বিষয়বস্তুতে চলুন

শিলাই নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শিলাই থেকে পুনর্নির্দেশিত)
সন্ধ্যের সৌন্দর্যে শিলাই নদী
দামোদর অববাহিকার মানচিত্র

শিলাই বা শিলাবতী দক্ষিণ-পশ্চিম পশ্চিমবঙ্গের একটি ছোট নদী। পুরুলিয়া, বাঁকুড়াপশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে শিলাই প্রবাহিত। পুরুলিয়ার পুঞ্চা ব্লকে উৎপন্ন হয়ে এই নদী গভীর অরণ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাঁকুড়ায় প্রবেশ করেছে। ঘাগর গ্রামে শিলাবতী নদীর ওপর জলপ্রপাত পর্যটকের কাছে আকর্ষণীয়।

ভেলাইডিহা এবং সিমলাপালের মতো ঐতিহাসিক জনপদের পাশ দিয়ে প্রবাহিত সুপ্রশস্ত নদী ভেলাইডিহা গ্রামটির উত্তর এবং পূর্ব সীমা রচনা করেছে। অর্থাৎ নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ভেলাইডিহায় এসে পূর্ববাহিনী নদী দক্ষিণবাহিনী হয়েছে। বাঁকুড়ায় শিলাই-এর প্রধান উপনদী হল জয়পণ্ডা ও পুরন্দর। এছাড়াও আরও কয়েকটি ছোট নদী বাঁকুড়ায় শিলাই-এ মিলিত হয়েছে।

এরপর ক্রমশ দক্ষিণপূর্ব অভিমুখে শিলাবতী পশ্চিম মেদিনীপুর জেলায় ঢুকেছে। গড়বেতার কাছে গনগনিতে শিলাবতীর দর্শনীয় নদীখাত গ্র‍্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনীয়। ঘাটাল শহর এই নদীর তটবর্তী সুপরিচিত জনপদ।

তথ্যসূত্র

[সম্পাদনা]