পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০১৬-২০২১
অবয়ব
২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয় ২০১৬ সালের নভেম্বর মাসে।[১]
২০১৬
[সম্পাদনা]বিধানসভা কেন্দ্র | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||||
---|---|---|---|---|---|---|
প্রার্থী | রাজনৈতিক দল | প্রার্থী | রাজনৈতিক দল | |||
মন্তেশ্বর | সৈকত পাঁজা[১] | তৃণমূল কংগ্রেস | মহম্মদ ওসমান গনি সরকার | সিপিআই(এম) |
২০১৭
[সম্পাদনা]২০১৭ সালে কাঁথি দক্ষিণ ও সবং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[২][৩]
বিধানসভা কেন্দ্র | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||||
---|---|---|---|---|---|---|
প্রার্থী | রাজনৈতিক দল | প্রার্থী | রাজনৈতিক দল | |||
কাঁথি দক্ষিণ | চন্দ্রিমা ভট্টাচার্য | তৃণমূল কংগ্রেস | সৌরীন্দ্রমোহন জানা | বিজেপি | ||
সবং | গীতারানি ভুঁইয়া | তৃণমূল কংগ্রেস | রীতা মণ্ডল (জানা) | বিবিসি |
২০১৮
[সম্পাদনা]২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয় নোয়াপাড়া[৪] ও মহেশতলা বিধানসভা কেন্দ্রে।[৫]
বিধানসভা কেন্দ্র | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||||
---|---|---|---|---|---|---|
প্রার্থী | রাজনৈতিক দল | প্রার্থী | রাজনৈতিক দল | |||
নোয়াপাড়া | সুনীল সিং | তৃণমূল কংগ্রেস | সন্দীপ বন্দ্যোপাধ্যায় | বিজেপি | ||
মহেশতলা | দুলালচন্দ্র দাস | তৃণমূল কংগ্রেস | সুজিত কুমার ঘোষ | বিজেপি |
২০১৯
[সম্পাদনা]২০১৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার আটটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে বিজেপি চারটি আসনে, তৃণমূল কংগ্রেস তিনটি আসনে ও জাতীয় কংগ্রেস একটি আসনে জয়লাভ করে।[৬][৭] পরবর্তীকালে কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছিল।[৮]
বিধানসভা কেন্দ্র | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||||
---|---|---|---|---|---|---|
প্রার্থী | রাজনৈতিক দল | প্রার্থী | রাজনৈতিক দল | |||
ইসলামপুর | আব্দুল করিম চৌধুরী | তৃণমূল কংগ্রেস | ড. সৌম্যরূপ মণ্ডল | বিজেপি | ||
দার্জিলিং | নীরজ জিম্বা | বিজেপি | বিনয় তামাং | গোর্খা জনমুক্তি মোর্চা | ||
হাবিবপুর | জোয়েল মুর্মু | অমল কিস্কু | তৃণমূল কংগ্রেস | |||
নওদা | সাহিনা মুমতাজ বেগম | তৃণমূল কংগ্রেস | সুনীল কুমার মণ্ডল | কংগ্রেস | ||
কান্দি | সাফিউল আলম খান | কংগ্রেস | গৌতম রায় | তৃণমূল কংগ্রেস | ||
কৃষ্ণগঞ্জ | আশিস কুমার বিশ্বাস | বিজেপি | প্রমথ রঞ্জন বসু | |||
ভাটপাড়া | পবন সিং | মদন মিত্র | ||||
উলুবেড়িয়া পূর্ব | ইদ্রিশ আলি | তৃণমূল কংগ্রেস | প্রত্যুষ মণ্ডল | বিজেপি | ||
করিমপুর | বিমলেন্দু সিংহ রায় | জয়প্রকাশ মজুমদার | ||||
তপন দেব সিংহ | কমলচন্দ্র সরকার | |||||
খড়গপুর সদর | প্রদীপ সরকার | প্রেমচন্দ্র ঝা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "West Bengal bypolls on November 19, TMC names candidates"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-১৮। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২।
- ↑ "Bengal By-Election Result 2017: Trinamool's Chandrima Bhattacharya Wins Kanthi, BJP Comes Second"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২।
- ↑ Scroll Staff। "Bye-elections: TMC bags West Bengal's Sabang seat, BJP wins in Arunachal Pradesh and Uttar Pradesh"। Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২।
- ↑ "WB by-poll: TMC wins Noapara seat"। ANI News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২।
- ↑ Taneja, Nidhi (২০১৮-০৫-৩০)। "Maheshtala Assembly Bypoll Results: TMC registers huge win, beats nearest rival BJP by over 60,000 votes"। www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০২।
- ↑ "Saffron Surge in West Bengal Bypolls as Well, 4 out of 8 for BJP"। TheQuint (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২০-১১-২১।
- ↑ Press Trust of India (মে ২৪, ২০২০)। Kolkata-এ লিখিত। "BJP wins Darjeeling assembly bypolls, Congress bags Kandi"। India Today (ইংরেজি ভাষায়)। New Delhi। সংগ্রহের তারিখ ২০২০-১১-২১।
- ↑ "West Bengal, Uttarakhand bye-election results 2019 highlights: Clean sweep for TMC, BJP takes Pithoragarh"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২০-১১-২১।