বালি পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালি পৌরসভা
ধরন
ধরন
ইতিহাস
শুরু১৮৮৩; ১৪১ বছর আগে (1883); ২০২১-এ পুনঃপ্রতিষ্ঠিত
বিলুপ্তি২০১৫; ৯ বছর আগে (2015)
পরে পুনঃপ্রতিষ্ঠিত
পূর্বসূরীহাওড়া পৌরসভা
উত্তরসূরীহাওড়া পৌরনিগম (২০২১ সাল পর্যন্ত)
সভাস্থল
ওয়েবসাইট
www.myhmc.in

বালি পৌরসভা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বালি শহরের স্থানীয় পৌর-স্বায়ত্ত্বশাসন সংস্থা। ১৮৮৩ সালে হাওড়া পৌরসভা থেকে বিচ্ছিন্ন করে বালি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। সেই সময় বালি হাওড়া জেলার একটি পৌর শহরে পরিণত হয়। হাওড়া শহরের উত্তর শহরতলি অঞ্চলে অবস্থিত বালি ৩৫টি ওয়ার্ডে বিভক্ত ছিল এবং প্রতি পাঁচ বছর অন্তর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হত। ২০১৫ সালে বালি পুরসভা পুনরায় হাওড়া পৌরনিগমের অন্তর্ভুক্ত হয়েছিল এবং ২০২১ সালে এটি পুনরায় আলাদা হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৮৮৩ সালের ১ এপ্রিল হাওড়া পৌরসভার উত্তর দিকের ৩৫টি ওয়ার্ড নিয়ে বালি পৌরসভা গঠিত হয়। এই পৌরসভার অন্তর্গত এলাকার আয়তন ছিল ১১.৮১ বর্গকিলোমিটার (৪.৫৬ মা)। বালি, বেলুড়, লিলুয়া ও পার্শ্ববর্তী এলাকাগুলি এই পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছিল।[২]

জনপরিসংখ্যান[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুযায়ী, বালি পৌরসভার মোট জনসংখ্যা ছিল ২৯৩,৩৭৩।[৩]

অবলুপ্তি[সম্পাদনা]

২০১৫ সালের ১০ জুলাই বালি পৌরসভা অবলুপ্ত এবং হাওড়া পৌরনিগমের সঙ্গে সংযোজিত হয়েছিল।[৪][৫][৬] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া শহরটিকে যে মেগাসিটিতে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এই সংযুক্তি ছিল তারই অঙ্গ।[৭] পূর্বতন বালি পৌরসভার ৩৫টি ওয়ার্ডের পুনর্বিন্যাস ঘটিয়ে ১৬টি ওয়ার্ডে পরিণত করা হয়েছিল এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর উপনির্বাচনের মাধ্যমে নবগঠিত ওয়ার্ডের পৌরপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়েছিল।[৬]

পুনঃপ্রতিষ্ঠা[সম্পাদনা]

২০২১ সালে বালি পৌরসভা পুনরায় প্রতিষ্ঠিত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bally Municipality: হাওড়া পুরসভা থেকে আলাদা হয়ে গেল বালি"এবিপি আনন্দ। ২০২১-১১-১২। সংগ্রহের তারিখ ২০২১-১১-১২ 
  2. "Archived copy"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৫ 
  3. "Bally 2011 census" 
  4. Basu, Anasuya (২ অক্টোবর ২০১৫)। "Bally battles merger blues"The Telegraph। India। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮ 
  5. Merge Bally, Howrah civic bodies: Mamata Banerjee timesofindia.com | 19 May 2015
  6. "HMC" 
  7. "Mega merger"The Telegraph 

টেমপ্লেট:হাওড়া জেলার শহর ও অন্যান্য অঞ্চল