কমলগঞ্জ পৌরসভা
কমলগঞ্জ পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
নির্বাচন | |
ভোটদান ব্যবস্থা | এফপিটিপি |
সভাস্থল | |
কমলগঞ্জ পৌরসভা কার্যালয় |
কমলগঞ্জ পৌরসভা বংলাদেশের সিলেট বিভাগ-এর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা। এই পৌরসভায় ২৭২৬ টি পরিবার বাস করে।
পরিচ্ছেদসমূহ
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
বাংলাদেশের ২০০১ আদমশুমারি অনুযায়ী কমলগঞ্জ পৌরসভার জনসংখ্যা ১৪০৬৬ জন।[১] এর মধ্যে মহিলা ৭২৩২ জন, এবং পুরুষ ৬৮৩৪ জন। কমলগঞ্জ পৌরসভার সাক্ষরতার হার ৪৯.১৯%।
ভৌগলিক উপাত্ত[সম্পাদনা]
এলাকাটি ভৌগলিক দিক থেকে ২৪°২৫′০০″ উত্তর ৯১°৫২′০০″ পূর্ব / ২৪.৪১৬৭° উত্তর ৯১.৮৬৬৭° পূর্ব ।[২] অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করে। সমূদ্রপৃষ্ট থেকে এলাকাটির গড় উচ্চতা ১০ মিটার (৩৬ ফুট)।
প্রশাসনিক অবকাঠামো[সম্পাদনা]
কমলগঞ্জ পৌরসভার আয়তন ৯.৮৩ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড এবং ২৯ টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা[সম্পাদনা]
পৌরসভার বর্তমান মেয়র মো.জুয়েল আহমেদ
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০০৯ সাল। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Munshi_Bazar, Kamalgonj"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬ সাল। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)