ব্যবহারকারী:Jonoikobangali

    উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
    অর্ণব দত্ত
    — উইকিপিডিয়ান —
    Arnab Dutta at East Medinipur.jpg
    নামঅর্ণব দত্ত
    জাতীয়তাভারতীয়
    বর্তমান অবস্থানকলকাতা
    ভাষাবাংলা, ইংরেজি, সংস্কৃত
    সময় অঞ্চল+০৫:৩০
    জাতিতত্ত্ববাঙালি
    শিক্ষা এবং কর্মসংস্থান
    শিক্ষাস্নাতক (ইংরেজি সাহিত্যে সাম্মানিক সহ)
    বিশ্ববিদ্যালয়কলকাতা বিশ্ববিদ্যালয়
    শখ, পছন্দ এবং বিশ্বাস
    রাজনীতিঅরাজনৈতিক
    উপনামবাবাই
    বইশ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (শ্রীম-কথিত),
    শ্রীমা সারদা দেবী (স্বামী গম্ভীরানন্দ)
    গীতবিতান (রবীন্দ্রনাথ ঠাকুর)
    শঙ্কু সমগ্র (সত্যজিৎ রায়)
    আগ্রহ
    যোগাযোগের তথ্য
    ইমেইলarnabdutta.india@gmail.com
    ব্যবহারকারী বাক্স
    Om symbol.gif এই ব্যবহারকারী বেদান্ত দর্শনে বিশ্বাসী
    বাংলা.svgবাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
    Map of Bengal.svgএই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
    Mangal Shobhajatra in Dhaka.jpgএই ব্যবহারকারী বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা ও অনুকরণ করেন।
    Kolkata univ jeroje.jpgএই ব্যবহারকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান/প্রাক্তন ছাত্র/ছাত্রী
    মোহনবাগানএই ব্যবহারকারী একজন মেরিনার ও মোহনবাগান সমর্থক
    Office calendar-bn.svg এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১৪ বছর, ৯ মাস ও ১৯ দিন

    ১,৩৮,৩১৬
    ১১,৬৯,৭৭৬
    ১৬,৪৬৮
    ৪,২০,৯৪৭
    ৪৪,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ৪৪,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।
    Head shot of a late-middle-aged bearded man in robes; serenely he looks middle.

    নিরুদ্যম অবকাশ শূন্য শুধু, শান্তি তাহা নয়,
    যে-কর্মে রয়েছে সত্য, সে-কর্মে শান্তির পরিচয়।

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কলকাতার আমেরিকান সেন্টারের অধিকর্তা জেফ্রি কে রেনোয়ার সঙ্গে উইকিমিডিয়ানদের একটি একান্ত সাক্ষাৎকারে অন্যান্যদের সঙ্গে আমি (বাঁদিক থেকে দ্বিতীয়)

    নমষ্কার, আমি অর্ণব দত্ত। বাংলা উইকিপিডিয়ায় আমার ব্যবহারকারী পৃষ্ঠায় আপনাকে স্বাগত জানাই।

    ২০০৮ সালের ১৫ অগস্ট থেকে বাংলা উইকিপিডিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, প্রায় নিরবিচ্ছিন্নভাবেই। কোষগ্রন্থের প্রতি আমার আকর্ষণ ছেলেবেলা থেকেই। দেব সাহিত্য কুটীর প্রকাশিত বিশ্বপরিচয় এবং পুরনো বইয়ের দোকান থেকে কিনে আনা একটি বাংলা বুক অফ নলেজ - এই দুই বইয়ের হাত ধরে যে জ্ঞানপিপাসা জেগে উঠেছিল আমার শিশুমনে, তারই সূত্র ধরে একটি ডায়রিতে লেখা শুরু করেছিলাম একখানি নিজস্ব বিশ্বকোষ লেখার ছেলেমানুষি খেলা। আমার শৈশব সেই খাতাটিকে নিয়েই হারিয়ে গিয়েছে। কিন্তু সেই স্থান পূরণ করেছে এসে উইকিপিডিয়া। প্রথম সম্পাদনা চর্যাপদ (বর্তমানে "নির্বাচিত নিবন্ধ")। তারপর দীর্ঘ যাত্রাপথে ছোটো বড়ো আরও অনেক লেখা।

    সে সব কথা থাকুক। বরং জরুরি কয়েকটি কথা বলে রাখি। বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত বানানরীতি অনুসরণ করার চেষ্টা করি। নিচে আমার প্রণীত এবং/অথবা সম্পাদিত নিবন্ধের একটি বাছাই-করা তালিকা দেওয়া হল ভবিষ্যতে সংশোধন ও পরিমার্জনার সুবিধার্থে। উইকিমিডিয়া কমনসে আমার আপলোড করা কিছু ছবি রয়েছে (এখানে দেখুন)।

    নির্বাচিত নিবন্ধ[সম্পাদনা]

    আমার সম্পাদনায় নির্বাচিত নিবন্ধগুলি হল:

    1. চর্যাপদ Cscr-featured.png
    2. ভারত Cscr-featured.png

    ভালো নিবন্ধ[সম্পাদনা]

    বাংলা উইকিপিডিয়ায় "ভালো নিবন্ধ" স্তরে উন্নীত নিবন্ধে আমার সম্পাদনা। অল্প কয়েকটি আমার প্রণীত নিবন্ধ, অপরগুলিতে অন্যান্য সুদক্ষ উইকিপিডিয়ানদের সঙ্গে একযোগে কাজ করেছি:

    "শুধু জগতের সামনে ভারতকে পরিচিত করা নয়, যাতে ভারতের মর্মবাণী ভারতবাসীর হৃদয়ঙ্গম হয় তাই হবে প্রকৃত সাধনা। এটাই বর্তমানে কর্তব্য।" - ভগিনী নিবেদিতা

    বাংলা ও বাঙালিभारत तिरंगा‌‌‌ अभिषेक तिवारी.gif[সম্পাদনা]

    রবীন্দ্রসংগীতVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. "অনেক দিয়েছ নাথ"
    2. "অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান—"
    3. "আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ"
    4. "আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে"
    5. "আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি"
    6. "আমার সোনার বাংলা"
    7. "এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ−"
    8. "ঘরে মলিন মুখ দেখে গলিস নে− ওরে ভাই"
    9. "দিনের শেষে ঘুমের দেশে"
    10. "নৃত্যের তালে তালে, হে নটরাজ"
    11. "মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে"
    12. "জনগণমন-অধিনায়ক জয় হে"
    13. "জ্বল্‌ জ্বল্‌ চিতা দ্বিগুণ দ্বিগুণ"
    14. "শক্তিরূপ হেরো তাঁর"
    15. "শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশিথযামিনী রে"

    গীতি-সংকলনVortex-street-animation.gif[সম্পাদনা]

    রবীন্দ্রসংগীত শিল্পীVortex-street-animation.gif[সম্পাদনা]

    অন্যান্য বাংলা গানVortex-street-animation.gif[সম্পাদনা]

    বাংলা সাহিত্যVortex-street-animation.gif[সম্পাদনা]

    রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, নিমতলা মহাশ্মশান
    ভাষা স্মৃতিস্তম্ভ, কলকাতা

    জীবনীVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. অচ্যুত গোস্বামী
    2. অনুরূপা দেবী
    3. অবধূত (সাহিত্যিক)
    4. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
    5. আজু গোঁসাই
    6. আশাপূর্ণা দেবী
    7. আশুতোষ ভট্টাচার্য
    8. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    9. কাহ্নপাদ
    10. কৃত্তিবাস ওঝা
    11. খেলারাম চক্রবর্তী
    12. গিরিশচন্দ্র ঘোষ
    13. চন্দ্রাবতী
    14. পূর্ণেন্দু পত্রী
    15. বিপ্রদাস পিপলাই
    16. মহাশ্বেতা দেবী
    17. রবীন্দ্রনাথ ঠাকুর Symbol support vote.svg
      1. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)
      2. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৯০১–১৯৩২)
      3. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ
      4. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক মতাদর্শ
      5. রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবন
    18. শম্ভু মিত্র
    19. সতীনাথ ভাদুড়ী
    20. সুভাষ মুখোপাধ্যায়

    উপন্যাসVortex-street-animation.gif[সম্পাদনা]

    কবিতাVortex-street-animation.gif[সম্পাদনা]

    সাহিত্যকর্মVortex-street-animation.gif[সম্পাদনা]

    সাহিত্য পুরস্কার ও অন্যান্য ঐতিহ্য Vortex-street-animation.gif[সম্পাদনা]

    বাংলা চলচ্চিত্রVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. অযান্ত্রিক (চলচ্চিত্র)
    2. অশনি সংকেত
    3. আমার বডিগার্ড
    4. উত্তর ফাল্গুনী
    5. এলার চার অধ্যায়
    6. ওগো বধূ সুন্দরী
    7. কাদম্বরী
    8. কাবুলিওয়ালা (১৯৫৭-এর চলচ্চিত্র)
    9. কেরী সাহেবের মুন্সী (চলচ্চিত্র)
    10. কোমল গান্ধার
    11. গুপী গাইন বাঘা বাইন
    12. গুপ্তধনের সন্ধানে
    13. চতুরঙ্গ
    14. দেখা, না-দেখায়
    15. নটীর পূজা (চলচ্চিত্র)
    16. নায়ক (চলচ্চিত্র)
    17. ফালতু
    18. বাঞ্ছারামের বাগান
    19. বাড়ী থেকে পালিয়ে
    20. মনচোরা (চলচ্চিত্র)
    21. মনোজদের অদ্ভুত বাড়ি
    22. মেঘ রোদ্দুর
    23. সাড়ে চুয়াত্তর
    24. হেমন্ত (চলচ্চিত্র)

    বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন জীবনীVortex-street-animation.gif[সম্পাদনা]

    বাংলা ইতিহাসVortex-street-animation.gif[সম্পাদনা]

    দলমাদল কামান (১৬০০ খ্রি.), বিষ্ণুপুর,
    1. কলকাতা দাঙ্গা
    2. গণেশ ঘোষ
    3. গোবিন্দপুর
    4. চন্দ্রবর্মণ
    5. জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা
    6. দণ্ডভুক্তি
    7. দেউলপোতা
    8. ধলভূম
    9. ধোসা, জয়নগর
    10. নন্দীগ্রাম গণহত্যা
    11. নানুর গণহত্যা
    12. পশ্চিম দিনাজপুর জেলা
    13. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
    14. ফোর্ট উইলিয়াম কলেজ
    15. বজ্জভূমি
    16. বর্গি
    17. বর্ধমানভুক্তি
    18. বাঁকুড়া জেলার ইতিহাস
    19. মারাঠা খাত
    20. সপ্তগ্রাম
    21. সরোজিনী নাইডু
    22. সামন্তভূম
    23. সাবর্ণ রায়চৌধুরী
    24. সুতানুটি
    25. সুব্বভূমি
    26. হিন্দু মেলা
    27. হোসেন শাহী রাজবংশ

    বাংলার গ্রামVortex-street-animation.gif[সম্পাদনা]

    ধানক্ষেত, জলপাইগুড়ি জেলা
    ন্যাওড়া চা বাগান, গোরুমারা জাতীয় উদ্যান

    বাংলার শহরVortex-street-animation.gif[সম্পাদনা]

    কলকাতাVortex-street-animation.gif[সম্পাদনা]

    বেহালা, কলকাতা
    1. আনন্দপুর, কলকাতা
    2. আলিপুর
    3. কলকাতা পশ্চিম আন্তর্জাতিক মহানগরী
    4. কলকাতা মহানগরীয় অঞ্চল
    5. কাশীপুর
    6. কুমারটুলি
    7. জোড়াসাঁকো
    8. টালিগঞ্জ
    9. টেরিটি বাজার
    10. নিউ আলিপুর
    11. পূর্ব কলকাতা জলাভূমি
    12. বাগবাজার
    13. বিনয়-বাদল-দীনেশ বাগ
    14. বৃহত্তর কলকাতার নগরাঞ্চলগুলির তালিকা
    15. বেনিয়াপুকুর
    16. বেহালা (অঞ্চল)
    17. ময়দান, কলকাতা
    18. লালদিঘি (কলকাতা)
    19. লালবাজার
    20. শ্যামপুকুর
    21. শ্যামবাজার
    22. সোনাগাছি
    23. হাতিবাগান

    বাংলার ধর্মবিশ্বাসVortex-street-animation.gif[সম্পাদনা]

    বর্গভীমা মন্দির, তমলুক
    ধর্মরাজতলা (ধর্মঠাকুরের থান), সুর্মানগর গ্রাম, বাঁকুড়া জেলা
    দক্ষিণেশ্বর কালী মন্দির, উত্তর চব্বিশ পরগনা জেলা
    লক্ষ্মীপূজার আলপনা
    1. আ বুকে অফ স্বামী বিবেকানন্দ’জ রাইটিংস্‌
    2. ওয়াজেদ আলীর মসজিদ
    3. ওলাইচণ্ডী
    4. কর্মযোগ (বই)
    5. কাশী মিত্র শ্মশানঘাট
    6. কেওড়াতলা মহাশ্মশান
    7. "খ্রীষ্টানগণ ভারতের জন্য কি করিতে পারেন?"
    8. গন্ধেশ্বরী
    9. গ্রামদেবতা
    10. জ্ঞানযোগ (বই)
    11. দেববাণী
    12. নির্বিকল্প
    13. পশ্চিমবঙ্গের আদিবাসী ও লৌকিক দেবদেবী
    14. পিরালী ব্রাহ্মণ
    15. প্রাণসখা বিবেকানন্দ
    16. বর্ত্তমান ভারত
    17. "বৌদ্ধধর্মের সহিত হিন্দুধর্মের সম্বন্ধ"
    18. ভারতে বিবেকানন্দ
    19. মদীয় আচার্যদেব
    20. মাতৃরূপা কালী
    21. লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ
    22. শ্মশান
    23. শ্রীরামকৃষ্ণ দর্শনম্‌
    24. স্বামী বিবেকানন্দের মূর্তি (গোলপার্ক)
    25. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত

    ধর্মস্থানVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. আনন্দময়ী কালীবাড়ি, নিমতলা
    2. ওয়াজেদ আলীর মসজিদ
    3. ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারি
    4. কালীঘাট মন্দির
    5. কুমিল্লা জগন্নাথ মন্দির
    6. কৃপাময়ী কালীমন্দির, বরানগর
    7. চাণক অন্নপূর্ণা মন্দির
    8. জগন্নাথ মন্দির (পাবনা)
    9. টিপু সুলতান মসজিদ
    10. তারাপীঠ
    11. দক্ষিণেশ্বর কালীবাড়ি
    12. ধামরাই জগন্নাথ রথ
    13. নাখোদা মসজিদ
    14. পরশনাথ মন্দির
    15. বরানগর মঠ
    16. ব্যান্ডেল গির্জা
    17. বিড়লা মন্দির, কলকাতা
    18. বেলুড় মঠ
    19. ভোসড়ি শাহের মসজিদ
    20. শ্রীরামকৃষ্ণ আশ্রম, নিমপীঠ
    21. সেন্ট পল’স ক্যাথিড্রাল, কলকাতা
    22. রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্র

    বাংলার শিল্পকলা ও স্থাপত্যVortex-street-animation.gif[সম্পাদনা]

    মদনমোহন মন্দির, বিষ্ণুপুর
    জোড়-মন্দির, বিষ্ণুপুর
    স্টার থিয়েটার

    বাংলার নদনদীVortex-street-animation.gif[সম্পাদনা]

    হুগলি নদী, বরাহনগর

    বাংলার প্রশাসনিক বিভাগVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. আলিপুরদুয়ার জেলা
      1. আলিপুরদুয়ার মহকুমা
        1. আলিপুরদুয়ার ১ সমষ্টি উন্নয়ন ব্লক
        2. আলিপুরদুয়ার ২ সমষ্টি উন্নয়ন ব্লক
        3. কালচিনি সমষ্টি উন্নয়ন ব্লক
        4. কুমারগ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক
        5. ফালাকাটা সমষ্টি উন্নয়ন ব্লক
        6. মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক
    2. উত্তর দিনাজপুর জেলা
      1. রায়গঞ্জ মহকুমা
    3. কালিম্পং জেলা
      1. কালিম্পং মহকুমা
        1. কালিম্পং ১ সমষ্টি উন্নয়ন ব্লক
    4. দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
      1. আলিপুর সদর মহকুমা
        1. ঠাকুরপুকুর মহেশতলা সমষ্টি উন্নয়ন ব্লক
        2. বজবজ ১ সমষ্টি উন্নয়ন ব্লক
        3. বজবজ ২ সমষ্টি উন্নয়ন ব্লক
        4. বিষ্ণুপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক
        5. বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক
      2. বারুইপুর মহকুমা
        1. কুলতলি সমষ্টি উন্নয়ন ব্লক
        2. জয়নগর ১ সমষ্টি উন্নয়ন ব্লক
      3. ক্যানিং মহকুমা
      4. কাকদ্বীপ মহকুমা
    5. পুরুলিয়া জেলা
      1. পুরুলিয়া সদর মহকুমা
        1. আড়শা সমষ্টি উন্নয়ন ব্লক
        2. বলরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক, পুরুলিয়া জেলা
        3. হুড়া সমষ্টি উন্নয়ন ব্লক
    6. বাঁকুড়া জেলা
      1. বাঁকুড়া সদর মহকুমা
        1. ওন্দা সমষ্টি উন্নয়ন ব্লক
        2. বড়জোড়া সমষ্টি উন্নয়ন ব্লক
    7. বীরভূম জেলা Symbol support vote.svg
    8. মেদিনীপুর জেলা
    9. হাওড়া জেলা
      1. হাওড়া সদর মহকুমা
        1. জগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লক
        2. ডোমজুড় সমষ্টি উন্নয়ন ব্লক
        3. পাঁচলা সমষ্টি উন্নয়ন ব্লক
        4. বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লক
        5. সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লক

    বাংলার শিক্ষাব্যবস্থাVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. অভেদানন্দ মহাবিদ্যালয়
    2. অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
    3. আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়
    4. আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়
    5. ওন্দা থানা মহাবিদ্যালয়
    6. কলকাতা বিশ্ববিদ্যালয়
      1. কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজগুলির তালিকা
    7. কিশোরভারতী ভগিনী নিবেদিতা (কো-এড) কলেজ
    8. কুলতলি ড. বি. আর. আম্বেডকর কলেজ
    9. গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ
    10. চারুচন্দ্র সান্ধ্য মহাবিদ্যালয়
    11. জগন্নাথকিশোর কলেজ
    12. নিউ আলিপুর কলেজ
    13. পুরাশ কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়
    14. বঙ্কিম সর্দার কলেজ
    15. বড়জোড়া কলেজ
    16. বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
    17. বাগনান কলেজ
    18. বাসন্তী দেবী কলেজ
    19. বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর
    20. বেঙ্গল মিউজিক কলেজ
    21. বেলিয়াতোড় যামিনী রায় মহাবিদ্যালয়
    22. মৌলানা আজাদ কলেজ
    23. যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়
    24. রাইপুর ব্লক মহাবিদ্যালয়
    25. রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়
    26. রামানন্দ কলেজ
    27. শালডিহা কলেজ
    28. শালতোড়া নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়
    29. শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন (কলেজ)
    30. সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
    31. সোনামুখী মহাবিদ্যালয়
    32. স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়
    33. স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, ব্যারাকপুর

    বাংলার পরিবহণVortex-street-animation.gif[সম্পাদনা]

    নিবেদিতা সেতু
    1. আচার্য জগদীশচন্দ্র বসু রোড
    2. আচার্য প্রফুল্লচন্দ্র রোড
    3. ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস
    4. কবি সুভাষ মেট্রো স্টেশন
    5. কলকাতা মেট্রো
    6. কলকাতা মেট্রোর স্টেশনগুলির তালিকা
    7. কলকাতা বন্দর
    8. কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা
    9. কলকাতার ট্রাম
    10. ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি
    11. কাজী নজরুল ইসলাম সরণি
    12. কালীঘাট ফলতা রেলওয়ে
    13. গড়িয়াহাট রোড
    14. গুরুসদয় দত্ত রোড
    15. জাতীয় সড়ক ৬০ (ভারত)
    16. ট্রাম
    17. দার্জিলিং হিমালয়ান রেল
    18. দুরন্ত এক্সপ্রেস
    19. নিবেদিতা সেতু
    20. পশ্চিমবঙ্গের বিমানবন্দরগুলির তালিকা
    21. পূর্ব রেল
    22. পূর্ব মধ্য রেল
    23. বাঁকুড়া দামোদর রেলওয়ে
    24. বালুরঘাট বিমানবন্দর
    25. বিদ্যাসাগর সেতু
    26. বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট
    27. ভারতীয় রেল
    28. মাদার তেরেসা সরণি

    বাংলার খেলাধূলাVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. অয়ন ভট্টাচার্য
    2. কালীঘাট মিলন সংঘ ফুটবল ক্লাব
    3. ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব
    4. ক্যালকাটা পোলো ক্লাব
    5. কোচবিহার স্টেডিয়াম
    6. গোর্খা স্টেডিয়াম
    7. জওহরলাল নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুর
    8. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
    9. পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম
    10. বাংলা ক্রিকেট অ্যাকাডেমি মাঠ
    11. বার্নপুর ক্রিকেট ক্লাব মাঠ
    12. বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন
    13. যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গন ক্রীড়াঙ্গন
    14. রবীন্দ্র সরোবর স্টেডিয়াম
    15. রামকৃষ্ণ মিশন স্টেডিয়াম
    16. সুমন্ত গুপ্ত

    বাংলার রাজনীতিVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. ১৯৯১ কেন্দুয়ার হিংসাত্মক ঘটনা
    2. ২০০৭ কলকাতা দাঙ্গা
    3. কলকাতা পূর্ব লোকসভা কেন্দ্র
    4. কলকাতা পৌরসংস্থা নির্বাচন, ২০২১
    5. কলকাতা দক্ষিণ পূর্ব লোকসভা কেন্দ্র
    6. কলকাতা দক্ষিণ পূর্ব লোকসভা কেন্দ্র উপনির্বাচন, ১৯৫৩
    7. গার্ডেনরিচ বিধানসভা কেন্দ্র
    8. বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র
    9. পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০১৬-২০২১
    10. পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০২১-২০২৬
    11. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫২
    12. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫৭
    13. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৬২
    14. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৬৭
    15. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৬৯
    16. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৭৭
    17. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৮২
    18. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬
    19. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১
    20. পশ্চিমবঙ্গে নির্বাচন
    21. পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল
    22. ভারতীয় জাতীয় কংগ্রেস (সমাজতান্ত্রিক)
    23. মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভা
    24. রাজ্যসভা নির্বাচন, ২০২০
    25. শোভনদেব চট্টোপাধ্যায়
    26. সুন্দরবন বিষয়ক বিভাগ

    বাংলা ও বাঙালি: টেমপ্লেটVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. টেমপ্লেট:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    2. টেমপ্লেট:পশ্চিমবঙ্গের জৈন ধর্মকেন্দ্র
    3. টেমপ্লেট:পশ্চিমবঙ্গের মন্দিরনগরী
    4. টেমপ্লেট:পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ
    5. টেমপ্লেট:বাঁকুড়া জেলার শহর ও অন্যান্য অঞ্চল
    6. টেমপ্লেট:ভানুসিংহ ঠাকুরের পদাবলী
    7. টেমপ্লেট:মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    8. টেমপ্লেট:রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গান
    9. টেমপ্লেট:সতীনাথ ভাদুড়ী
    10. টেমপ্লেট:হুগলি জেলা
    11. টেমপ্লেট:হুগলি জেলার শহর ও অন্যান্য অঞ্চল

    Noun Project Ganesha icon 744441 cc.svg গণেশ Noun Project Ganesha icon 744441 cc.svg[সম্পাদনা]

    গণেশ পূজা, কলকাতা, ২০১৮

    Lotus vector.svg বৈদিক সাহিত্য ও বেদান্ত দর্শন Lotus vector.svg[সম্পাদনা]

    Tridente-vidya.svg শৈবধর্ম Tridente-vidya.svg[সম্পাদনা]

    শৈবধর্ম: টেমপ্লেটVortex-street-animation.gif[সম্পাদনা]

    K gos.gifশিক্ষা K gos.gif[সম্পাদনা]

    Dharma Wheel.gif বৌদ্ধধর্ম Dharma Wheel.gif[সম্পাদনা]

    In-jain.gif জৈনধর্ম In-jain.gif[সম্পাদনা]

    জৈনধর্ম: টেমপ্লেটVortex-street-animation.gif[সম্পাদনা]

    Ancient Greek Swastika Shield.svg প্রাচীন গ্রিক সভ্যতা Ancient Greek Swastika Shield.svg[সম্পাদনা]

    Gyroscope precession.gif জ্যোতির্বিজ্ঞান Gyroscope precession.gif[সম্পাদনা]

    জ্যোতির্বিজ্ঞানের শাখাVortex-street-animation.gif[সম্পাদনা]

    জ্যোতির্বিজ্ঞানীVortex-street-animation.gif[সম্পাদনা]

    মহাজাগতিক বস্তু ও বৈশিষ্ট্যVortex-street-animation.gif[সম্পাদনা]

    বুধVortex-street-animation.gif[সম্পাদনা]

    চাঁদVortex-street-animation.gif[সম্পাদনা]

    গ্রহাণু (পৃথিবী-নিকটস্থ)Vortex-street-animation.gif[সম্পাদনা]

    মঙ্গলVortex-street-animation.gif[সম্পাদনা]

    বৃহস্পতিVortex-street-animation.gif[সম্পাদনা]

    আইয়োVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. আইয়ো (প্রাকৃতিক উপগ্রহ) Ambox warning blue construction.svg
    2. আইয়োতে অগ্ন্যুৎপাত Ambox warning blue construction.svg
    3. আমাতেরাসু প্যাটারা
    4. আমিরানি (আগ্নেয়গিরি)
    5. আশা প্যাটারা
    6. আহ পেকু প্যাটারা
    7. ইজিপ্ট মনস
    8. এস্তান প্যাটারা
    9. কামি-নারি প্যাটারা
    10. কিনিচ আহাউ প্যাটারা
    11. গিশ বার প্যাটারা
    12. টুপান প্যাটারা
    13. ড্যাজবোগ প্যাটারা
    14. তাওহাকি প্যাটারা
    15. তাওহাকি ভ্যালিস
    16. ত্বষ্টৃ প্যাটারা
    17. থোমাগাতা প্যাটারা
    18. পিল্লান প্যাটারা
    19. পেরুন প্যাটারা
    20. প্রমিথিউস (আগ্নেয়গিরি)
    21. ফুচি প্যাটারা
    22. বব্বর প্যাটারা
    23. ভিরাকোচা প্যাটারা
    24. মাউই প্যাটারা
    25. মানুয়া প্যাটারা
    26. মাসুবি (আগ্নেয়গিরি)
    27. মোনান প্যাটারা
    28. মিথ্রা প্যাটারা
    29. রা প্যাটারা
    30. রেইডেন প্যাটারা
    31. লোকি প্যাটারা
    32. শাংগো প্যাটারা
    33. সার্ট (আগ্নেয়গিরি)
    34. সিলপিয়াম মনস
    35. স্বারোগ প্যাটারা

    শনিVortex-street-animation.gif[সম্পাদনা]

    ইউরেনাসVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. ওফেলিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
    2. কর্ডেলিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
    3. কিউপিড (প্রাকৃতিক উপগ্রহ)
    4. ক্রেসিডা (প্রাকৃতিক উপগ্রহ)
    5. জুলিয়েট (প্রাকৃতিক উপগ্রহ)
    6. ডেসডিমোনা (প্রাকৃতিক উপগ্রহ)
    7. পোর্শিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
    8. বিয়াংকা (প্রাকৃতিক উপগ্রহ)
    9. বেলিন্ডা (প্রাকৃতিক উপগ্রহ)
    10. রোজালিন্ড (প্রাকৃতিক উপগ্রহ)
    11. হ্যামলেট (অভিঘাত খাদ)

    নেপচুনVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. গ্যালাটিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
    2. ডেসপাইনা (প্রাকৃতিক উপগ্রহ)
    3. থাল্যাসা (প্রাকৃতিক উপগ্রহ)
    4. নিসো (প্রাকৃতিক উপগ্রহ)
    5. নেপচুনের প্রাকৃতিক উপগ্রহ Ambox warning blue construction.svg
    6. নেয়্যাড (প্রাকৃতিক উপগ্রহ)
    7. লারিসা (প্রাকৃতিক উপগ্রহ)
    8. লেওমাডিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
    9. স্যামাথি (প্রাকৃতিক উপগ্রহ)
    10. সেও (প্রাকৃতিক উপগ্রহ)
    11. হ্যালিমিডি (প্রাকৃতিক উপগ্রহ)
    12. হিপোক্যাম্প (প্রাকৃতিক উপগ্রহ)

    প্লুটোVortex-street-animation.gif[সম্পাদনা]

    নেপচুনোত্তর বস্তুVortex-street-animation.gif[সম্পাদনা]

    তারাVortex-street-animation.gif[সম্পাদনা]

    বহির্গ্রহVortex-street-animation.gif[সম্পাদনা]

    ছায়াপথVortex-street-animation.gif[সম্পাদনা]

    কল্পবিজ্ঞানে জ্যোতির্বিজ্ঞানVortex-street-animation.gif[সম্পাদনা]

    জ্যোতির্বিজ্ঞান: টেমপ্লেটVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. টেমপ্লেট:ইউরেনাস
    2. টেমপ্লেট:ইউরেনাসের প্রাকৃতিক উপগ্রহ
    3. টেমপ্লেট:কল্পবিজ্ঞান
    4. টেমপ্লেট:চাঁদ
    5. টেমপ্লেট:জ্যোতির্বিজ্ঞান ন্যাভবক্স
    6. টেমপ্লেট:তারা
    7. টেমপ্লেট:নর্মা
    8. টেমপ্লেট:নিউ হোরাইজনস
    9. টেমপ্লেট:নেপচুন
    10. টেমপ্লেট:নেপচুনের প্রাকৃতিক উপগ্রহ
    11. টেমপ্লেট:বহির্গ্রহ
    12. টেমপ্লেট:ভয়েজার কর্মসূচি
    13. টেমপ্লেট:মঙ্গল গ্রহ
    14. টেমপ্লেট:মঙ্গল গ্রহ অভিযান
    15. টেমপ্লেট:মহাকাশ স্টেশন
    16. টেমপ্লেট:শনি গ্রহ
    17. টেমপ্লেট:শনির প্রাকৃতিক উপগ্রহ
    18. টেমপ্লেট:শুক্র গ্রহ
    19. টেমপ্লেট:সূর্য ফুটার
    20. টেমপ্লেট:সৌরজগৎ

    Inca Sun.svg প্রাচীন ও মধ্যযুগীয় বিশ্ব Inca Sun.svg[সম্পাদনা]

    1. আইখেরনোফ্রেত কেন্দ্রস্তম্ভ
    2. আইন (ওয়েসেক্সের রাজা)
    3. ওসাইরিসের অতিকথা Ambox warning blue construction.svg
    4. তৃতীয় সোমেশ্বর
    5. "দ্য ডেথ অফ কিং এডগার"
    6. নাটকীয় রামেসিয়াম প্যাপিরাস
    7. নেফেরিরকারের পিরামিড
    8. নেবেথেতেপেত
    9. পশ্চিম চালুক্য সাম্রাজ্য
    10. প্রাচীন মিশরীয় অন্ত্যেষ্টি লিপি
    11. ফ্র্যাংক স্টেনটন
    12. মেহেত-ওয়েরেত
    13. মুরুগন মন্দির, সালুবণকুপ্পম
    14. স্বর্গীয় বৃষ
    15. স্যাটার্নের মন্দির
    16. হোরাস ও সেতের দ্বন্দ্ব

    Comedy and tragedy masks without background.svg উইলিয়াম শেকসপিয়র Comedy and tragedy masks without background.svg[সম্পাদনা]

    নাট্যসাহিত্যVortex-street-animation.gif[সম্পাদনা]

    টাইটাস অ্যান্ড্রোনিকাসVortex-street-animation.gif[সম্পাদনা]

    চতুর্দশপদীVortex-street-animation.gif[সম্পাদনা]

    অপ্রামাণিক রচনাVortex-street-animation.gif[সম্পাদনা]

    উইলিয়াম শেকসপিয়র: টেমপ্লেটVortex-street-animation.gif[সম্পাদনা]

    Books Flat Icon GIF Animation.gif বিশ্বসাহিত্য Books Flat Icon GIF Animation.gif[সম্পাদনা]

    গদ্য সাহিত্য Vortex-street-animation.gif[সম্পাদনা]

    শিশুকিশোর সাহিত্য Vortex-street-animation.gif[সম্পাদনা]

    বিশ্বসাহিত্য: টেমপ্লেটVortex-street-animation.gif[সম্পাদনা]

    WV Karte.png ভূগোল Emoji u1f5fa.svg[সম্পাদনা]

    Gnome-video-x-generic.svg চলচ্চিত্র Gnome-video-x-generic.svg[সম্পাদনা]

    ইংরেজি চলচ্চিত্রVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. দ্য ২৪র্থ ডে
    2. ১০১ রেন্ট বয়েজ
    3. অ্যানাকোন্ডাস: ট্রেইল অফ ব্লাড
    4. অ্যানাটমি (চলচ্চিত্র)
    5. অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯০৮-এর চলচ্চিত্র)
    6. অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯১৩-এর চলচ্চিত্র)
    7. অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯৫৯-এর চলচ্চিত্র)
    8. অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯৭২-এর চলচ্চিত্র)
    9. আ নাইট ইন দ্য শো
    10. আফটার ডার্ক, মাই সুইট
    11. আরবান লেজেন্ড
    12. এমব্রেস অফ দ্য ভ্যাম্পায়ার
    13. এসকেপ ফ্রম তালিবান
    14. ওথেলো (১৯২২-এর চলচ্চিত্র)
    15. ওয়াইল্ড থিংস
    16. জিরোফিলিয়া
    17. টেস্টোস্টেরন
    18. প্রিন্সেস অফ মার্স
    19. দ্য ফরগটেন (২০০৪-এর চলচ্চিত্র)
    20. ফ্রেন্ড অফ দ্য ফ্যামিলি
    21. দ্য বয়েজ ফ্রম সাইরাকিউস (চলচ্চিত্র)
    22. ব্লু লেগুন: দি অ্যাওয়েকেনিং
    23. ম্যাকবেথ (১৯১১-এর চলচ্চিত্র)
    24. দ্য শেখ (চলচ্চিত্র)
    25. সন অফ দ্য শেখ (চলচ্চিত্র)
    26. স্লিপারস
    27. দ্য স্লিপিং ডিকশনারি
    28. হ্যামলেট (২০১১-এর চলচ্চিত্র)

    তেলুগু চলচ্চিত্রVortex-street-animation.gif[সম্পাদনা]

    মালয়ালম চলচ্চিত্রVortex-street-animation.gif[সম্পাদনা]

    সুইডিশ চলচ্চিত্রVortex-street-animation.gif[সম্পাদনা]

    হিন্দি চলচ্চিত্রVortex-street-animation.gif[সম্পাদনা]

    1. আ দেখে জারা
    2. আই, মি অউর ম্যায়
    3. আপ মুঝে অচ্ছে লগনে লগে
    4. আশিক বনায়া আপনে
    5. ইশক
    6. ইশক ভিশক
    7. উপহার
    8. এক হাসিনা থি এক দিওয়ানা থা
    9. ওয়াজাহ্‌ তুম হো
    10. কাবুলিওয়ালা (১৯৬১-এর চলচ্চিত্র)
    11. চার অধ্যায় (হিন্দি চলচ্চিত্র)
    12. জনি গদ্দার
    13. জিদ (২০১৪-এর চলচ্চিত্র)
    14. জিস্‌ম
    15. ডাকঘর (হিন্দি চলচ্চিত্র)
    16. ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী!
    17. তুম বিন ২
    18. পাঁচ
    19. ফিদা
    20. ফুটপাথ (২০০৩-এর চলচ্চিত্র)
    21. বাত্তি গুল মিটার চালু
    22. মদমস্ত বরখা
    23. লক্ষ্মী নারায়ণ (১৯৫১-এর চলচ্চিত্র)
    24. লাভ গেমস (চলচ্চিত্র)
    25. লাভ স্টোরি ২০৫০

    রাজনীতি[সম্পাদনা]

    1. অধুনালুপ্ত লোকসভা কেন্দ্রের তালিকা
    2. আম্মা মাক্কাল মুন্নেত্র কড়গম
    3. জোরাম ন্যাশনালিস্ট পার্টি
    4. ভারতীয় ট্রাইবাল পার্টি
    5. ভারতে নির্বাচন, ২০২০
    6. ভারতে সংরক্ষিত রাজনৈতিক পদ
    7. ভারতের কমিউনিস্ট পার্টিগুলির তালিকা
    8. ভারতের বিপ্লবী মার্ক্সবাদী পার্টি
    9. ভারতীয় সাধারণ নির্বাচনের তালিকা
    10. লোকতান্ত্রিক জনতা দল
    11. সংঘ বিধানসভা কেন্দ্র
    12. সত্যশোধক কমিউনিস্ট পার্টি

    Skull & crossbones.svg জলদস্যু Skull & crossbones.svg[সম্পাদনা]

    অভিধান ও পরিভাষা-সহায়িকা[সম্পাদনা]

    বিভিন্ন নিবন্ধ সম্পাদনার ক্ষেত্রে আমি যে অভিধান ও পরিভাষা-কোষগুলি ব্যবহার করি, সেগুলি সম্পর্কে পাঠকদের অবগত করছি:

    1. আকাদেমি বানান অভিধান, আকাদেমি বানান উপসমিতি সম্পাদিত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ২০০৮ সংস্করণ
    2. পরিভাষা সংকলন: প্রশাসন, পরিভাষা উপসমিতি সম্পাদিত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ২০০৫ সংস্করণ
    3. ভূগোল পরিভাষা, ভূগোল পরিভাষা উপসমিতি সম্পাদিত, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, কলকাতা, ২০০২ সংস্করণ
    4. রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা, অমল কুমার মুখোপাধ্যায় সম্পাদিত, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, কলকাতা, ২০০১ সংস্করণ
    5. সংসদ বিজ্ঞান অভিধান, জিতেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০১ সংস্করণ
    6. সংসদ বিজ্ঞান পরিভাষা, গোলোকেন্দু ঘোষ সংকলিত, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০১ সংস্করণ
    7. সংসদ ভূ-বিজ্ঞান কোষ, দীপংকর লাহিড়ী, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০৩ সংশোধিত মুদ্রণ
    8. সাহিত্যের শব্দার্থকোশ, সুরভি বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ১৯৯৯ সংস্করণ

    স্বীকৃতি[সম্পাদনা]