পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫২
| ||||||||||||||||||||||||||||
পশ্চিমবঙ্গ বিধানসভার তৎকালীন সকল ১৮৭টি কেন্দ্রের ২৩৮টি আসনে | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উক্ত বছরে ভারতের আয়োজিত রাজ্য বিধানসভা নির্বাচনগুলির মধ্যে অন্যতম। এটি পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন।
জোট
[সম্পাদনা]এই নির্বাচনে বামপন্থী রাজনীতিতে দু'টি জোটের উত্থান ঘটেছিল। এগুলি হল: ইউনাইটেড সোশ্যালিস্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (ভারতের কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি,[১] ও ফরওয়ার্ড ব্লক (মার্ক্সবাদী গোষ্ঠী)-এর জোট) এবং পিপল'স ইউনাইটেড সোশ্যালিস্ট ফ্রন্ট (সোশ্যালিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক (রুইকার) ও ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টির জোট)।[২]
ফলাফল
[সম্পাদনা]জোটভিত্তিক ফলাফল
[সম্পাদনা]ভারতীয় জাতীয় কংগ্রেস বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে। কমিউনিস্টরা বৃহত্তম বিরোধী দলের মর্যাদা পায়।
ইউএসওআই | আসন | পিইউএসএফ | আসন | কংগ্রেস+ | আসন | অন্যান্য | আসন | অন্যান্য | আসন |
---|---|---|---|---|---|---|---|---|---|
সিপিআই | ২৮ | এসপিআই | ০ | কংগ্রেস | ১৫০ | জনসংঘ | ৯ | নির্দল | ১৯ |
এসআরপি | ০ | ফব(আর) | ১ | হিন্দু মহাসভা | ৪ | কেএমপিপি | ১৫ | ||
ফব | ১১ | আরসিপিআই | ০ | রামরাজ্য | ০ | ||||
সর্বমোট (১৯৫২) | ৩৯ | সর্বমোট (১৯৫২) | ২ | সর্বমোট (১৯৫২) | ১৫০ | সর্বমোট (১৯৫২) | ১৩ | সর্বমোট (১৯৫২) | ৩৪ |
দলভিত্তিক ফলাফল
[সম্পাদনা]১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দলভিত্তিক ফলাফল:[৩]
দল | প্রার্থীর সংখ্যা | নির্বাচিত প্রার্থীর সংখ্যা | প্রাপ্ত ভোটের সংখ্যা | % |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২৩৬ | ১৫০ | ২৮৮৯৯৯৪ | ৩৮.৮২% |
ভারতের কমিউনিস্ট পার্টি | ৮৬ | ২৮ | ৮০০৯৫১ | ১০.৭৬% |
কিসান মজদুর প্রজা পার্টি | ১২৯ | ১৫ | ৬৬৭৪৪৬ | ৮.৯৭% |
ভারতীয় জনসংঘ | ৮৫ | ৯ | ৪১৫৪৫৮ | ৫.৫৮% |
ফরওয়ার্ড ব্লক (মার্ক্সবাদী গোষ্ঠী) | ৪৮ | ১১ | ৩৯৩৫৯১ | ৫.২৯% |
সোশ্যালিস্ট পার্টি | ৬৩ | ০ | ২১৫৩৮২ | ২.৮৯% |
অখিল ভারতীয় হিন্দু মহাসভা | ৩৩ | ৪ | ১৭৬৭৬২ | ২.৩৭% |
ফরওয়ার্ড ব্লক (রুইকার) | ৩২ | ২ | ১০৭৯০৫ | ১.৪৫% |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ১৬ | ০ | ৬৩১৭৩ | ০.৮৫% |
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি | ১০ | ০ | ৩২৮৯৫ | ০.৪৪% |
ভারতের বলশেভিক পার্টি | ৮ | ০ | ২০১১৭ | ০.২৭% |
অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ | ১৪ | ০ | ৭১০০ | ০.১০% |
নির্দল | ৬১৪ | ১৯ | ১৬৫৩১৬৫ | ২২.২১% |
সর্বমোট: | ১৩৭৪ | ২৩৮ | ৭৪৪৩৯০৩ |
রাজ্য পুনর্গঠন
[সম্পাদনা]১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বিহারের পূর্ণিয়া জেলার মহানন্দা নদীর পূর্বাংশ এবং দক্ষিণের মানভূম জেলার পুরুলিয়া মহকুমা (চার থানা বাদে) পশ্চিমবঙ্গে হস্তান্তরিত হয়।[৪] এর ফলে ১৯৫৭ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৮৭ (২৩৮টি আসন) থেকে বৃদ্ধি পেয়ে ১৯৫ (২৫২টি আসন) হয়।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Contested as independents. Rao (2003) estimates that they had 19 candidates, out of whom 4 were elected.
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 213.
- ↑ "List Of Political Parties" (পিডিএফ)। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১১।
- ↑ "Reorganisation of States, 1955" (পিডিএফ)। The Economic Weekly। অক্টোবর ১৫, ১৯৫৫। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫।