ম্যাকবেথ (১৯১১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯১১ সালে ব্রডওয়ে প্রযোজনায় ম্যাকবেথ চরিত্রে ই. এইচ. সোদার্ন

ম্যাকবেথ (ইংরেজি: Macbeth) হল ১৯১১ সালে মুক্তিপ্রাপ্ত[১] একটি চলচ্চিত্র। ছবিটি নির্মিত হয়েছিল উইলিয়াম শেকসপিয়রের লেখা নাটক ম্যাকবেথ অবলম্বনে।[২] এই ছবিটির কোনও প্রিন্টেরই আর অস্তিত্ব আছে বলে জানা যায় না। সেই যুগের অন্যান্য সকল ছবির মতো এই ছবিটিও ছিল একটি নির্বাক ও সাদাকালো চলচ্চিত্র[৩] ছবির অন্তর্লিপি ছিল ইংরেজি ভাষায় এবং ছবিটি ছিল ১৪ মিনিটের চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন উইলিয়াম বার্কার[১] এই ছবিতে ম্যাকবেথলেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করেন যথাক্রমে ফ্র্যাঙ্ক বেনসনকনস্ট্যান্স বেনসন। অন্য দু’টি চরিত্রে অভিনয় করেছিলেন মারে ক্যারিংটন ও গাই রথবোন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mcbeth (1911)"। imdb.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২ 
  2. Shakespeare, William। Macbeth। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২ 
  3. "Macbeth"। www.silentera.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]