অধুনালুপ্ত লোকসভা কেন্দ্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতের অধুনালুপ্ত লোকসভা কেন্দ্রের তালিকা' এই পৃষ্ঠায় দেওয়া হল। অবলুপ্তির তারিখ অনুযায়ী এগুলি সাজানো হয়েছে। যে কেন্দ্রগুলির শুধুমাত্র নাম পরিবর্তিত হয়েছে সেগুলি এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

১৯৫৬ সালে অবলুপ্ত লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

বোম্বাই (২)[সম্পাদনা]

এই কেন্দ্রগুলি ১৯৫১ সালে গঠিত হয়েছিল। ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন বলবৎ হওয়ার পর পূর্বতন বোম্বাই রাজ্যের এই অংশগুলি মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায় কেন্দ্রগুলি অবলুপ্ত হয়।[১]

  1. বেলগাম উত্তর কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের চিক্কোডি কেন্দ্র গঠিত হয়
  2. বেলগাম দক্ষিণ কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের বেলগাম কেন্দ্র গঠিত হয়

হায়দ্রাবাদ (২)[সম্পাদনা]

এই কেন্দ্রগুলি ১৯৫১ সালে গঠিত হয়েছিল। ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন বলবৎ হওয়ার পর পূর্বতন হায়দ্রাবাদ রাজ্যের এই অংশগুলি মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায় কেন্দ্রগুলি অবলুপ্ত হয়।[১]

  1. কুশটাগি কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের কোপ্পাল কেন্দ্র গঠিত হয়
  2. যাডগির কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের রাইচুর কেন্দ্র গঠিত হয়

মাদ্রাজ (২)[সম্পাদনা]

এই কেন্দ্রগুলি ১৯৫১ সালে গঠিত হয়েছিল। ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন বলবৎ হওয়ার পর পূর্বতন মাদ্রাজ রাজ্যের এই অংশগুলি মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায় কেন্দ্রগুলি অবলুপ্ত হয়।[১]

  1. দক্ষিণ কানাড়া (উত্তর) কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের উডুপি কেন্দ্র গঠিত হয়
  2. দক্ষিণ কানাড়া (দক্ষিণ) কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর কেন্দ্র গঠিত হয়

মহীশূর (১)[সম্পাদনা]

  1. হাসান চিকমাগালুর কেন্দ্র

১৯৬৬ সালে অবলুপ্ত লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

১৯৬৭ সালের লোকসভা নির্বাচনের আগে কয়েকটি কেন্দ্র অবলুপ্ত হয়:

মহারাষ্ট্র (১)[সম্পাদনা]

  1. গোন্ডিয়া কেন্দ্র

মহীশূর (৩)[সম্পাদনা]

  1. বিজাপুর উত্তর কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের বিজাপুর কেন্দ্র গঠিত হয়
  2. বিজাপুর দক্ষিণ কেন্দ্রের পরিবর্তে কর্ণাটক রাজ্যের বাগালকোট কেন্দ্র গঠিত হয়
  3. টিপটুর

১৯৭৬ সালে অবলুপ্ত লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রগুলির সীমানা এবং সংরক্ষণ মর্যাদা পুনর্নির্ধারণের জন্য ১৯৭৩ সালে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশগুলি ১৯৭৬ সালে কার্যকর করা হয়। এর ফলে যে কেন্দ্রগুলি অবলুপ্ত হয় সেগুলি হল:

অন্ধ্রপ্রদেশ (২)[সম্পাদনা]

  1. গুডিবড কেন্দ্র
  2. কাবালি কেন্দ্র

অসম (১)[সম্পাদনা]

  1. কাছাড় কেন্দ্র

কর্ণাটক (২)[সম্পাদনা]

  1. মধুগিরি কেন্দ্র
  2. হোসকোটে কেন্দ্র

কেরল (৫)[সম্পাদনা]

  1. তিরুবল্ল কেন্দ্র
  2. অম্বালাপুঝা কেন্দ্র
  3. পিরমাডে কেন্দ্র
  4. থালাসেরি কেন্দ্র
  5. মুবাত্তুপুঝা কেন্দ্র

মহারাষ্ট্র (১)[সম্পাদনা]

  1. খামগাঁও কেন্দ্র

উত্তরপ্রদেশ (১)[সম্পাদনা]

  1. দেরাদুন কেন্দ্রের পরিবর্তে গঠিত হয় হরিদ্বার কেন্দ্র

২০০৮ সালে অবলুপ্ত লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

২০০২ সালের ১২ জুলাই সাম্প্রতিকতম সীমানা পুনর্নির্ধারণ কমিশন গঠিত হয়। ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি এই কমিশনের সুপারিশগুলি রাষ্ট্রপতির বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন লাভ করে।[২][৩] এই সুপারিশের ফলে অবলুপ্ত কেন্দ্রগুলি হল:

অন্ধ্রপ্রদেশ (৭)[সম্পাদনা]

  1. ভদ্রাচলম কেন্দ্র
  2. বোব্বিলি কেন্দ্র
  3. হানামকোন্ডা কেন্দ্র
  4. মিরিয়ালগুডা কেন্দ্র
  5. পার্বতীপুরম কেন্দ্র
  6. সিদ্দিপেট কেন্দ্র
  7. তেনালি কেন্দ্র

বিহার (১০)[সম্পাদনা]

  1. বাগাহা কেন্দ্র
  2. বালিয়া কেন্দ্র
  3. বাঢ় কেন্দ্র
  4. বেত্তিয়া কেন্দ্র
  5. বিক্রমগঞ্জ কেন্দ্র
  6. চাপড়া কেন্দ্র
  7. মোতিহারি কেন্দ্র
  8. পাটনা কেন্দ্র
  9. রোসেরা কেন্দ্র
  10. সাহারসা কেন্দ্র

ছত্তীসগঢ় (১)[সম্পাদনা]

  1. সারানগড়

দিল্লি (৩)[সম্পাদনা]

  1. দিল্লি সদর
  2. কারোল বাগ কেন্দ্র
  3. আউটার দিল্লি কেন্দ্র

গুজরাত (৪)[সম্পাদনা]

  1. আহমেদাবাদ কেন্দ্র
  2. কাপাডবঞ্জ কেন্দ্র
  3. মাণ্ডবী কেন্দ্র
  4. ধন্ধুকা কেন্দ্র

হরিয়াণা (২)[সম্পাদনা]

  1. ভিবানী কেন্দ্র
  2. মহেন্দ্রগড় কেন্দ্র

কর্ণাটক (৬)[সম্পাদনা]

  1. চিকমাগালুর কেন্দ্র
  2. ধারোয়াড় উত্তর কেন্দ্রের পরিবর্তে ধারোয়াড় কেন্দ্র গঠিত হয়
  3. ধারোয়াড় দক্ষিণ কেন্দ্রের পরিবর্তে হাভেরি কেন্দ্র গঠিত হয়
  4. কনকপুরা কেন্দ্রের পরিবর্তে ব্যাঙ্গালোর গ্রামীণ কেন্দ্র গঠিত হয়
  5. ম্যাঙ্গালোর উত্তর কেন্দ্রের পরিবর্তে দক্ষিণ কন্নড় কেন্দ্র গঠিত হয়
  6. উডুপি কেন্দ্র

কেরল (৬)[সম্পাদনা]

  1. আদুর কেন্দ্র
  2. চিরায়িনকিল কেন্দ্র
  3. মানজেরি কেন্দ্র
  4. মুবাত্তুপুঝা কেন্দ্র
  5. মুকুন্দপুরম কেন্দ্র
  6. ওট্টাপালাম কেন্দ্র

মধ্যপ্রদেশ (২)[সম্পাদনা]

  1. সেওনি কেন্দ্র
  2. শাজাপুর কেন্দ্র

মহারাষ্ট্র (১৫)[সম্পাদনা]

  1. ভাণ্ডারা কেন্দ্র
  2. চিমুর কেন্দ্র
  3. দাহানু কেন্দ্র
  4. এরান্দোল কেন্দ্র
  5. ইচালকারাঞ্জি কেন্দ্র
  6. কারাড কেন্দ্র
  7. খেড কেন্দ্র
  8. কোলাবা কেন্দ্র
  9. কোপারগাঁও কেন্দ্র
  10. মালেগাঁও কেন্দ্র
  11. পান্ধারপুর কেন্দ্র
  12. রাজাপুর কেন্দ্র
  13. রত্নগিরি কেন্দ্র
  14. ওয়াশিম কেন্দ্র
  15. যবৎমল কেন্দ্র

ওডিশা (২)[সম্পাদনা]

  1. দেওগড় কেন্দ্র
  2. ফুলবনি কেন্দ্র

পাঞ্জাব (৩)[সম্পাদনা]

  1. ফিল্লাউর কেন্দ্র
  2. রোপার কেন্দ্র
  3. তার্ন তারান কেন্দ্র

রাজস্থান (৫)[সম্পাদনা]

  1. বায়ানা কেন্দ্রের পরিবর্তে কারাউলি-ঢোলপুর কেন্দ্র গঠিত হয়
  2. ঝালাওয়ার কেন্দ্রের পরিবর্তে ঝালাওয়ার-বারান কেন্দ্র গঠিত হয়
  3. সালুমবের কেন্দ্রের পরিবর্তে রাজসামান্দ কেন্দ্র গঠিত হয়
  4. সাওয়াই মাধোপুর কেন্দ্রের পরিবর্তে টঙ্ক-সাওয়াই মাধোপুর কেন্দ্র গঠিত হয়
  5. টঙ্ক কেন্দ্রের পরিবর্তে জয়পুর গ্রামীণ কেন্দ্র গঠিত হয়

তামিলনাড়ু (১২)[সম্পাদনা]

  1. চেঙ্গলপাট্টু কেন্দ্রের পরিবর্তে কাঞ্চীপুরম কেন্দ্র গঠিত হয়
  2. গোবিচেট্টিপালয়ম কেন্দ্রের পরিবর্তে তিরুপ্পুর কেন্দ্র গঠিত হয়
  3. নাগেরকৈল কেন্দ্রের পরিবর্তে কন্যাকুমারী কেন্দ্র গঠিত হয়
  4. পালানি কেন্দ্র বিভাজিত হয় দিন্দিগুল কেন্দ্রকারুর কেন্দ্রের মধ্যে
  5. পেরিয়াকুলাম কেন্দ্রের পরিবর্তে থেনি কেন্দ্র গঠিত হয়
  6. পুদুক্কোট্টাই কেন্দ্র বিভাজিত হয় কারুর কেন্দ্র, রামনাথপুরম কেন্দ্র, শিবগঙ্গা কেন্দ্র, তাঞ্জাবুর কেন্দ্রতিরুচিরাপল্লি কেন্দ্রের মধ্যে
  7. রসিপুরম কেন্দ্রের পরিবর্তে কল্লাকুরিচি কেন্দ্রনামাক্কাল কেন্দ্র গঠিত হয়
  8. শিবকাশী কেন্দ্র বিভাজিত হয় তেনকাশী কেন্দ্র, তুতুকুডু কেন্দ্রবিরুধুনগর কেন্দ্রের মধ্যে
  9. তিন্দিবনম কেন্দ্রের পরিবর্তে বিলুপ্পুরম কেন্দ্র গঠিত হয়
  10. তিরুচেন্দুর কেন্দ্র বিভাজিত হয় কন্যাকুমারী কেন্দ্র, তিরুনেলভেলি কেন্দ্রতুতুকুডি কেন্দ্রের মধ্যে
  11. তিরুচেনগোডে কেন্দ্র বিভাজিত হয় এরোডে কেন্দ্র, নামাক্কাল কেন্দ্রসালেম কেন্দ্রের মধ্যে
  12. বন্দবাসী কেন্দ্রের পরিবর্তে অরণি কেন্দ্রতিরুবন্নমলৈ কেন্দ্র গঠিত হয়

উত্তরপ্রদেশ (১১)[সম্পাদনা]

  1. বলরামপুর কেন্দ্র
  2. বিলহাউর কেন্দ্র
  3. চাইল কেন্দ্র
  4. ঘটমপুর কেন্দ্র
  5. হাপুর কেন্দ্র
  6. জলেসর কেন্দ্র
  7. খলিলাবাদ কেন্দ্র
  8. খুরজা কেন্দ্র
  9. পদ্রাউনা কেন্দ্র
  10. সৈদপুর কেন্দ্র
  11. শাহাবাদ কেন্দ্র

উত্তরাখণ্ড (১)[সম্পাদনা]

  1. নৈনিতাল কেন্দ্রের পরিবর্তে নৈনিতাল-উধমসিং নগর কেন্দ্র গঠিত হয়

পশ্চিমবঙ্গ (৮)[সম্পাদনা]

  1. বর্ধমান কেন্দ্র
  2. কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র
  3. কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র
  4. দুর্গাপুর কেন্দ্র
  5. কাটোয়া কেন্দ্র
  6. মালদহ কেন্দ্র
  7. নবদ্বীপ কেন্দ্র
  8. পাঁশকুড়া কেন্দ্র

লোকসভায় অ্যাংলো-ইন্ডিয়ান সংরক্ষিত আসন[সম্পাদনা]

১৯৫২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যদের জন্য দু'টি আসন সংরক্ষিত ছিল। এই দুই সদস্যকে ভারত সরকারের পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতেন। ২০২০ সালের জানুয়ারি মাসে ভারতের সংসদে ও রাজ্য বিধানসভাগুলিতে অ্যাংলো-ইন্ডিয়ান সংরক্ষিত আসনগুলি অবলুপ্ত হয়।[৪][৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1951 TO THE FIRST LOK SABHA" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 92। 
  2. "Delimitation notification comes into effect"The Hindu। ফেব্রুয়ারি ২০, ২০০৮। ফেব্রুয়ারি ২৮, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (পিডিএফ)। Election Commission of India, NIRVACHAN SADAN, ASHOKA ROAD, NEW DELHI-110001। 
  4. "Anglo Indian Representation To Lok Sabha, State Assemblies Done Away; SC-ST Reservation Extended For 10 Years: Constitution (104th Amendment) Act To Come Into Force On 25th Jan"www.livelaw.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০ 
  5. "Anglo Indian Members of Parliament (MPs) of India - Powers, Salary, Eligibility, Term"www.elections.in