বিষয়বস্তুতে চলুন

ইউপরাই (প্রাকৃতিক উপগ্রহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউপরাই
আবিষ্কার
আবিষ্কারকস্কট এস. শেপার্ড
আবিষ্কারের তারিখ২০০১
কক্ষপথের বৈশিষ্ট্য
কক্ষপথের গড়
ব্যাসার্ধ
১৯ মিলিয়ন কিলোমিটার
কক্ষীয় পর্যায়কাল৫৩৮.৭৮০ দিন
যার উপগ্রহবৃহস্পতি
ভৌত বৈশিষ্ট্যসমূহ
গড় ব্যাসার্ধ~১ কিলোমিটার
ইউপরাই।

ইউপরাই (ইংরেজি: Euporie, /jˈpɒrə./ yoo-PORR-ə-ee or /jˈpɔːri/ yoo-POR-ee; Greek: Ευπορία) হল বৃহস্পতির একটি প্রাকৃতিক উপগ্রহ। এটি বৃহস্পতি চৌত্রিশ (ইংরেজি: Jupiter XXXIV) নামেও পরিচিত। ২০০১ সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের স্কট এস. শেপার্ডের নেতৃত্বাধীন জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই উপগ্রহটি আবিষ্কার করেন। সেই সময় এটির সাময়িক নামকরণ করা হয়েছিল এস/২০০১ জে ১০ (ইংরেজি: S/2001 J 10)।[][]

২০০৩ সালের অগস্ট মাসে প্রাচুর্যের গ্রিক দেবী তথা গ্রিক পুরাণে উল্লিখিত অন্যতম হরাই (সেই সূত্রে জিউসের কন্যা) ইউপরাইয়ের নামানুসারে এই উপগ্রহটির নামকরণ করা হয়।[] এটি অ্যানানকি গোষ্ঠীর সদস্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Daniel W. E. Green (মে ১৬, ২০০২)। "IAUC 7900: Satellites of Jupiter"International Astronomical Union 
  2. Brian G. Marsden (মে ১৫, ২০০২)। "MPEC 2002-J54: Eleven New Satellites of Jupiter"। International Astronomical Union Minor Planet Center। 
  3. Daniel W. E. Green (আগস্ট ৮, ২০০২)। "IAUC 8177: Satellites of Jupiter, Saturn, Uranus"। International Astronomical Union। মার্চ ২৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।