পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫৭
![]() | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
পশ্চিমবঙ্গ বিধানসভার সব (১৯৫টি) আসনে | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫৭ হল ওই বছর আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন।
রাজ্য পুনর্গঠন[সম্পাদনা]
রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ১৯৫৬ সালের ১ নভেম্বর বিহারের উত্তরে পূর্ণিয়া জেলার মহানন্দা নদীর পূর্বদিকের কিয়দংশ এবং দক্ষিণে মানভূম জেলার পুরুলিয়া মহকুমা (চার থানা বাদে) পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়।[১] এই কারণে পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৯৫৭ সালের নির্বাচনে ১৯৭ (২৩৮টি আসন) থেকে বেড়ে হয় ১৯৫ (২৫২টি আসন)।
জোট[সম্পাদনা]
এই নির্বাচনে বামপন্থী দলগুলির দু’টি জোট গঠিত হয়: সংযুক্ত বাম নির্বাচন কমিটি (ভারতের কমিউনিস্ট পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি, সারা ভারত ফরওয়ার্ড ব্লক, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক ও বিপ্লবী সমাজতন্ত্রী দলের জোট) এবং সংযুক্ত বামফ্রন্ট (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া, ভারতের বলশেভিক পার্টি, রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক ভ্যানগার্ডের জোট)। তৃতীয় জোটটির নাম ছিল ইউনাইটেড ডেমোক্রেটিক পিপল’স ফ্রন্ট। ভারতীয় জন সংঘ, অখিল ভারতীয় হিন্দু মহাসভা ও ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি একযোগে এই জোটটি গঠন করেছিল।[২]
ফলাফল[সম্পাদনা]
জোট অনুযায়ী ফলাফল[সম্পাদনা]
ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয় লাভ করে। ভারতের কমিউনিস্ট পার্টি বৃহত্তম বিরোধী দলের মর্যাদা লাভ করে। জোট অনুযায়ী এই নির্বাচনের ফলাফল নিম্নরূপ:[৩]
সংযুক্ত বাম নির্বাচন কমিটি (ইউএলএফসি) | আসন | সংযুক্ত বামফ্রন্ট (ইউএলএফ) | আসন | ভারতীয় জাতীয় কংগ্রেস+ | আসন | ইউনাইটেড ডেমোক্রেটিক পিপল’স ফ্রন্ট (ইউডিপিএফ) | আসন | অন্যান্য | আসন |
---|---|---|---|---|---|---|---|---|---|
ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) | ৪৬ | সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (এসইউসিআই) | ০ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ১৫২ | ভারতীয় জন সংঘ | ০ | নির্দল | ২৫ |
প্রজা সোশ্যালিস্ট পার্টি | ২১ | ভারতের বলশেভিক পার্টি | ০ | অখিল ভারতীয় হিন্দু মহাসভা | ০ | ||||
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ৮ | রিপাবলিকান পার্টি | ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (আরসিপিআই) | ||||||
মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক | ডেমোক্রেটিক ভ্যানগার্ড | ||||||||
বিপ্লবী সমাজতন্ত্রী দল (আরএসপি) | |||||||||
মোট (১৯৫৭) | ৭৫ | মোট (১৯৫৭) | ০ | মোট (১৯৫৭) | ১৫২ | মোট (১৯৫৭) | ০ | মোট (১৯৫৭) | ২৫ |
মোট (১৯৫২) | ৩৯ | মোট (১৯৫২) | ২ | মোট (১৯৫২) | ১৫০ | মোট (১৯৫২) | ১৩ | মোট (১৯৫২) | ৩৪ |
দল/জোট | প্রাপ্ত আসন | % |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ১৫২ | ৪৬.১৪% |
সংযুক্ত বাম নির্বাচন কমিটি | ৮০ | ৩৩.৬% |
সংযুক্ত বামফ্রন্ট | ২ | ২.৪৫% |
ইউনাইটেড ডেমোক্রেটিক পিপল’স ফ্রন্ট | ০ | ৩.৪৪% |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Reorganisation of States, 1955" (PDF)। The Economic Weekly। অক্টোবর ১৫, ১৯৫৫। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫।
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 216.
- ↑ "List Of Political Parties" (PDF)। ২০০৮-০২-২৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-০২।