শাংগো প্যাটারা

স্থানাঙ্ক: ৩২°২১′ উত্তর ১০০°৩১′ পশ্চিম / ৩২.৩৫° উত্তর ১০০.৫২° পশ্চিম / 32.35; -100.52[১]
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯ সালের জুলাই ও অক্টোবর মাসে আইয়োর মুখোমুখি হওয়ার সময় গ্যালিলিও মহাকাশযান থেকে গৃহীত শাংগো প্যাটারার সর্বোচ্চ রেজোলিউশন চিত্র।

শাংগো প্যাটারা (ইংরেজি: Shango Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৯০ কিলোমিটার এবং স্থানাংক ৩২°২১′ উত্তর ১০০°৩১′ পশ্চিম / ৩২.৩৫° উত্তর ১০০.৫২° পশ্চিম / 32.35; -100.52[১]। প্যাটারাটির নামকরণ করা হয়েছে ইয়োরুবা ঝঞ্ঝাদেবতা শাংগোর নামানুসারে। ২০০০ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নামটি অনুমোদন করে।[১] স্কাইথিয়া মনসের উত্তরে অবস্থিত শাংগো প্যাটারার দক্ষিণপশ্চিমে রয়েছে আমিরানি উদ্গীরণ কেন্দ্র এবং দক্ষিণপূর্বে রয়েছে গিশ বার প্যাটারা, গিশ বার মনসএস্তান প্যাটারা[২]

২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে শাংগো প্যাটারার পৃষ্ঠভাগের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল। এই প্যাটারার ভূমিভাগ এবং শাংগোর দক্ষিণপশ্চিমের লাভা প্রবাহটি গ্যালিলিও অভিযানের সমাপ্তি ও ২০০৭ সালের ফেব্রুয়ারিতে নিউ হোরাইজনস ফ্লাইবাইয়ের মধ্যবর্তী সময়ে উল্লেখযোগ্য পরিমাণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. টেমপ্লেট:Gpn
  2. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.
  3. Spencer, J. R.; ও অন্যান্য (২০০৭)। "Io Volcanism Seen by New Horizons: A Major Eruption of the Tvashtar Volcano"। Science318 (5848): 240–43। ডিওআই:10.1126/science.1147621পিএমআইডি 17932290বিবকোড:2007Sci...318..240S