ওয়াজেদ আলীর মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একটি সিরিজের অংশ
মসজিদ

স্থাপত্য
স্থাপত্য শৈলী
মসজিদের তালিকা
অন্যান্য
মসজিদের নির্মাতা ওয়াজেদ আলী শাহ

ওয়াজেদ আলীর মসজিদ (পোষাকি নাম শাহী ইমাম মসজিদ) হল কলকাতার মেটিয়াবুরুজ অঞ্চলে অবস্থিত একটি মসজিদ। অবধের নবাব ওয়াজিদ আলি শাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক রাজ্যচ্যূত ও কলকাতায় নির্বাসিত হয়ে গার্ডেনরিচ-মেটিয়াবুরুজ অঞ্চলে তাঁর বাসগৃহ নির্মাণের সময় সার্কুলার গার্ডেনরিচ রোডে এই মসজিদটি নির্মাণ করেন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত এই মসজিদের স্থাপত্যে ইঙ্গ-ভারতীয় প্রভাব স্পষ্ট।

তথ্যসূত্র[সম্পাদনা]

  • কলকাতার মন্দির-মসজিদ : স্থাপত্য-অলংকরণ-রূপান্তর, তারাপদ সাঁতরা, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ২০০২