান্টিক কমেডি সিনেমা । এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন মণি সি কাপ্পান।[১]
পুরস্কার
[সম্পাদনা]- পরশুরামের কুঠার সিনেমার জন্য তিনি ১৯৮৯ সালে সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন। [২]
- তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার পান শুধু আশা (১৯৯৫)তে অভিনয়ের জন্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bollywood Movie Actress Sreelekha Mukherji Biography, News, Photos, Videos"। nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।
- ↑ "37th National Film Awards - 1990" (পিডিএফ)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 34। ১৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রীলেখা মুখার্জি (ইংরেজি)