সিলপিয়াম মনস

সিলপিয়াম মনস (ইংরেজি: Silpium Mons) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি পর্বত। এটি উচ্চতায় ৫.৬ কিলোমিটার, দৈর্ঘ্যে ১১৩ কিলোমিটার ও প্রস্থে ৭৯.৭ কিলোমিটার। পর্বতটির আয়তন ৭০৭৩ বর্গ কিলোমিটার। এটি ঋজু দীর্ঘা রেখাঙ্কিত একটি শৈলশিরা, অর্থাৎ এটির উত্তোলিত গঠনভঙ্গিমাটির মধ্যে এক বা একাধিক স্বষ্ট রৈখিক বা কুব্জ উত্থিতাংশ চোখে পড়ে।[১] পর্বতটির নামকরণ করা হয়েছে গ্রিসের একটি স্থানের নামানুসারে, যেখানে পৌরাণিক আইয়ো শোকে দেহত্যাগ করেছিলেন। ১৯৭৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক নামটি গৃহীত হয়। পর্বতটির স্থানাঙ্ক ৫২°৪৩′ দক্ষিণ ২৭২°২০′ পশ্চিম / ৫২.৭১° দক্ষিণ ২৭২.৩৪° পশ্চিম।[২] এটি স্বারোগ প্যাটারার দক্ষিণে, মিথ্রা প্যাটারার উত্তরে এবং ভিরাকোচা প্যাটারার উত্তরপূর্বে অবস্থিত।[৩] স্বারোগ ও বিরাকোচা প্যাটারা দু’টির প্রতি এটির নৈকট্য আইয়োতে পর্বত ও ক্যালডেরাগুলির মধ্যে একটি গঠনগত সম্পর্কের প্রমাণের ইঙ্গিতবাহী।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Io Mountain Database"। planetologia.elte.hu। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০০৭।
- ↑ "USGS Astro: Planetary Nomenclature: Feature Data Search Results"। USGS Gazetteer of Planetary Nomenclature Feature Information। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০০৭।
- ↑ NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.
- ↑ Harland, David M. (2000). Jupiter Odyssey: The Story of NASA's Galileo Mission. Springer. আইএসবিএন ১-৮৫২৩৩-৩০১-৪. p. 353