অর্ণব দত্ত
অর্ণব দত্ত | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
— উইকিপিডিয়ান — | ||||||||||||||
![]() | ||||||||||||||
নাম | অর্ণব দত্ত | |||||||||||||
জাতীয়তা | ভারতীয় | |||||||||||||
বর্তমান অবস্থান | কলকাতা | |||||||||||||
ভাষা | বাংলা, ইংরেজি, সংস্কৃত | |||||||||||||
সময় অঞ্চল | +০৫:৩০ | |||||||||||||
জাতিতত্ত্ব | বাঙালি | |||||||||||||
শিক্ষা এবং কর্মসংস্থান | ||||||||||||||
শিক্ষা | স্নাতক (ইংরেজি সাহিত্যে সাম্মানিক সহ) | |||||||||||||
বিশ্ববিদ্যালয় | কলকাতা বিশ্ববিদ্যালয় | |||||||||||||
শখ, পছন্দ এবং বিশ্বাস | ||||||||||||||
রাজনীতি | অরাজনৈতিক | |||||||||||||
উপনাম | বাবাই | |||||||||||||
বই | শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (শ্রীম-কথিত), শ্রীমা সারদা দেবী (স্বামী গম্ভীরানন্দ) গীতবিতান (রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্কু সমগ্র (সত্যজিৎ রায়) | |||||||||||||
আগ্রহ | ||||||||||||||
যোগাযোগের তথ্য | ||||||||||||||
ইমেল | arnabdutta.india![]() | |||||||||||||
ব্যবহারকারী বাক্স | ||||||||||||||
|
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু, শান্তি তাহা নয়, যে-কর্মে রয়েছে সত্য, সে-কর্মে শান্তির পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর |
নমষ্কার, আমি অর্ণব দত্ত।
বাংলা উইকিপিডিয়ায় আমার ব্যবহারকারী পৃষ্ঠায় আপনাকে স্বাগত জানাই।
বাংলা উইকিপিডিয়ায় আমার পথ চলা শুরু হয় ২০০৮ সালের ১৫ অগস্ট। এরপর কেটে গিয়েছে গোটা একটি যুগ। ছেলেবেলায় বাড়িতে খান-দুই বিশ্বকোষ-জাতীয় বই দেখেছিলাম। একটি হল আমার বাবার ছেলেবেলায় উপহার হিসেবে পাওয়া দেব সাহিত্য কুটীর প্রকাশিত বিশ্বপরিচয়; অপরটি ফুটপাথ থেকে বাবারই কিনে আনা একটি সেকেন্ড-হ্যান্ড বাংলা বুক অফ নলেজ। কেন জানি না, আমার শিশুমনে বই দু’টি বিশেষ রেখাপাত করেছিল। বই দু’টি থেকে তথ্য আহরণ করে একটি ডায়রিতে পেনসিল দিয়ে তৈরি করে ফেলেছিলাম নিজস্ব একখানি "বিশ্বকোষ"। তখন কাঁচা বয়স। ছেলেবেলার অনেক কিছুর সঙ্গেই তাই কোথায় হারিয়ে গিয়েছিল সেই ডায়রিটি। কিন্তু বিশ্বকোষের প্রতি আমার আকর্ষণটা রয়েই যায়। পরে বাবা বাড়িতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বেশ কয়েকটি বিশ্বকোষ জাতীয় বই কিনেছিল। মনের খোরাক জোগাতে গল্প-উপন্যাস ফেলে সেগুলি গোগ্রাসে পড়তাম। তাই বাংলা উইকিপিডিয়ার সঙ্গে আমার সখ্য গড়ে উঠল অচিরেই। বারো বছর আগের সেই দিনটি আমার আজও মনে আছে। স্বাধীনতা দিবসের ছুটির সকালে উইকিপিডিয়ার পাতায় নিজের প্রথম সম্পাদনাটি ভুক্ত করি আমি – চর্যাপদ নিবন্ধের ভূমিকাংশটি। খুব ভালো লেগেছিল নিবন্ধটি পরে যখন "নির্বাচিত নিবন্ধ" হয়ে উইকিপিডিয়ার প্রথম পৃষ্ঠায় স্থান পায়। নাই বা থাকুক নিবন্ধের উপর আমার নামটি বড়ো করে লেখা, তবু তো আমার লেখা, আমার সম্পাদনা আপামর বাঙালি পড়ার সুযোগ পাচ্ছে। অন্তরের তৃপ্তি এখানেই।
এইবার জরুরি কিছু কথা বলে রাখি। বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত বানানরীতি ও লিখনরীতি অনুসরণ করি। এই পৃষ্ঠায় আমার সম্পাদিত/প্রণীত নিবন্ধগুলির একটি নির্বাচিত তালিকা দেওয়া হল, যা থেকে আমার আগ্রহের বিষয়গুলি সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া কমন্সেও আমার কিছু অবদান রয়েছে (এখানে দেখুন)।
নিচে আমার প্রণীত এবং/অথবা সম্পাদিত নিবন্ধগুলির বিষয়ভিত্তিক তালিকা দিয়ে রাখলাম। এটি আমার নিজের প্রয়োজনে দিয়ে রাখা, পরবর্তীকালে সংশোধন ও পরিমার্জনার সুবিধার্থে। তবে আপনারাও দেখতে পারেন।
নির্বাচিত নিবন্ধ[সম্পাদনা]
আমার সম্পাদনায় নির্বাচিত নিবন্ধগুলি হল:
ভালো নিবন্ধ[সম্পাদনা]
বাংলা উইকিপিডিয়ায় "ভালো নিবন্ধ" স্তরে উন্নীত নিবন্ধে আমার সম্পাদনা। অল্প কয়েকটি আমার প্রণীত নিবন্ধ, অপরগুলিতে অন্যান্য সুদক্ষ উইকিপিডিয়ানদের সঙ্গে একযোগে কাজ করেছি:
বাংলা ও বাঙালি
[সম্পাদনা]
বাংলা সংগীত
[সম্পাদনা]
বাংলা সাহিত্য
[সম্পাদনা]
- অচ্যুত গোস্বামী
- "অনুপমার প্রেম"
- আজু গোঁসাই
- আশুতোষ ভট্টাচার্য
- কবীন্দ্রবচনসমুচ্চয়
- কাহ্নপাদ
- খেলারাম চক্রবর্তী
- চর্যাপদ
- জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
- প্রাচীন সাহিত্যে রাঢ়
- বলয়গ্রাস
- বিপ্রদাস পিপলাই
- মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম
- যোগ বিয়োগ (উপন্যাস)
- রবীন্দ্রনাথ ঠাকুর
- লক্ষ্মীমঙ্গল
- সাগর থেকে ফেরা
- হাজার চুরাশির মা
বাংলা চলচ্চিত্র
[সম্পাদনা]
- অযান্ত্রিক (চলচ্চিত্র)
- অশনি সংকেত
- আমার বডিগার্ড
- উত্তর ফাল্গুনী
- এলার চার অধ্যায়
- ওগো বধূ সুন্দরী
- কাদম্বরী
- কাবুলিওয়ালা (১৯৫৭-এর চলচ্চিত্র)
- কোমল গান্ধার
- গুপী গাইন বাঘা বাইন
- গুপ্তধনের সন্ধানে
- চতুরঙ্গ
- দেখা, না-দেখায়
- নটীর পূজা (চলচ্চিত্র)
- নায়ক (চলচ্চিত্র)
- ফালতু
- বাড়ী থেকে পালিয়ে
- মনচোরা (চলচ্চিত্র)
- মনোজদের অদ্ভুত বাড়ি
- মেঘ রোদ্দুর
- সাড়ে চুয়াত্তর
- হেমন্ত (চলচ্চিত্র)
বাংলা ইতিহাস
[সম্পাদনা]
বাংলার গ্রাম
[সম্পাদনা]
বাংলার শহর
[সম্পাদনা]
বাংলার ধর্মবিশ্বাস
[সম্পাদনা]
বাংলার নদনদী
[সম্পাদনা]
বাংলার জেলা
[সম্পাদনা]
বাংলার শিক্ষাব্যবস্থা
[সম্পাদনা]
- অভেদানন্দ মহাবিদ্যালয়
- অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
- আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়
- আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়
- ওন্দা থানা মহাবিদ্যালয়
- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজগুলির তালিকা
- কিশোরভারতী ভগিনী নিবেদিতা (কো-এড) কলেজ
- গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ
- চারুচন্দ্র সান্ধ্য মহাবিদ্যালয়
- জগন্নাথকিশোর কলেজ
- নিউ আলিপুর কলেজ
- পুরাশ কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়
- বঙ্কিম সর্দার কলেজ
- বড়জোড়া কলেজ
- বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
- বাগনান কলেজ
- বাসন্তী দেবী কলেজ
- বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর
- বেঙ্গল মিউজিক কলেজ
- বেলিয়াতোড় যামিনী রায় মহাবিদ্যালয়
- মৌলানা আজাদ কলেজ
- যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়
- রাইপুর ব্লক মহাবিদ্যালয়
- রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়
- রামানন্দ কলেজ
- শালডিহা কলেজ
- শালতোড়া নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়
- শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন (কলেজ)
- সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
- সোনামুখী মহাবিদ্যালয়
- স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়
বাংলার শিল্পকলা ও স্থাপত্য
[সম্পাদনা]
বাংলার রাজনীতি
[সম্পাদনা]
বাংলা ও বাঙালি: টেমপ্লেট
[সম্পাদনা]
- টেমপ্লেট:পশ্চিমবঙ্গের জৈন ধর্মকেন্দ্র
- টেমপ্লেট:পশ্চিমবঙ্গের মন্দিরনগরী
- টেমপ্লেট:পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ
- টেমপ্লেট:বাঁকুড়া জেলার শহর ও অন্যান্য অঞ্চল
- টেমপ্লেট:মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- টেমপ্লেট:হুগলি জেলা
- টেমপ্লেট:হুগলি জেলার শহর ও অন্যান্য অঞ্চল
বৈদিক সাহিত্য ও বেদান্ত দর্শন
[সম্পাদনা]
বৌদ্ধধর্ম
[সম্পাদনা]
জৈনধর্ম
[সম্পাদনা]
জৈনধর্ম: টেমপ্লেট
[সম্পাদনা]
জ্যোতির্বিজ্ঞান
[সম্পাদনা]
জ্যোতির্বিজ্ঞানের শাখা
[সম্পাদনা]
জ্যোতির্বিজ্ঞানী
[সম্পাদনা]
মহাজাগতিক বস্তু ও বৈশিষ্ট্য
[সম্পাদনা]
চাঁদ
[সম্পাদনা]
গ্রহাণু (পৃথিবী-নিকটস্থ)
[সম্পাদনা]
মঙ্গল
[সম্পাদনা]
বৃহস্পতি
[সম্পাদনা]
শনি
[সম্পাদনা]
ইউরেনাস
[সম্পাদনা]
- ওফেলিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
- কর্ডেলিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
- কিউপিড (প্রাকৃতিক উপগ্রহ)
- ক্রেসিডা (প্রাকৃতিক উপগ্রহ)
- জুলিয়েট (প্রাকৃতিক উপগ্রহ)
- ডেসডিমোনা (প্রাকৃতিক উপগ্রহ)
- পোর্শিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
- বিয়াংকা (প্রাকৃতিক উপগ্রহ)
- বেলিন্ডা (প্রাকৃতিক উপগ্রহ)
- রোজালিন্ড (প্রাকৃতিক উপগ্রহ)
- হ্যামলেট (অভিঘাত খাদ)
নেপচুন
[সম্পাদনা]
- গ্যালাটিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
- ডেসপাইনা (প্রাকৃতিক উপগ্রহ)
- থাল্যাসা (প্রাকৃতিক উপগ্রহ)
- নিসো (প্রাকৃতিক উপগ্রহ)
- নেপচুনের প্রাকৃতিক উপগ্রহ
- নেয়্যাড (প্রাকৃতিক উপগ্রহ)
- লারিসা (প্রাকৃতিক উপগ্রহ)
- লেওমাডিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
- স্যামাথি (প্রাকৃতিক উপগ্রহ)
- সেও (প্রাকৃতিক উপগ্রহ)
- হ্যালিমিডি (প্রাকৃতিক উপগ্রহ)
- হিপোক্যাম্প (প্রাকৃতিক উপগ্রহ)
প্লুটো
[সম্পাদনা]
জ্যোতির্বিজ্ঞান: টেমপ্লেট
[সম্পাদনা]
- টেমপ্লেট:ইউরেনাস
- টেমপ্লেট:ইউরেনাসের প্রাকৃতিক উপগ্রহ
- টেমপ্লেট:চাঁদ
- টেমপ্লেট:জ্যোতির্বিজ্ঞান ন্যাভবক্স
- টেমপ্লেট:তারা
- টেমপ্লেট:নিউ হোরাইজনস
- টেমপ্লেট:নেপচুন
- টেমপ্লেট:নেপচুনের প্রাকৃতিক উপগ্রহ
- টেমপ্লেট:বহির্গ্রহ
- টেমপ্লেট:ভয়েজার কর্মসূচি
- টেমপ্লেট:মঙ্গল গ্রহ
- টেমপ্লেট:মঙ্গল গ্রহ অভিযান
- টেমপ্লেট:মহাকাশ স্টেশন
- টেমপ্লেট:শনি গ্রহ
- টেমপ্লেট:শনির প্রাকৃতিক উপগ্রহ
- টেমপ্লেট:শুক্র গ্রহ
- টেমপ্লেট:সূর্য ফুটার
- টেমপ্লেট:সৌরজগৎ
প্রাচীন সভ্যতা
[সম্পাদনা]
বিশ্বসাহিত্য
[সম্পাদনা]
শিশুকিশোর সাহিত্য
[সম্পাদনা]
বিশ্বসাহিত্য: টেমপ্লেট
[সম্পাদনা]
চলচ্চিত্র
[সম্পাদনা]
ইংরেজি চলচ্চিত্র
[সম্পাদনা]
- দ্য ২৪র্থ ডে
- ১০১ রেন্ট বয়েজ
- অ্যানাকোন্ডাস: ট্রেইল অফ ব্লাড
- অ্যানাটমি (চলচ্চিত্র)
- অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯০৮-এর চলচ্চিত্র)
- অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯১৩-এর চলচ্চিত্র)
- অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯৫৯-এর চলচ্চিত্র)
- অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯৭২-এর চলচ্চিত্র)
- আ নাইট ইন দ্য শো
- আফটার ডার্ক, মাই সুইট
- আরবান লেজেন্ড
- এমব্রেস অফ দ্য ভ্যাম্পায়ার
- এসকেপ ফ্রম তালিবান
- ওথেলো (১৯২২-এর চলচ্চিত্র)
- ওয়াইল্ড থিংস
- জিরোফিলিয়া
- টেস্টোস্টেরন
- প্রিন্সেস অফ মার্স
- দ্য ফরগটেন (২০০৪-এর চলচ্চিত্র)
- ফ্রেন্ড অফ দ্য ফ্যামিলি
- দ্য বয়েজ ফ্রম সাইরাকিউস (চলচ্চিত্র)
- ব্লু লেগুন: দি অ্যাওয়েকেনিং
- ম্যাকবেথ (১৯১১-এর চলচ্চিত্র)
- দ্য শেখ (চলচ্চিত্র)
- সন অফ দ্য শেখ (চলচ্চিত্র)
- স্লিপারস
- দ্য স্লিপিং ডিকশনারি
- হ্যামলেট (২০১১-এর চলচ্চিত্র)
তেলুগু চলচ্চিত্র
[সম্পাদনা]
মালয়ালম চলচ্চিত্র
[সম্পাদনা]
সুইডিশ চলচ্চিত্র
[সম্পাদনা]
হিন্দি চলচ্চিত্র
[সম্পাদনা]
- আ দেখে জারা
- আই, মি অউর ম্যায়
- আপ মুঝে অচ্ছে লগনে লগে
- আশিক বনায়া আপনে
- ইশক
- ইশক ভিশক
- উপহার
- এক হাসিনা থি এক দিওয়ানা থা
- ওয়াজাহ্ তুম হো
- কাবুলিওয়ালা (১৯৬১-এর চলচ্চিত্র)
- চার অধ্যায় (হিন্দি চলচ্চিত্র)
- জনি গদ্দার
- জিদ (২০১৪-এর চলচ্চিত্র)
- জিস্ম
- ডাকঘর (হিন্দি চলচ্চিত্র)
- ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী!
- তুম বিন ২
- পাঁচ
- ফিদা
- ফুটপাথ (২০০৩-এর চলচ্চিত্র)
- বাত্তি গুল মিটার চালু
- মদমস্ত বরখা
- লক্ষ্মী নারায়ণ (১৯৫১-এর চলচ্চিত্র)
- লাভ গেমস (চলচ্চিত্র)
- লাভ স্টোরি ২০৫০
অভিধান ও পরিভাষা-সহায়িকা[সম্পাদনা]
বিভিন্ন নিবন্ধ সম্পাদনার ক্ষেত্রে আমি যে অভিধান ও পরিভাষা-কোষগুলি ব্যবহার করি, সেগুলি সম্পর্কে পাঠকদের অবগত করছি:
- আকাদেমি বানান অভিধান, আকাদেমি বানান উপসমিতি সম্পাদিত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ২০০৮ সংস্করণ
- পরিভাষা সংকলন: প্রশাসন, পরিভাষা উপসমিতি সম্পাদিত, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ২০০৫ সংস্করণ
- ভূগোল পরিভাষা, ভূগোল পরিভাষা উপসমিতি সম্পাদিত, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, কলকাতা, ২০০২ সংস্করণ
- রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা, অমল কুমার মুখোপাধ্যায় সম্পাদিত, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, কলকাতা, ২০০১ সংস্করণ
- সংসদ বিজ্ঞান অভিধান, জিতেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০১ সংস্করণ
- সংসদ বিজ্ঞান পরিভাষা, গোলোকেন্দু ঘোষ সংকলিত, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০১ সংস্করণ
- সংসদ ভূ-বিজ্ঞান কোষ, দীপংকর লাহিড়ী, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০৩ সংশোধিত মুদ্রণ
- সাহিত্যের শব্দার্থকোশ, সুরভি বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ১৯৯৯ সংস্করণ
স্বীকৃতি[সম্পাদনা]
দুই বাংলার একাংশ পশ্চিমবঙ্গকে তুলে ধরা, এবং বিপুল উৎসাহে অসংখ্য ভুক্তি শুরু করার জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --রাগিব ০৬:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে অসীম উদ্যমে বহু নিবন্ধ শুরু করার জন্য অর্ণবকে এই বিশেষ জাতীয় তারকা পদক দিলাম।--সপ্তর্ষি ১৬:৩৩, ২২ এপ্রিল ২০০৯ (UTC)
জোর বিতর্কের মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে আবেগের বদলে যুক্তিমূলক কথায় নিয়ন্ত্রিত থাকার জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --সপ্তর্ষি ০০:৩৬, ৫ জানুয়ারি ২০১০ (UTC))
পশ্চিমবঙ্গ ও তৎসংশ্লিষ্ট বিষয়, ভারতের ইতিহাস, সাহিত্য ও আর্থ-সামাজিক বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় অসামান্য অবদান রাখায় অর্ণবদাকে এই উইকিপদক দেয়া হল। -- তানভির (আলাপ) ১৫:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)
হিন্দু ধর্মবিষয়ক বিভিন্ন নিবন্ধসহ বিভিন্ন বিষয়ের সম্প্রসারণে বাংলা উইকিপিডিয়ায় অসামান্য অবদান রাখায় আপনাকে হিন্দুধর্ম পদক প্রদান করা হলো। আশা করছি, উইকিপিডিয়ার সম্প্রসারণে প্রতিনিয়ত অগ্রসর হবেন স্ব-মহিমায়। আপনাকে এ পদক প্রদান করায় আমি সত্যিকার অর্থেই আনন্দিত। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। - Subrata Roy ১৭:৫১, ২৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
অর্ণব, কত পরিশ্রম আর সময় দিলে তবে উইকিপিডিয়াতে ১০০০ নিবন্ধ তৈরী করা যায়, তা ভাবলে সত্যি শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। বাংলা উইকিতে এক এক করে অত্যন্ত মানসম্মত হাজারটির ওপর নিবন্ধ তৈরীর মতো অতুলনীয় অবদানের জন্য সামান্য এই স্বীকৃতি। পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের অভাবের সংসারে আপনি সত্যি একজন পথপ্রদর্শক। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৩, ১০ জুলাই ২০১৪ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
খেয়াল করলাম, আপনি ইতোধ্যে বাংলা উইকিতে ৪৯টি আজাকি নিবন্ধ যোগ করেছেন। আমার গুণতে ভুল হতে পারে, তবে আর ১ টি হলেই ৫০ আজাকি মনোনীত নিবন্ধের মাইলফলক অর্জন করবেন। বাংলা উইকিতে এইরকম আর কারো এতগুলি 'আজাকি' নিবন্ধ আছে কি না, আমার জানা নেই। দীর্ঘ সময় ধরে এইরকম আজাকি নিবন্ধ উপহার দেয়ার জন্য এই পদক আপনার জন্য।৫০ অতিক্রম করলে আবার পদক দিতে আসবো। সর্বদা শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৩:০১, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
বারো বছরের পরিক্রমায় নিজের রচিত অথবা সম্মিলিতভাবে অবদান রেখে বাংলা উইকিপিডিয়ায় ৮টি উইকিপিডিয়া:ভালো নিবন্ধ যোগ করেছেন। প্রতিটি নিবন্ধকে ভাল নিবন্ধে উন্নীত করার জন্য একাগ্রতা ও পরিশ্রমের স্বীকৃতি সরূপ এই পদক আপনার জন্য। সামনের দিনগুলিতে আরো অনেক ভাল নিবন্ধ দিয়ে বাংলা উইকিতে সমৃদ্ধ করার জন্য আহবান থাকলো। সর্বদা শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৯:২৮, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সুধী, ১০ বছরের বেশী সময় ধরে টানা নিজের খেয়ে
বনেরউইকি'র মোষ তাড়ানো চাট্টিখানি কথা নয়।
আপনার নিরন্তর শ্রমশীলতার জন্য শুভেচ্ছা ও শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২১) ১০:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা। এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিপিডিয়ার একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায়— https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Jonoikobangali। | ![]() |