সুন্দরবন বিষয়ক বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুন্দরবন বিষয়ক বিভাগ
বিভাগ রূপরেখা
গঠিত১৯৯২ (1992)
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তরময়ূখ ভবন (সর্বোচ্চ তল), বিধাননগর, কলকাতা-৭০০০৯১
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
বিভাগ নির্বাহী
  • কানওয়ালজিৎ সিং চীমা, আইএএস, প্রধান সচিব
  • অরুণ কুমার সাহা, মুখ্য ইঞ্জিনিয়ার
ওয়েবসাইটসরকারি ওয়েবসাইট

সুন্দরবন বিষয়ক বিভাগ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বিভাগ। সুন্দরবন বিষয়ক মন্ত্রী এই বিভাগের দায়িত্বভার বহন করেন।[১] এই বিভাগের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের উত্তরদক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবন অঞ্চলের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিসাধন।

কাজ[সম্পাদনা]

ভারতীয় সংবিধানের ১৬৬(৩) ধারা অনুযায়ী, সুন্দরবন বিষয়ক বিভাগ নিম্নলিখিত সরকারি কাজগুলি সম্পাদিত করে:[২]

  • উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের অধিবাসীদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নতিসাধন।
  • এই উদ্দেশ্যে স্থাপিত সংস্থাগুলিকে অর্থসাহায্য প্রদান, নিয়ন্ত্রণ ও পরিদর্শন।
  • সুন্দরবন উন্নয়ন পর্ষদের সকল কাজ।
  • নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্পের সমন্বয়সাধন:

১) জীবিকা: কৃষি, মৎসচাষ, অরণ্যবিদ্যা;
২) জল সরবরাহ ও শৌচাগার;
৩) প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা ও ধ্বস নিয়ন্ত্রণ;
৪) বিদ্যুৎ;
৫) পরিবহণ;
৬) শিক্ষা;
৭) বিভিন্ন বিষয়ে সচেতনতার প্রসার।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Official Website for Sundarban Affairs"sundarbanaffairswb.in। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০ 
  2. "Department details - Egiye Bangla"wb.gov.in। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০