গন্ধেশ্বরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গন্ধেশ্বরী
দেবী গন্ধেশ্বরীর
অন্তর্ভুক্তিদুর্গার রূপভেদ
অস্ত্রশঙ্খ, চক্র ও ধনুর্বাণ
বাহনসিংহ
সঙ্গীশিব

গন্ধেশ্বরী হলেন হিন্দু দেবী দুর্গার একটি রূপভেদ তথা বাঙালি গন্ধবণিক সম্প্রদায়ের উপাস্য দেবী।[১] বৈশাখ মাসের পূর্ণিমা (বুদ্ধপূর্ণিমা) তিথিতে তাঁর বাৎসরিক পূজা আয়োজিত হয়। কথিত আছে, তিনি গন্ধাসুরের হাত থেকে গন্ধবতীকে রক্ষা করেছিলেন। দেবী গন্ধেশ্বরী চতুর্ভূজা, শঙ্খ-চক্র-ধনুর্বাণধারিণী এবং সিংহবাহিনী। গন্ধবণিক সম্প্রদায় ব্যবসার উন্নতি প্রার্থনায় তাঁর পূজা করে থাকেন।

তথ্যসূত্র[সম্পাদনা]