রামকৃষ্ণ মিশন স্টেডিয়াম
অবয়ব
পূর্ণ নাম | রামকৃষ্ণ মিশন স্টেডিয়াম |
---|---|
অবস্থান | নরেন্দ্রপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
মালিক | রামকৃষ্ণ মিশন |
পরিচালক | রামকৃষ্ণ মিশন |
ধারণক্ষমতা | ৫,০০০ |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১৯৯৭ |
উদ্বোধন | ১৯৯৭ |
ওয়েবসাইট | |
cricketarchive |
রামকৃষ্ণ মিশন স্টেডিয়াম হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নরেন্দ্রপুরে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি প্রধানত ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়।[১] এই স্টেডিয়ামে দিন ও রাত্রিতে খেলার উপযোগী ফ্লাডলাইট রয়েছে। বিসিসিআই-এর সকল নিয়মাবলি এই মাঠে রক্ষিত হয়, যাতে এখানে রঞ্জি ট্রফির ম্যাচগুলি খেলা যায়। ১৯৯৮ সালে এই স্টেডিয়ামটি স্থাপিত হয়েছিল। সেই সময় সেন্ট্রাল জোন অনূর্ধ্ব ১৬ ও নর্থ জোন অনূর্ধ্ব ১৬ দলদুটির মধ্যে বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলি এখানে আয়োজিত হয়।[২] কিন্তু তার পর এই স্টেডিয়ামে কোনও বড়ো ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়নি।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rama Krishna Mission Narendrapur"। ১৫ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৬।
- ↑ Scorecard
- ↑ Other matches