নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল
![]() নেদারল্যান্ডস ক্রিকেট দলের প্রতীক | ||||||||||
সংঘ | রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | স্কট এডওয়ার্ডস | |||||||||
কোচ | রয়্যান ক্যাম্পবেল | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | ওডিআই স্ট্যাটাস যুক্ত সহযোগী সদস্য (১৯৬৬) | |||||||||
আইসিসি অঞ্চল | ইউরোপ | |||||||||
| ||||||||||
একদিনের আন্তর্জাতিক | ||||||||||
প্রথম ওডিআই | ব ![]() | |||||||||
সর্বশেষ ওডিআই | ব ![]() | |||||||||
| ||||||||||
বিশ্বকাপ উপস্থিতি | ৪ (১৯৯৬ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | গ্রুপ পর্ব (১৯৯৬, ২০০৩, ২০০৭, ২০১১) | |||||||||
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১১ (১৯৭৯ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | বিজয়ী, ২০০১ | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | ব ![]() | |||||||||
সর্বশেষ টি২০আই | ব ![]() | |||||||||
| ||||||||||
টি২০ বিশ্বকাপ উপস্থিতি | ৫ (২০০৯ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | সুপার ১০/১২ (২০১৪, ২০২২) | |||||||||
টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ৬ (২০০৮ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন (২০০৮, ২০১৫, ২০১৯) | |||||||||
| ||||||||||
৬ নভেম্বর ২০২২ অনুযায়ী |
নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল (ওলন্দাজ: Nederlands cricketelftal) নেদারল্যান্ডসের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছে। ‘কনিঙ্কলিকে নেদারল্যান্ডসে ক্রিকেট বন্ড’ বা রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক দলটি পরিচালিত হচ্ছে। এ সংস্থাটি নেদারল্যান্ডসের কেন্দ্রস্থলে অবস্থিত নিউইজিন শহরে অবস্থিত যা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অনেক সুপরিচিত ক্রিকেট ক্লাবের চেয়েও অনেক পুরনো।
১৯৬৬ সাল থেকে দলটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সহযোগী সদস্যভূক্ত দেশ।[৬] বর্তমানে দলের অধিনায়কত্ব করছেন স্কট এডওয়ার্ডস ও কোচের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার রয়্যান ক্যাম্পবেল।
ইতিহাস[সম্পাদনা]
কমপক্ষে ঊনবিংশ শতকে নেদারল্যান্ডসে ক্রিকেট খেলার সূচনা ঘটে। ১৮৬০-এর দশকে রাজকীয় খেলা ক্রিকেট দেশের অন্যতম বৃহৎ ক্রীড়ার মর্যাদা পায়। অ্যাসোসিয়েশন ফুটবলের ন্যায় অন্যান্য কিছু ক্রীড়া জনপ্রিয়তার দিক দিয়ে ডাচ জনগোষ্ঠীর কাছে বেশ জনপ্রিয়। কিন্তু আধুনিককালে নেদারল্যান্ডসে প্রায় ছয় হাজার ক্রিকেটার রয়েছে। এরফলে ক্রিকেট জনপ্রিয়তার দিক থেকে ২৫তম স্থানে আছে। জাতীয় পর্যায়ের প্রথম সংস্থা হিসেবে ক্রিকেট পরিচালনা করছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যের মর্যাদা পায় ১৯৬৬ সালে।
সাফল্যগাঁথা[সম্পাদনা]
ডাচ দল আইসিসি ট্রফি প্রতিযোগিতার ৮টি প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করেছে। তন্মধ্যে দলটি কানাডায় অনুষ্ঠিত ২০০১ সালের আইসিসি ট্রফি জয় করে। এছাড়াও, তারা ১৯৮৬ ও ১৯৯০ সালের আইসিসি ট্রফিতে রানার্স-আপ হয়। ১৯৯৬, ২০০৩, ২০০৭ এবং ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপেও নেদারল্যান্ডস দল অংশগ্রহণ করে। ১৯৯৬ সাল থেকে জাতীয় দলটি ইংরেজদের ঘরোয়া ন্যাটওয়েস্ট ট্রফি প্রতিযোগিতাসহ এর উত্তরসূরী সিএন্ডজি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ২০০৪ সালে দলটি প্রথম-শ্রেণীর ক্রিকেট আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে আবেরদিনে অনুষ্ঠিত খেলায় স্কটল্যান্ডের সাথে ড্র করে এবং ডেভেন্টারে অনুষ্ঠিত খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজিত হয়। ২০০৫ সালে ডাচ দল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলকে পরাজিত করার মাধ্যমে আইসিসি ট্রফিতে পঞ্চম স্থান পায়। কিছুটা খারাপ ফলাফল করলেও এরফলে দলটি ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। ১ জানুয়ারি, ২০০৬ থেকে ২০০৯ সালের আইসিসি ট্রফি পর্যন্ত তারা একদিনের আন্তর্জাতিক দলের পূর্ণাঙ্গ মর্যাদা লাভ করেছিল।
বর্তমান দলীয় সদস্য[সম্পাদনা]
নেদারল্যান্ডসের পক্ষে ২০১৪ থেকে ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা নিম্নরূপ:
কোচিং কর্মকর্তা[সম্পাদনা]
- প্রধান কোচ:
রায়ান ক্যাম্পবেল
- ব্যাটিং কোচ:
ক্রিস অ্যাডামস
- বোলিং কোচ:
এনোক এনকি
- প্রধান ফিজিওথেরাপিস্ট:
জন স্তাপেনবেল্ত
- ম্যানেজার:
জেরোয়েন স্মিটস
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Men's Team Rankings"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / One-Day Internationals / Team records / Results summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / 2023 / One-Day Internationals / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / Twenty20 Internationals / Team records / Results summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records / 2023 / Twenty20 Internationals / Result summary"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "A brief history ..."। Cricinfo। সংগৃহীত 2008-05-02।