ড্যাজবোগ প্যাটারা
ড্যাজবোগ প্যাটারা (ইঙরেজি: Dazhbog Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (আগ্নেয় ক্যালডেরা)। ১৯৭৯ সালে ড্যাজবোগের নামাঙ্কিত এই প্যাটারাটির বৃহত্তম আকার প্রায় ১২০ কিলোমিটার এবঙ এটির স্থানাঙ্ক ৫৫°০৮′ উত্তর ৩০১°৩১′ পশ্চিম / ৫৫.১৩° উত্তর ৩০১.৫২° পশ্চিম।[১] আইয়োর কোনও কোনও চিত্রে অন্যান্য আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির থেকে এই আগ্নেয়গিরিটিকে পৃথক করা কঠিন হয়ে পড়ে। ভয়েজার মহাকাশযান থেকে গৃহীত চিত্রগুলিতে এই ক্যালডেরাটিকে ঘিরে থাকা একটি কালচে বর্ণবলয় এবঙ এটির অন্ধকার লালচে পৃষ্ঠতলের কারণে এই ক্যালডেরাটি বেশ স্পষ্ট। যদিও গ্যালিলিও মহাকাশযান থেকে গৃহীত চিত্রগুলিকে এই আগ্নেয়গিরিটি ঠিক কোথায় তা বলে মুশকিল হয়ে পড়ে। এই কারণেই আগ্নেয়গিরিটিকে নিষ্ক্রিয় বলেও সন্দেহ করা হত। কিন্তু ১৯৯৮ সালের জুলাই মাসে হাবল স্পেস টেলিস্কোপ নিকমোস যন্ত্র ব্যবহার করে ড্যাজবোগে একটি হটস্পট চিহ্নিত করেছে।