বসুরহাট পৌরসভা
বসুরহাট | |
---|---|
পৌরসভা | |
বসুরহাট পৌরসভা | |
ডাকনাম: বসুরহাট | |
বাংলাদেশে বসুরহাট পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫২′৩৩″ উত্তর ৯১°১৬′৩৮″ পূর্ব / ২২.৮৭৫৮৩° উত্তর ৯১.২৭৭২২° পূর্বস্থানাঙ্ক: ২২°৫২′৩৩″ উত্তর ৯১°১৬′৩৮″ পূর্ব / ২২.৮৭৫৮৩° উত্তর ৯১.২৭৭২২° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ৪ এপ্রিল ১৯৯০ |
সরকার | |
• পৌর মেয়র | আব্দুল কাদের মির্জা (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৬.৫ বর্গকিমি (২.৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৫,০০০ |
• জনঘনত্ব | ৫,৪০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫০ ![]() |
বসুরহাট পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা। জেলা শহর মাইজদী থেকে এটি ২৫ কিলোমিটার দূরে অবস্থিত
আয়তন[সম্পাদনা]
এটি ৬.৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত রয়েছে।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তরাংশে বসুরহাট পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে ও পশ্চিমে সিরাজপুর ইউনিয়ন, দক্ষিণে চর কাঁকড়া ইউনিয়ন, পূর্বে চর হাজারী ইউনিয়ন এবং উত্তর-পূর্বে চর পার্বতী ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]
৪ এপ্রিল ১৯৯০ সালে বসুরহাট পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
বসুরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এটি একটি ক শ্রেণীর পৌরসভা।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
চট্টগ্রাম শহর থেকে বসুরহাট যাওয়ার জন্য বসুরহাট এক্সপ্রেস নামে একটি বাস সার্ভিস রয়েছে। মহানগরী ঢাকা থেকে সরাসরি আসার জন্য ড্রীমলাইন নামক বাস সার্ভিস রয়েছে।
জনসংখ্যা[সম্পাদনা]
বর্তমানে এই পৌরসভায় ৩৫০০০ হাজার মানুষ বসবাস করেতেছে।
শিক্ষা[সম্পাদনা]
এখানে ২টি সরকারি উচ্চবিদ্যালয়, একটি সরকারি কলেজ এবং একটি সরকারি আলিম মাদ্রাসা রয়েছে। তাছাড়া এখানে অনেক সুনামধন্য বেসরকারি স্কুল ও মাদ্রাসা রয়েছে। বসুরহাট সরকারি এ এইচ সি উচ্চ বিদ্যালয় সবচেয়ে বেশি খ্যাতিসম্পন্ন বিদ্যাপাঠ। যেখানে জনাব ওবায়দুল কাদেরসহ অনেক বিখ্যাত মানুষ পড়াশোনা করেছিলেন। এছাড়াও সরকারি মুজিব কলেজ বর্তমানে জেলার অন্যতম শীর্ষ স্থানীয় সরকারি কলেজ।
অর্থনীতি[সম্পাদনা]
এখানকার অর্থনীতি ক্রমাগত শিল্প-কারখানার উপর নির্ভর হয়ে একটি শক্তিশালী স্থানে অবস্থান করতেছে। তাছাড়া রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের সাথে সরাসরি উন্নত সড়ক যোগাযোগ থাকার ফলে এখানকার অর্থনীতির চাকা সচল। বর্তমানে এখানে ব্যবসা-বাণিজ্য সবচেয়ে বেশি অর্থনৈতিক জায়গা দখল করে আছে।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান পৌর মেয়র: আব্দুল কাদের মির্জা
- সাবেক পৌর মেয়র:
- কামাল উদ্দিন চৌধুরী
- ডাঃ মোঃ আবদুল হালিম এমবিবিএস
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |