নাটকীয় রামেসিয়াম প্যাপিরাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাটকীয় রামেসিয়াম প্যাপিরাস

নাটকীয় রামেসিয়াম প্যাপিরাস (বা সহজভাবে রামেসিয়াম প্যাপিরাস) হল সবচেয়ে পুরনো জ্ঞাত ও প্রাপ্ত অলংকৃত প্যাপিরাস মোড়ক। এই প্যাপিরাসে বিংশ রাজবংশের প্রথম সেসুসরেতের রাজ্যাভিষেক উদ্যাপন বা সেদ উৎসব উপলক্ষ্যে মঞ্চস্থ একটি আনুষ্ঠানিক নাটক লিপিবদ্ধ রয়েছে।[১] এটি রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব ১৯৮০ অব্দের কাছাকাছি কোনও এক সময়ে। প্যাপিরাসটি আবিষ্কৃত হয়েছিল রামেসিয়াম থেকে, সেই কারণেই এটি “রামেসিয়াম প্যাপিরাস” নামে পরিচিত। মোড়কের লেখাগুলি সংকীর্ণ উল্লম্ভ স্তম্ভে রৈখিক চিত্রলিপিতে লিখিত। লেখ্যপড়ের উপরিভাগে চার-পঞ্চমাংশ জুড়ে রয়েছে লেখা এবং নিচের অংশে রয়েছে অলংকরণ। দৃশ্যগুলি সজ্জিত হয়েছে আধুনিক কমিক স্ট্রিপের অনুরূপ একটি শৈলীতে, যেখানে বেশ কয়েকটি দৃশ্যে ফ্যারাওকে হোরাসের ভূমিকায় দেখা যায়। প্রতিটি দৃশ্য উল্লম্ব রেখা দ্বারা পরস্পর থেকে পৃথকীকৃত হয়েছে। বর্তমানে প্যাপিরাসটি ব্রিটিশ মিউজিয়ামে সংসক্ষিত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gillam, Robin (2005). Performance and Drama in Ancient Egypt. Duckworth. pp. 50–51
  2. "Papyrus Ramesseum B (the Dramatic Papyrus)"British Museum (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৮