নেবেথেতেপেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
nb
t
Htp
t p
tH8I12
নেবেথেতেপেত
চিত্রলিপিতে
একটি স্টেলায় ফ্যারাও প্রথম ওসোরকোন কর্তৃক রে-হোরাখতি ও নেহেত-হেতেপেতের উদ্দেশ্যে পূজা উৎসর্গের চিত্র (আনুমানিক খ্রিস্টপূর্ব ৯২৪-৮৮৯ অব্দ)

নেবেথেতেপেত (nb.t-ḥtp.t) ছিলেন একজন প্রাচীন মিশরীয় দেবী। তাঁর নামের অর্থ "পূজা-উৎসর্গের দেবী" বা "সন্তুষ্ট নারী"। হেলিওপোলিসে আমুনের নারী প্রতিরূপ হিসেবে তাঁকে পূজা করা হত। তিনি ছিলেন সৃষ্টির নারীসত্ত্বা আমুনের হাতের মূর্তিরূপ। কিন্তু সেটুকু ছাড়া তাঁর গুরুত্ব বিশেষ ছিল না।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Richard Wilkinson: The Complete Gods and Goddesses of Ancient Egypt. London, Thames and Hudson, 2003. আইএসবিএন ৯৭৮-০-৫০০-০৫১২০-৭, p.156