চরফ্যাশন পৌরসভা
চরফ্যাশন পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
![]() চরফ্যাশন পৌরসভা লোগো | |
ইতিহাস | |
শুরু | ১৯৯০ |
নতুন অধিবেশন শুরু | ২০১১ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ২৭ জানুয়ারি ২০১১ |
সভাস্থল | |
চরফ্যাশন পৌরসভা কার্যালয় |
চরফ্যাশন পৌরসভা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘ক’’ শ্রেণির পৌরসভা।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সালের ১৭ নভেম্বর ‘‘গ’’ শ্রেণির পৌরসভা হিসেবে চরফ্যাশন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এটি ‘‘খ’’ শ্রেণিতে ও সর্বশেষ ‘‘ক’’ শ্রেণিতে উন্নীত হয়। প্রথম কর্মচারী পরিষদ এর সভাপতি(নির্বাচিত) সোলায়মান পণ্ডিত।
প্রশাসনিক অবকাঠামো
[সম্পাদনা]চরফ্যাশন পৌরসভার আয়তন ১৯.৫ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত।[২] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মেয়র ও কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চরফ্যাশন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরফ্যাশন পৌরসভার মোট জনসংখ্যা ১৯,৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ১০,১২২ জন এবং মহিলা ৯,৪৭৩ জন। মোট পরিবার ৪,০৮৮টি।[৩]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরফ্যাশন পৌরসভার সাক্ষরতার হার ৭৫.৪%।[৩]
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
[সম্পাদনা]- খাসমহল মসজিদ ও ফ্যাসন স্কয়ার
- জ্যাকব টাওয়ার
- শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পৌরসভাসমূহের তালিকা" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ জানু ২০২৫।
- ↑ "এক নজরে পৌরসভা"। www.paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।