হাটহাজারী পৌরসভা
হাটহাজারী | |
---|---|
পৌরসভা | |
হাটহাজারী পৌরসভা | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে হাটহাজারী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩০′৩৯″ উত্তর ৯১°৪৮′৪৬″ পূর্ব / ২২.৫১০৮৩° উত্তর ৯১.৮১২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১ অক্টোবর, ২০১২ |
সংসদীয় আসন | ২৮২ চট্টগ্রাম-৫ |
সরকার | |
• পৌর প্রশাসক | মোহাম্মদ শাহিদুল আলম (UNO) |
আয়তন | |
• মোট | ২৪.১৩ বর্গকিমি (৯.৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৪,৫৬৫ |
• জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
হাটহাজারী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন[সম্পাদনা]
হাটহাজারী পৌরসভার আয়তন ৫,৯৬২ একর (২৪.১৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাটহাজারী পৌরসভার মোট জনসংখ্যা ৭৪,৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ৩৯,৩২৯ জন এবং মহিলা ৩৫,২৩৬ জন। মোট পরিবার ১৪,২৬৮টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চট্টগ্রাম জেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে হাটহাজারী উপজেলার মধ্যভাগে হাটহাজারী পৌরসভার অবস্থান। এর উত্তরে মির্জাপুর ইউনিয়ন, পূর্বে মেখল ইউনিয়ন, দক্ষিণে ফতেপুর ইউনিয়ন এবং পশ্চিমে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ও কুমিরা ইউনিয়ন অবস্থিত।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
সাবেক ৭নং হাটহাজারী ইউনিয়ন এর সবকটি গ্রাম নিয়েই হাটহাজারী পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত। পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনেই পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এটি হাটহাজারী মডেল থানার আওতাধীন। পৌরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ৯টি, হোল্ডিং সংখ্যা ৪৬৭৬টি।[২]
এ পৌরসভার এলাকাগুলো হল:
- আজিমপাড়া
- আলমপুর
- আলিপুুর
- চন্দ্রপুর
- পশ্চিম দেওয়াননগর
- পূর্ব দেওয়াননগর
- ফটিকা
- মধ্য পাহাড়তলী
- মোহাম্মদপুর
- রংগীপাড়া
- সুজানগর
- হাটহাজারী
প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ ঘোষিত এস.আর.ও নং-২৭৭/আইন-১২ তারিখ-৩১/০৭/২০১২ খ্রিস্টাব্দ অনুসারে ০১-১০-২০১২ খ্রিস্টাব্দ থেকে পৌরসভা কার্যকর করা হয়। এই পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান পান্না। এটি একটি 'ক' শ্রেণীর পৌরসভা।[২]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাটহাজারী পৌরসভার সাক্ষরতার হার ৬০.৩%।[১] এখানে ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কৃষি ইনস্টিটিউট রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- কৃষি ইনস্টিটিউট
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়
- মীর নওয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
- হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়
- হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- আল হাবিব আইডিয়াল ইসলামিক একাডেমী
- আলমপুর আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- পশ্চিম দেওয়াননগর সন্দ্বীপপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলিপুুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম দেওয়াননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব দেওয়াননগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রংগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুজানগর হাজী জেবল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বাস্থ্য[সম্পাদনা]
হাটহাজারী পৌরসভায় ১টি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক, ৩টি বেসরকারি হাসপাতাল ও ৫টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।[২]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
হাটহাজারী পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক। হাটহাজারী থেকে এ সড়ক রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় যোগাযোগের ক্ষেত্রে ২টি আলাদা সড়কে ভাগ হয়েছে। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়াও হাটহাজারী পৌরসভায় রেলপথে যোগাযোগ করা যায়। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের চারি মাদ্রাসা রেলস্টেশনই রেলপথে হাটহাজারী পৌরসভায় যোগাযোগের মাধ্যম।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
হাটহাজারী পৌরসভায় ৫৫টি মসজিদ, ৮টি মন্দির ও ১টি বিহার রয়েছে।[২]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- আজিজুল হক (শেরে বাংলা) –– সুফি সাধক।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।