কেশবপুর, হুগলি জেলা
কেশবপুর | |
---|---|
গ্রাম | |
পশ্চিমবঙ্গ ও ভারতের মানচিত্রে কেশবপুর গ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৩′১৫″ উত্তর ৮৭°৫৩′৫৫″ পূর্ব / ২২.৮৮৭৫° উত্তর ৮৭.৮৯৮৭° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হুগলি |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১২,৬৮৭ |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
দূরভাষ/এসটিডি কোড | ০৩২১১ |
লোকসভা কেন্দ্র | আরামবাগ |
বিধানসভা কেন্দ্র | আরামবাগ |
ওয়েবসাইট | hooghly |
কেশবপুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত আরামবাগ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।
ভূগোল[সম্পাদনা]
মুণ্ডেশ্বরী নদী কেশবপুর গ্রামের পাশ দিয়ে প্রবহমান।[১]
জনপরিসংখ্যান[সম্পাদনা]
২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, কেশবপুর গ্রামের মোট জনসংখ্যা ১২,৬৮৭। এর মধ্যে ৬,৫২১ জন (৫১ শতাংশ) পুরুষ এবং ৬,১৬৬ জন (৪৯ শতাংশ) মহিলা। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ১,৪৮৫। কেশবপুরের মোট সাক্ষর জনসংখ্যা ৮,৯১০ (অন্যূন ছয় বছর বয়সী মোট জনসংখ্যার ৭৯.৫৪ শতাংশ)।[২]
শিক্ষা[সম্পাদনা]
২০০৭ সালে কেশবপুর গ্রামে কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় নামে একটি সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর নামাঙ্কিত এই কলেজটি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। এখানে কলা বিভাগে পঠনপাঠন চলে।[৩][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Google maps
- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ "Kabikankan Mukundaram Mahavidyalaya"। College Admission। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ "Mukundaram Chakrabarti, Kabikankan"। Banglapedia। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।