চৌদ্দগ্রাম পৌরসভা
চৌদ্দগ্রাম | |
---|---|
পৌরসভা | |
চৌদ্দগ্রাম পৌরসভা | |
বাংলাদেশে চৌদ্দগ্রাম পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯১°১৯′১″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯১.৩১৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চৌদ্দগ্রাম উপজেলা |
সরকার | |
• পৌর মেয়র | জনাব মীর হোসেন মীরু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৮.৩৩ বর্গ কি.মি. বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬০,০০০ |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৫০ |
চৌদ্দগ্রাম পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন[সম্পাদনা]
১৮.৩৩ বর্গ কি.মি.
জনসংখ্যা[সম্পাদনা]
মোট ৬০০০০ জন।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব-মধ্যাংশে চৌদ্দগ্রাম পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে ঘোলপাশা ইউনিয়ন, পশ্চিমে মুন্সিরহাট ইউনিয়ন, দক্ষিণে বাতিসা ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
চৌদ্দগ্রাম উপজেলার ৭নং চৌদ্দগ্রাম ইউনিয়ন এর সম্পূর্ণ অংশ নিয়ে চৌদ্দগ্রাম পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
নামকরণ[সম্পাদনা]
প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]
২০০৩ সালের ৩০শে এপ্রিল এ পৌরসভা গঠিত হয়। ২০১৪ সালে এ পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
চৌদ্দগ্রাম পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এ পৌরসভা ২৩টি এলাকা/মহল্লা নিয়ে গঠিত। সেগুলো হলঃ
- সোনাকাটিয়া
- নবগ্রাম
- পাঁচরা
- কমলপুর
- চান্দিশকরা
- সেনেরখিল
- বৈদ্যরখিল
- দুর্গাপুর
- জয়ন্তীনগর
- লক্ষীপুর
- গোমারবাড়ী
- রামরায়গ্রাম
- নাটাপাড়া
- দক্ষিণ নোয়াপাড়া
- উত্তর নোয়াপাড়া
- রামচন্দ্রপুর
- চাটিতলা
- পূর্ব ধনমুড়ি
- পশ্চিম ধনমুড়ি
- উত্তর ফাল্গুনকরা
- দক্ষিণ ফাল্গুনকরা
- ঘিলাতলী
- চণ্ডিপুর
শিক্ষা[সম্পাদনা]
মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: ৪০ টি।যেমনঃ
- সরকরি প্রাথমিক বিদ্যালয় - ১৩
- কিন্ডার গার্টেন - ০৩
- হাই স্কুল - ০৫
- সরকারি কলেজ - ০১
- বেসরকারি কলেজ - ০২
- স্কুল এন্ড কলেজ - ০২
- নুরানি মাদ্রাসা - ০৭
- হাফেজী মাদ্রাসা - ০৩
- কামিল(মাস্টার্স) মাদ্রাসা - ০১
- আলিম মাদ্রাসা - ০২।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
- সড়কপথ
ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন এসি/নন-এসি বাস যাতায়াত করে থাকে। দেশের প্রধান জাতীয় সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উপর দিয়ে গেছে।
অর্থনীতি[সম্পাদনা]
এখানকার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর।এছাড়া অধিকাংশ মানুষ সুশিক্ষিত।তারা ব্যবসা বাণিজ্য ও চাকুরির সাথে জড়িত। পৌরসভাধীন অধিকাংশ মানুষ প্রবাসে বসবাস করেন।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[১] | সংসদ সদস্য[২][৩][৪][৫][৬] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৫৯ কুমিল্লা-১১ | চৌদ্দগ্রাম উপজেলা | মুজিবুল হক মুজিব | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচনী এলাকা | মেয়র | রাজনৈতিক দল | সময়কাল |
---|---|---|---|
চৌদ্দগ্রাম পৌরসভা | জি এম মীর হোসেন মীরু | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |