আলাপ
আলোচনা যোগ করুন
FaysaLBinDaruL বাস্তব জীবনে ব্যস্ত এবং সম্ভবত কোনো প্রশ্নের বা বার্তার ত্বরিত উত্তর দেবেন না। |
শাহজাহান ভুঁইয়া
[সম্পাদনা]শাহজাহান ভুঁইয়া নিবন্ধ আজাকিতে দেওয়া হয়ছে সময় পেলে দেখে দিয়েন মো. জনি হোসেন (আলাপ) ১৮:৪৮, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোহাম্মদ জনি হোসেন সময়মত দেখা হবে। তাড়াহুড়া না করলে ভাল হবে। ~ Φαϊσάλ (২০২৪) ১৯:২৯, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- আপনি যখন সময় পান তখন করিয়েন। আর ৬২৭–৬২৯ পার্সি-তুর্কি যুদ্ধ কিছু সংশোধ করা হয়ছে। ধন্যবাদ ভাইয়া মো. জনি হোসেন (আলাপ) ১৯:৩২, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @মোহাম্মদ জনি হোসেন কিছু সংশোধন হলে কি নিবন্ধটা ভাল নিবন্ধ হয়ে যাবে। আমি নিবন্ধটা খুটিয়ে দেখিনি। একবার শুধু পড়ে গেছি। এনিবন্ধে 'কিছু' নয়, রচনাশৈলীতে আমুল পরিবর্তন আনতে হবে। বিস্তারিত লিখলাম না। ২ মাস সময় নিয়ে প্রত্যেক বাক্য পড়ে পড়ে প্রাঞ্জল করুন। আমি জানি আপনি বাংলা উইকিতে ভাল সময় দেন, কিন্তু একটি ভাল নিবন্ধএর অনুবাদ অবশ্যই আক্ষরিক বা রুক্ষ অথবা ওবোধগম্য হলে ভাল লাগে না। আপনি সময় দিন। এতে আপনারই উপকার। রচনাশৈলীতে পারদর্শি হবেন।~ Φαϊσάλ (২০২৪) ০২:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- আপনি যখন সময় পান তখন করিয়েন। আর ৬২৭–৬২৯ পার্সি-তুর্কি যুদ্ধ কিছু সংশোধ করা হয়ছে। ধন্যবাদ ভাইয়া মো. জনি হোসেন (আলাপ) ১৯:৩২, ৩০ আগস্ট ২০২৪ (ইউটিসি)
শেখ রাসেল সুইমিংপুল, বোয়ালখালী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য শেখ রাসেল সুইমিংপুল, বোয়ালখালী নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ নিবন্ধটি একটি সংগঠন সম্পর্কিত। কিন্তু নিবন্ধে নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি কী কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৬:২৯, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- সুপ্রিয় @মো. মাহমুদুল আলম, বাংলাদেশের ক্রীড়া স্থাপনাগুলি বিশেষ করে সরকারি স্থাপনাগুলি উল্লেখযোগ্য নিবন্ধ হওয়ার যোগ্যতা রাখে। সেহিসেবে নিবন্ধটি থাকার যোগ্য। বলা বাহুল্য বাংলাদেশে জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে স্টেডিয়াম ছাড়াও উপজেলা পর্যায়ের স্টেডিয়াম আছে। তেমনি ক্রীডা সুইমিংপুলের নির্মাণ চলছে। সব উপজেলায় এখনো হয়নি। আপনি নিবন্ধটি রাখতে পারেন। এছাড়া এনামে আরো কয়েকটি জেলা পর্যায়ের সুইমিংপুল নিয়ে নিবন্ধ হবে সামনে। ~ Φαϊσάλ (২০২৪) ১৩:৩০, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
বৃহত্তর জেলা নিবন্ধ সম্পর্কে
[সম্পাদনা]বৃহত্তর জেলা বলে কিছু ছিল না। সেই হিসাব অনুযায়ী কোনো নিবন্ধ থাকাও উচিত না। আরো যদি বুঝিয়ে বলতেন। সাকিব 🇧🇩 (আলাপ) ০১:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ সাকিবুল হাসান উত্তরটা আপনার আলাপ পাতায় গেলে পাবেন। ~ Φαϊσάλ (২০২৪) ০১:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)