সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়
প্রাক্তন নামসমূহ |
|
---|---|
নীতিবাক্য | শ্রুতং মে গোপায় |
বাংলায় নীতিবাক্য | আমার শিক্ষা নিরাপদ হউক |
ধরন | রাজ্য বিশ্ববিদ্যালয় (সরকারি) |
স্থাপিত | ১৭৯১ |
আচার্য | টেমপ্লেট:UP governor |
উপাচার্য | হরে রাম ত্রিপাঠী |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চলীয় |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
ওয়েবসাইট | www |
সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী (পূর্বনাম: বারাণসেয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্কৃত কলেজ, বারাণসী) হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। সংস্কৃত ভাষা ও তৎসম্পর্কিত বিষয়গুলি পঠনপাঠন এই বিশ্ববিদ্যালয়টির বৈশিষ্ট্য
ইতিহাস
[সম্পাদনা]১৭৯১ সালে বারাণসী রাজ্যের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক রেসিডেন্ট জনাথান ডানকান ভারতীয় শিক্ষাব্যবস্থায় ব্রিটিশ অর্থসাহায্যের দিকটি তুলে ধরতে সংস্কৃত "বাগ্ময়" (বাগ্মীতা) পরম্পরার বিকাশ ও সংরক্ষণের জন্য একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এই উদ্যোগটি অনুমোদন করেন এবং বার্ষিক ২০,০০০ টাকা অনুদান ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক হন পণ্ডিত কাশীনাথ। সরকারি সংস্কৃত কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জন ম্যুর। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন জেমস আর. ব্যালেনটাইন, রালফ টি. এইচ. গ্রিফিথ, জর্জ তিবৌট, আর্থার ভেনিস, স্যার গঙ্গানাথ ঝা ও গোপীনাথ কবিরাজ।[১]
১৮৫৭ সালে এই কলেজে স্নাতকোত্তর স্তরের পঠনপাঠন শুরু হয়। ১৮৮০ সালে পরীক্ষা ব্যবস্থা গৃহীত হয়। ১৮৯৪ সালে বিখ্যাত সরস্বতী ভাবনা গ্রন্থালয় ভবনটি গঠিত হয়। বর্তমানে এই ভবরে সহস্রাধিক পুথির রক্ষিত আছে। কলেজের অধ্যক্ষ এই পুথিগুলি সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেছেন। চার শতাধিক বইয়ের এই গ্রন্থমালার নাম "সরস্বতী ভাবনা গ্রন্থমালা।[২]
১৯৫৮ সালে সম্পূর্ণানন্দের প্রয়াসে প্রতিষ্ঠানের মর্যাদা পরিবর্তিত হয়ে এটি কলেজ থেকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের স্তরে উন্নীত হয়। ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় রাখা হয়।[৩]
অনুষদ
[সম্পাদনা]বেদ-বেদাঙ্গ অনুষদ
[সম্পাদনা]এই অনুষদের অন্তর্গত চারটি বিভাগ হল:
- বেদ বিভাগ
- ব্যাকরণ বিভাগ
- জ্যোতিষ বিভাগ
- ধর্মশাস্ত্র বিভাগ
সাহিত্য সংস্কৃতি অনুষদ
[সম্পাদনা]এই অনুষদের অন্তর্গত তিনটি বিভাগ হল:
দর্শন অনুষদ
[সম্পাদনা]- বেদান্ত বিভাগ
- সাংখ্যযোগতন্ত্রম্ (সাংখ্য, যোগ ও তন্ত্র) বিভাগ
- তুলনামূলক ধর্ম ও দর্শন বিভাগ
- ন্যায় বিভাগ
- মীমাংসা বিভাগ
শ্রমণবিদ্যা অনুষদ
[সম্পাদনা]আধুনিক জ্ঞানবিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- আধুনিক ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগ
অনুমোদন
[সম্পাদনা]১,২০০-রও বেশি সংস্কৃত-মাধ্যম বিদ্যালয় ও কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত। ভারতে এটিই একমাত্র বিশ্ববিদ্যালয় যা এতগুলি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়-অনুমোদিত কলেজের পরিসংখ্যান নিম্নরূপ:
ক্রম | রাজ্য | অনুমোদিত কলেজের সংখ্যা |
---|---|---|
১ | উত্তরপ্রদেশ | ৯৬৩ |
২ | রাজস্থান | ৭ |
৩ | মহারাষ্ট্র | ৭ |
৪ | গুজরাত | ২১ |
৫ | দিল্লি | ১৩ |
৬ | কাশ্মীর | ২ |
৭ | হিমাচল প্রদেশ | ৩ |
৮ | সিক্কিম | ৪ |
বিতর্ক
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানায়, দিল্লির জগৎপুরী এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের পুরনো "বারাণসেয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়" নামে একটি জাল বিশ্ববিদ্যালয় রয়েছে।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ History of Sampurnanand Sanskrit University ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০১২ তারিখে
- ↑ Baldev Upadhyaya, Kashi ki Panditya Parampara, Vishwavidyalaya Prakashan, Varanasi, 1983.
- ↑ University Circular, Vol. 3 No. 1, Sampurnanand Sanskrit University.
- ↑ "University Grants commission ::Fake Universities"।