বোধিরুচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোধিরুচি (চীনা: 菩提流支; ফিনিন: pú tí liú zhī; খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী) ছিলেন উত্তর ভারতের এক বৌদ্ধ ভিক্ষু। তিনি চীনের লুয়োয়াং অঞ্চলে ধর্মপ্রচার করেছিলেন। তাঁর অনূদিত ৩৯টি গ্রন্থের অন্যতম ছিল ভাষ্য সহ দশভূমিকা সূত্র (চীনা: 十地経論) ও ভাষ্য সহ অমিতাভ সূত্র। বোধিরুচিকে দশভূমিকা (চীনা: 地論宗; ফিনিন: Dìlùn zōng) সম্প্রদায়ের কুলপতি গণ্য করা হয়। এই সম্প্রদায়ের প্রধান অধীত গ্রন্থটি ছিল দশভূমিকা সূত্র[১] তবে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে মহারত্নকূট সূত্রের অনুবাদক বোধিরুচি ইনি নন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "OVERVIEW Bodhiruci"Oxford Reference। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০