ইউপরাই (প্রাকৃতিক উপগ্রহ)
অবয়ব
আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | স্কট এস. শেপার্ড |
আবিষ্কারের তারিখ | ২০০১ |
কক্ষপথের বৈশিষ্ট্য | |
কক্ষপথের গড় ব্যাসার্ধ | ১৯ মিলিয়ন কিলোমিটার |
কক্ষীয় পর্যায়কাল | ৫৩৮.৭৮০ দিন |
যার উপগ্রহ | বৃহস্পতি |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
গড় ব্যাসার্ধ | ~১ কিলোমিটার |
ইউপরাই (ইংরেজি: Euporie, /juːˈpɒrə.iː/ yoo-PORR-ə-ee or /juːˈpɔːri/ yoo-POR-ee; Greek: Ευπορία) হল বৃহস্পতির একটি প্রাকৃতিক উপগ্রহ। এটি বৃহস্পতি চৌত্রিশ (ইংরেজি: Jupiter XXXIV) নামেও পরিচিত। ২০০১ সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের স্কট এস. শেপার্ডের নেতৃত্বাধীন জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই উপগ্রহটি আবিষ্কার করেন। সেই সময় এটির সাময়িক নামকরণ করা হয়েছিল এস/২০০১ জে ১০ (ইংরেজি: S/2001 J 10)।[১][২]
২০০৩ সালের অগস্ট মাসে প্রাচুর্যের গ্রিক দেবী তথা গ্রিক পুরাণে উল্লিখিত অন্যতম হরাই (সেই সূত্রে জিউসের কন্যা) ইউপরাইয়ের নামানুসারে এই উপগ্রহটির নামকরণ করা হয়।[৩] এটি অ্যানানকি গোষ্ঠীর সদস্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Daniel W. E. Green (মে ১৬, ২০০২)। "IAUC 7900: Satellites of Jupiter"। International Astronomical Union।
- ↑ Brian G. Marsden (মে ১৫, ২০০২)। "MPEC 2002-J54: Eleven New Satellites of Jupiter"। International Astronomical Union Minor Planet Center।
- ↑ Daniel W. E. Green (আগস্ট ৮, ২০০২)। "IAUC 8177: Satellites of Jupiter, Saturn, Uranus"। International Astronomical Union। মার্চ ২৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।