বিষয়বস্তুতে চলুন

হাকিমপুর পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাকিমপুর পৌরসভা
পৌরসভা
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
উপজেলাহাকিমপুর উপজেলা
প্রতিষ্ঠা১৯৯৯
সরকার
 • মেয়রএন,এ,এম, জামিল হোসেন চলন্ত
আয়তন
 • মোট৪৬.২০ বর্গকিমি (১৭.৮৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,৪১১
 • জনঘনত্ব৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫২৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

হাকিমপুর পৌরসভা দিনাজপুর জেলাধীন হিলি স্থল বন্দর এলাকায় অবস্থিত । হাকিমপুর পৌরসভা ১৯৯৯ সালের ২৮শে এপ্রিল প্রতিষ্টিত। হিলি স্থল বন্দর থেকে সরকার প্রতি বছর ২০০কোটি টাকার রাজস্ব আয় করে থাকে।[]

অবস্থান

[সম্পাদনা]

হাকিমপুর পৌরসভাটির দক্ষিণ বাগজানা ইউনিয়ন, পূর্বে আলীহাট ইউনিয়ন, উত্তরে বোয়ালদাড় ইউনিয়ন, পশ্চিমে ভারত রাষ্ট্র অবস্থিত। []

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

হাকিমপুর পৌরসভায় ০৯টি ওয়ার্ড ।

মেয়র (বর্তমান)

[সম্পাদনা]
  • এন,এ,এম জামিল হোসেন চলন্ত[]

কাউন্সিলরগণ (বর্তমান)[]

[সম্পাদনা]
ক্রমিক নং নাম নির্বাচিত ওয়ার্ড
অলক কুমার বসাক (মিন্টু) ০১ নং ওয়ার্ড
মোঃ রফিকুল ইসলাম ০২ নং ওয়ার্ড
এস, এম খোকন ০৩ নং ওয়ার্ড
মোঃ ইমরান হোসেন (দুলাল) ০৪ নং ওয়ার্ড
মোঃ শামীম সরদার ০৫ নং ওয়ার্ড
মোঃ তবিবুর রহমান বাবুল ০৬ নং ওয়ার্ড
মোঃ মিনহাজুল ইসলাম ০৭ নং ওয়ার্ড
শ্রী রতন চন্দ্র বর্মন ০৮ নং ওয়ার্ড
মোঃ ফারুক হোসেন ০৯ নং ওয়ার্ড
১০ মোছাঃ সেতু ০১,০২,০৬ নং ওয়ার্ড
১১ মোছাঃ ইয়াসমিন সরকার চায়না ০৩,০৪,০৫ নং ওয়ার্ড
১২ মোছাঃ উম্মে কুলছুম ০৭,০৮,০৯ নং ওয়ার্ড

শিক্ষা

[সম্পাদনা]

অত্র পৌরসভায় হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজ, হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ ০২টি ডিগ্রী কলেজ। ০১টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, ০১টি বে-সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ০৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডার গার্ডেন স্কুল, উত্তর বঙ্গের বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলূম সংক্ষেপে যা হিলি জামিয়া মাদ্রাসা নামে সুপুরিচিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. দিনাজপুর জেলা তথ্য বাতায়ন
  2. এক নজরে হাকিমপুর পৌরসভা
  3. "হাকিমপুর উপজেলা"hakimpur.dinajpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "হাকিমপুর উপজেলা"www.hakimpur.dinajpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]