খ্রিষ্টানগণ ভারতের জন্য কি করিতে পারেন?
![]() ১৮৯৩ সালে শিকাগোয় স্বামী বিবেকানন্দ | |
তারিখ | ২০, সেপ্টেম্বর, ১৮৯৩ |
---|---|
অবস্থান | শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র |
ওয়েবসাইট | http://www.parliamentofreligions.org/ |
খ্রিষ্টানগণ ভারতের জন্য কি করিতে পারেন? (মূল ইংরেজিতে: রিলিজিয়ন নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া) হল বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া একটি বক্তৃতা।[১] বক্তৃতাটি ১৮৯৩ সালের ২০ সেপ্টেম্বর দেওয়া হয়। এই বক্তৃতায় বিবেকানন্দ গরিব ভারতীয়দের দারিদ্র দূরীকরণে খ্রিস্টানদের অনীহার কথা প্রকাশ করে তাদের নিন্দা করেন। তিনি বলেন, ভারতবাসীদের ধর্মশিক্ষার প্রয়োজন নেই। কারণ, প্রাচ্যে ধর্মের অভাব নেই। কিন্তু তাদের দুর্ভিক্ষ ও অন্যান্য সময়ে খাদ্যের অভাব ঘটে। সেই অভাব না মেটানোর জন্য তিনি খ্রিস্টান ধর্মপ্রচারকদের সমালোচনা করেন।[২][৩]
প্রেক্ষাপট[সম্পাদনা]
১৮৯৩ সালে বিশ্বধর্ম মহাসভায় (শিকাগো, ১১-২৭ সেপ্টেম্বর) স্বামী বিবেকানন্দ ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। এই অনুষ্ঠানটি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্মগুলির প্রথম সম্মিলিত সভা। ১১ সেপ্টেম্বরের উদ্বোধনী ভাষণটি ছিল সাধারণ ভাষণ। তাতে কোনো ধর্মের স্বপক্ষে বা বিপক্ষে কিছু বলা হয়নি। এরপর ১৫, ১৮ ও ২০ সেপ্টেম্বর বিবেকানন্দ বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন।[৪]
২০ সেপ্টেম্বর, ১৮৯৩[সম্পাদনা]
১৯ সেপ্টেম্বর বিবেকানন্দ তাঁর ভাষণে খ্রিস্টানদের কিছু সমালোচনা করেছিলেন।[৫] পরদিন তিনি একটি তাৎক্ষণিক বক্তৃতা দিতে শুরু করেন। চীনে কর্মরত ধর্মপ্রচারক অধ্যাপক আইজ্যাক টি. হেডল্যান্ড[৬][৭] রিলিজিয়ন ইন পিকিং নামে একটি রচনা পড়ে শুনিয়েছিলেন। এই রচনার প্রত্যুত্তরে বিবেকানন্দ বলেন যে, চীনের দারিদ্র একটি প্রধান সমস্যা। তাই সেখানে স্থানীয় বাসিন্দাদের ধর্মান্তরিত করার বদলে সেখানে দারিদ্র দূরীকরণে মনোযোগ দেওয়াই ধর্মপ্রচারকদের প্রধান কর্তব্য।[৮] এই ভাষণেই বিবেকানন্দ বলেছিলেন, "ধর্ম ভারতের প্রধান প্রয়োজন নয়।" বিবেকানন্দ খ্রিস্টধর্মকে প্রত্যক্ষভাবে আক্রমণ করেননি। শুধু ভারতে ধর্মপ্রচারকদের কার্যপ্রণালীকে করেছিলেন।[৫] ভাষণটি ছিল মহাসভায় তাঁর চতুর্থ ভাষণ।[৯] এই দিন বিবেকানন্দের ভাষণ দেওয়ার কথা ছিল না। হেডল্যান্ডের ভাষণের পর মহাসভার অধ্যক্ষ ড. মমেরি বলেন যে, পরবর্তী বক্তা অনুপস্থিত। উপস্থিত শ্রোতারা বিবেকানন্দে উপস্থিত দেখে তাঁকেই ভাষণ দিতে অনুরোধ করেন। বিবেকানন্দ রাজি হন এবং ভাষণ দেন।[১০]
তাঁর বক্তব্যের প্রধান উপজীব্য ছিল এই যে খ্রিস্টানরা ভারতীয়দের দারিদ্রের প্রতি উদাসীন। তিনি বলেন, ধর্মপ্রচারকদের ভাষণ বা আরো গির্জাঘরে ভারতের কোনো প্রয়োজন নেই। কারণ প্রাচ্যে অনেক ধর্মমত প্রচলিত। ভারতে হাজার হাজার মানুষ অনাহারে মারা যায়, কিন্তু ধর্মপ্রচারকরা তাদের প্রতি উদাসীন। বিবেকানন্দ বলেন ক্ষুধার্ত মানুষদের ধর্মপ্রচারকরা "হিদেন" বলেন। তাদের খাদ্যের প্রয়োজন যা খ্রিস্টানরা তাদের দেয় না।[৫][১০]
ক্ষুধার্ত ভারতীয়দের সাহায্য না করার জন্য বিবেকানন্দ খ্রিস্টানদের সমালোচনা করেন। তিনি বলেন, খাদ্যই ভারতবাসীর সবার আগে প্রয়োজন, ধর্ম নয়।[২][৩]
গুরুত্ব[সম্পাদনা]
এই বক্তৃতাটিকে স্বামী বিবেকানন্দের একটি উল্লেখযোগ্য বক্তৃতা মনে করা হয়।[৯] ২১ সেপ্টেম্বর শিকাগো ইন্টার ওশেন-এ এই বক্তৃতার উপর একটি নিবন্ধ প্রকাশিত হয়।[১০] দ্য কর্ম অফ ব্রাউন ফোক বইয়ের লেখক বিজয় প্রসাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা ধর্মকেই ভারতীয় উপমহাদেশে একমাত্র রপ্তানিযোগ্য সামগ্রী মনে করেন দেখে ক্ষুব্ধ হয়ে বিবেকানন্দ এই ভাষণ দিয়েছিলেন।[১১]
তথ্যসূত্র[সম্পাদনা]
পাদটীকা[সম্পাদনা]
- ↑ Sharma 1987, পৃ. 15
- ↑ ক খ Chattopadhyaya 1999, পৃ. 144
- ↑ ক খ Engebretson 2010, পৃ. 679
- ↑ Ghosh 2003, পৃ. 81।
- ↑ ক খ গ Chattopadhyaya 1999, পৃ. 344।
- ↑ "Isaac Taylor Headland (1859 - 1942)" (pdf)। Columbia University Archives। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "The Worlds Parliament Of Religions Vol II""। Religion in Peking. by Prof. Isaac T. Headland। Archive organization। পৃষ্ঠা 1019–1023। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Religion not the crying need of India"। Chicago Inter Ocean। ২১ সেপ্টেম্বর ১৮৯৩। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ RKMIC 2002, পৃ. 463
- ↑ ক খ গ "Religion not the crying need of India"। Chicago Inter Ocean। ২১ সেপ্টেম্বর ১৮৯৩। ১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Prashad 2000, পৃ. 41
গ্রন্থপঞ্জি[সম্পাদনা]
- Sharma, Gurumayum Ranjit (১৯৮৭)। The Idealistic Philosophy of Swami Vivekananda। Atlantic Publishers & Distri। GGKEY:PSWXE5NTFF4। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- RKMIC, Kolkata (২০০২)। Bulletin of the Ramakrishna Mission Institute of Culture। The Institute। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- Chattopadhyaya, Rajagopal (১৯৯৯)। Swami Vivekananda in India: A Corrective Biography। Motilal Banarsidass Publ.। আইএসবিএন 978-81-208-1586-5। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- Ghosh, Gautam (২০০৩)। The Prophet of Modern India: A Biography of Swami Vivekananda। Rupa & Company। আইএসবিএন 978-81-291-0149-5।
- Engebretson, Kath (২০১০)। International Handbook of Inter-religious Education। Springer। আইএসবিএন 978-1-4020-9260-2। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- Prashad, Vijay (২০০০)। The Karma of Brown Folk। U of Minnesota Press। আইএসবিএন 978-0-8166-3439-2। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৩।