মিথ্রা প্যাটারা
অবয়ব

মিথ্রা প্যাটারা (ইঙরেজি: Mithra Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৩৪ কিলোমিটার এবঙ স্থানাঙ্ক ৫৯°০২′ দক্ষিণ ২৬৬°২৯′ পশ্চিম / ৫৯.০৪° দক্ষিণ ২৬৬.৪৮° পশ্চিম। এটির নামকরণ করা হয়েছে পারস্যদেশীয় আলোক দেবতা মিথ্রার নামানুসারে। ১৯৮৫ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক নামটি গৃহীত হয়।[১] মিথ্রা প্যাটারার উত্তরে রয়েছে সিলপিয়াম মনস, পূর্বে রয়েছে পেরুন প্যাটারা এবঙ দক্ষিণপশ্চিমে রয়েছে ভিরাকোচা প্যাটারা।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ টেমপ্লেট:GPN
- ↑ NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.