বিষয়বস্তুতে চলুন

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯৭২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা
পরিচালকচার্লটন হেস্টন
প্রযোজকপিটার স্নেল
রচয়িতাফেডেরিকো ডে উরুশিয়া
চার্লটন হেস্টন
উইলিয়াম শেকসপিয়র
শ্রেষ্ঠাংশেচার্লটন হেস্টন
হিল্ডগার্ডে নেইল
এরিক পোর্টার
জন ক্যাসেল
ফারনান্ডো রে
জুয়ান লুই গ্যালিয়ার্ডো
কারমেন সেভিলা
সুরকারজন স্কট
চিত্রগ্রাহকরাফায়েল প্যাচিকো
সম্পাদকএরিক বয়েড-পারকিনস
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকর‍্যাঙ্ক অর্গ্যানাইজেশন (যুক্তরাজ্য)
মুক্তি২ মার্চ, ১৯৭২ (যুক্তরাজ্য)
স্থিতিকাল১৬০ মিনিট
দেশযুক্তরাজ্য
স্পেন
সুইজারল্যান্ড
ভাষাইংরেজি
নির্মাণব্যয়১.৮ মিলিয়ন মার্কিন ডলার[]

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (ইংরেজি: Antony and Cleopatra) উইলিয়াম শেকসপিয়র রচিত একই নামের একটি নাটক অবলম্বনে নির্মিত এবং ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র। চার্লটন হেস্টনের পরিচালনায় এই ছবিটি নির্মাণ করে র‍্যাঙ্ক অর্গানাইজেশন। ছবির নামভূমিকায় অভিনয় করেন যথাক্রমে হেস্টন ও হিল্ডগার্ডে নেইল এবং অন্যান্য ভূমিকায় রূপদান করেন এরিক পোর্টার, জন ক্যাসেল, ফারনান্ডো রে, জুয়ান লুই গ্যালিয়ার্ডো, কারমেন সেভিলা, ফ্রেডি জোনস, পিটার আর্নি, ডগলাস উইলমার, জুলিয়ান গ্রোভাররজার ডেলগাডো। ছবিটি প্রযোজনা করেন পিটার স্নেল এবং চিত্রনাট্য রচনা করেন পরিচালক ও ফেডেরিকো ডে উরুশিয়া।[]

কলাকুশলী

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

২১টি দেশের পরিবেশকেরা ১.৮ মিলিয়ন মার্কিন ডলারের বাজেটের (যা প্রকৃতপক্ষে ছিল ২.৭ মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু হেস্টন ও স্নেল তাঁদের পারিশ্রমিক কিস্তিতে গ্রহণ করেছিলেন) ৬৫% তুলে নেন। একটি ব্যাঙ্কের মাধ্যমে বাকি ৩৫% তোলা হয়েছিল। হেস্টন অরসন ওয়েলসকে পরিচালনার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে হেস্টন নিজে পরিচালনা করার সিদ্ধান্ত নেন।[]

ছবির শ্যুটিং হয়েছিল স্পেনে। হেস্টন ১৯৫৯ সালে মুক্তি পাওয়া তাঁর অপর ছবি বেন-হার-এর সমুদ্রযুদ্ধ-সংক্রান্ত অব্যবহৃত ফুটেজগুলি এই ছবিতে পুনরায় ব্যবহার করেন।[]

ইতিপূর্বে চার্লটন হেস্টন দু’টি শেকসপিয়রীয় ছবিতে মার্ক অ্যান্টনির চরিত্রে অভিনয় করেছিলেন। দু’টি ছবিই জুলিয়াস সিজার নাটক অবলম্বনে নির্মিত হয়। প্রথমটি মুক্তি পায় ১৯৫০ সালে এবং দ্বিতীয়টি মুক্তিলাভ করে ১৯৭০ সালে (এটিও প্রযোজনা করেন পিটার স্নেল)।

হোম ভিডিও

[সম্পাদনা]

২০১১ সালের মার্চ মাসে ছবিটি ডিভিডি আকারে মুক্তি পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Heston plays hero for Bard Mills, Bart. Chicago Tribune (1963-Current file) [Chicago, Ill] 26 Mar 1972: j16.
  2. "Antony and Cleopatra : Overview"। msn। ২১ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২ 
  3. Rothwell, Kenneth S. (২৮ অক্টোবর ২০০৪)। A History of Shakespeare on Screen: A Century of Film and Television। New York: Cambridge University Press। আইএসবিএন 978-0-521-54311-8 
  4. Antony & Cleopatra: Movies & TV. Amazon.com. Retrieved on 14 November 2011.

বহিঃসংযোগ

[সম্পাদনা]