আমার বডিগার্ড
| আমার বডিগার্ড | |
|---|---|
| পরিচালক | হরনাথ চক্রবর্তী |
| প্রযোজক | অশোক হোরা এস. কুমার পিঙ্কি সাচী আর্টস |
| রচয়িতা | গৌতম চক্রবর্তী |
| শ্রেষ্ঠাংশে | ঋদ্ধিমা ঘোষ প্রতীক তাপস পাল কাঞ্চন মল্লিক |
| সুরকার | সমীর সোমু |
| চিত্রগ্রাহক | ভি. প্রভাকর |
| সম্পাদক | স্বপন গুহ |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ২ ঘণ্টা ৩০ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
আমার বডিগার্ড হল ২০১৩ সালে ভারতে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। যোশী ফিল্মসের ব্যানারে প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেন হরনাথ চক্রবর্তী। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন প্রতীক ও ঋদ্ধিমা। ২০০৯ সালে ছবিটি নির্মাণের কাজ শেষ হয়ে গেলেও এটি মুক্তি পায় ২০১৩ সালের ২৯ মার্চ। প্রথম দিকে মনে করা হয়েছিল, এই ছবিটিই হবে প্রতীক ও ঋদ্ধিমা অভিনীত প্রথম ছবি। কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পাওয়ায় তার মধ্যেই দু’জনে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।[১]
কাহিনী-সারাংশ
[সম্পাদনা]মানবদরদী যুব অনল (প্রতীক) সবার উপকার করতে ও সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভালোবাসে। একদিন তার সঙ্গে দেখা হয় আঁখির (ঋদ্ধিমা ঘোষ)। আঁখি একটি বখে যাওয়া মেয়ে। সে সবসময় টাকাপয়সা নিয়েই মাথা ঘামায়। কিন্তু প্রথম দিন থেকেই দু’জনের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। সব জায়গায় দু’জনে একসঙ্গে যাতায়াত শুরু করে। অনল আঁখির প্রেমে পড়ে যায়। কিন্তু আঁখিকে প্রেম নিবেদন করলে আঁখি জানায়, সে অনলকে ভালোবাসে না। আসলে অনলের সঙ্গে সে ছলনা করেছে। অনলকে সে নিজের নিরাপত্তার জন্য নিজের দেহরক্ষী হিসেবেই ব্যবহার করেছে। যদিও অনলের ভালোবাসা তারপর আঁখির মনে পরিবর্তন আনতে সক্ষম হয়। এদিকে আঁখির প্রেমিক জয়ন্ত (কাঞ্চন মল্লিক) গুন্ডা পাঠিয়ে অনলকে খুন করার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে সে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেয় অনলকে। গ্রেফতার হয় অনল। কিন্তু আস্তে আস্তে মামলার গতিমুখ অন্য দিকে ঘুরে যায়। জানা যায়, জয়ন্তই আসল অপরাধী। ছবির শেষে দেখা যায়, গ্রেফতার হয় জয়ন্ত এবং আঁখি ফিরে আসে অনলের কাছে। অনলের সাহায্যে সে নিজের ভুলত্রুটিগুলিও সংশোধন করে নেয়।[২]
কলাকুশলী
[সম্পাদনা]- প্রতীক সেন - অনল
- তাপস পাল – পুলিশ অফিসার
- কাঞ্চন মল্লিক – জয়ন্ত[৩]
- ঋদ্ধিমা ঘোষ - আঁখি
- সুমিত গঙ্গোপাধ্যায় – সাব-ইন্সপেক্টর
- গৌতম চক্রবর্তী - কোরিওগ্রাফার
- অঞ্জন মাহাতো – পুলিশ কনস্টেবল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Amar Bodyguard Music Launch"। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৩।
- ↑ "Amar Bodyguard story"। ২০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৩।
- ↑ "Amar Bodyguard cast"। ১৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আমার বডিগার্ড (ইংরেজি)