মীরসরাই পৌরসভা
| মীরসরাই | |
|---|---|
| পৌরসভা | |
| বাংলাদেশে মীরসরাই পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৪′৪৩″ উত্তর ৯১°৩২′১০″ পূর্ব / ২২.৭৪৫২৮° উত্তর ৯১.৫৩৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | মীরসরাই উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ৮ নভেম্বর, ২০০০ |
| সরকার | |
| • পৌর মেয়র | পদশূন্য |
| আয়তন | |
| • মোট | ১০.৫০ বর্গকিমি (৪.০৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২)[১] | |
| • মোট | ২১,৬১১ |
| • জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার[১] | |
| • মোট | ৮৩.৯৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩২০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মীরসরাই পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]মীরসরাই পৌরসভার আয়তন ১০.৫০ বর্গ কিলেমিটার।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই পৌরসভার মোট জনসংখ্যা ২১,৬১১ জন। এর মধ্যে পুরুষ ১০,৩৯২ জন এবং মহিলা ১১,২১৯ জন। মোট পরিবার ৫,১৫৮টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চট্টগ্রাম জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে[২] মীরসরাই উপজেলার মধ্যভাগে মীরসরাই পৌরসভার অবস্থান। এর উত্তরে মিঠানালা ইউনিয়ন, মঘাদিয়া ইউনিয়ন ও মীরসরাই ইউনিয়ন; পূর্বে মঘাদিয়া ইউনিয়ন, মীরসরাই ইউনিয়ন ও খৈয়াছড়া ইউনিয়ন; দক্ষিণে খৈয়াছড়া ইউনিয়ন ও মায়ানী ইউনিয়ন এবং পশ্চিমে সাহেরখালী ইউনিয়ন, ইছাখালী ইউনিয়ন, মিঠানালা ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]২০০০ সালের ৮ নভেম্বর মীরসরাই পৌরসভা উদ্বোধন করা হয়। পৌরসভার ঘোষণার প্রজ্ঞাপন এস.আর.ও নং-৩৫৮/আইন-২০০০ তারিখ-১০/১২/২০০০ইং অনুযায়ী ঘোষিত এ পৌরসভার কার্যক্রম শুরু হয় ২০০১ সালের ১২ এপ্রিল। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা। মাছিমপুর, রাঘবপুর, মধ্যম মঘাদিয়া, কিছমত জাফরাবাদ, পূর্ব মঘাদিয়া ও গোভনিয়া -এ ৬টি মৌজা নিয়ে মীরসরাই পৌরসভা গঠন করা হয়।[২]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]মীরসরাই পৌরসভা জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মীরসরাই থানার আওতাধীন। মোট নয়টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভাটি গঠিত হয়েছে। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার গ্রামগুলো হল:[৩]
| ওয়ার্ড নং | গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | মধ্যম তালবাড়িয়া (আংশিক) |
| ২নং ওয়ার্ড | মধ্যম তালবাড়িয়া (আংশিক), দক্ষিণ তালবাড়িয়া (আংশিক), পূর্ব মীরসরাই (আংশিক) |
| ৩নং ওয়ার্ড | দক্ষিণ তালবাড়িয়া (আংশিক), পূর্ব মীরসরাই (আংশিক), নোয়াপাড়া, পূর্ব গোভনিয়া (আংশিক) |
| ৪নং ওয়ার্ড | পূর্ব মীরসরাই (আংশিক), পূর্ব গোভনিয়া (আংশিক), আমবাড়িয়া (আংশিক) |
| ৫নং ওয়ার্ড | পশ্চিম মীরসরাই, ২নং তারাকাটিয়া (আংশিক), গোভনিয়া (আংশিক) |
| ৬নং ওয়ার্ড | গোভনিয়া (আংশিক), মধ্যম মঘাদিয়া (আংশিক), ২নং তারাকাটিয়া (আংশিক) |
| ৭নং | মধ্যম মঘাদিয়া (আংশিক), ২নং তারাকাটিয়া (আংশিক), তারাকাটিয়া (আংশিক), গোভনিয়া (আংশিক) |
| ৮নং | নাজির পাড়া, তারাকাটিয়া (আংশিক), পোদ্দার তালুক (আংশিক) |
| ৯নং | মধ্যম মঘাদিয়া (আংশিক), পোদ্দার তালুক (আংশিক) |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই পৌরসভার সাক্ষরতার হার ৮৩.৯৩%।[১] পৌরসভায় ১টি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মডেল স্কুল এন্ড কলেজ, ৩টি নুরানী মাদ্রাসা, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি পৌর প্রাথমিক বিদ্যালয়, ২০টি মক্তব/ফোরকানিয়া মাদ্রাসা ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- মাদ্রাসা
- মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা
- ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা
- স্কুল এন্ড কলেজ
- আল হেরা স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়
- মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোভনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মীরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বাস্থ্য
[সম্পাদনা]মীরসরাই পৌরসভায় ১টি স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক, ২টি বেসরকারী হাসপাতাল, ২টি ডায়াগনস্টিক সেন্টার ও ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।[২]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]মীরসরাই পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া পৌরসভার অভ্যন্তরে ৩৫ কিলোমিটার পাকা রাস্তা ও ১০ কিলোমিটার আধা-পাকা রাস্তা রয়েছে।[২]
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]মীরসরাই পৌরসভায় ২৩টি মসজিদ ও ৮টি মন্দির রয়েছে।[২]
শিল্প
[সম্পাদনা]মীরসরাই পৌরসভায় ৩টি শিল্প কারখানা ও ৫টি ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে।[২]
খাল ও নদী
[সম্পাদনা]মীরসরাই পৌরসভার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোভনিয়া খাল, মলিয়াইশ খাল, মহামায়া (কুমারিয়া) খাল এবং আমির আলী খাল।[২]
হাট-বাজার
[সম্পাদনা]মীরসরাই পৌরসভার প্রধান হাট/বাজার হল মীরসরাই পৌর বাজার।[২]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান পৌর মেয়র:
- পৌর প্রশাসক ও মেয়রগণের তালিকা[২]
| ক্রম নং. | নাম | পদবী | মেয়াদকাল |
|---|---|---|---|
| ০১ | আজহারুল হক চৌধুরী | পৌর প্রশাসক (সরকার মনোনীত) | ২৮ জুন, ২০০১ইং থেকে ১১ নভেম্বর, ২০০১ইং পর্যন্ত |
| ০২ | মোহাম্মদ আব্দুল হাই (উপজেলা নির্বাহী কর্মকর্তা) | পৌর প্রশাসক | ১১ নভেম্বর, ২০০১ইং থেকে ২০ জুন, ২০০২ইং পর্যন্ত |
| ০৩ | মোহাম্মদ আবুল ফারুক মিয়া | প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র) |
২০ জুন, ২০০২ইং থেকে ০২ ডিসেম্বর, ২০১০ইং পর্যন্ত |
| ০৪ | মোহাম্মদ শাহজাহান | পৌর মেয়র | ২৩ ফেব্রুয়ারি, ২০১১ইং থেকে ৩০ ডিসেম্বর,২০১৫ |
| ০৫ | গিয়াস উদ্দীন | পৌর মেয়র | ৩০ ডিসেম্বর, ২০১৫ থেকে ১৯ আগস্ট ২০২৪ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 ন্যাশনাল রিপোর্ট (পিডিএফ)। জনশুমারি ও গৃহগণনা ২০২২। খণ্ড ১। Dhaka: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। নভেম্বর ২০২৩। পৃ. ৩৮৯। আইএসবিএন ৯৭৮-৯৮৪৪৭৫২০১৬।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 "এক নজরে পৌরসভা - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd। ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "ওয়ার্ড সমূহ - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]