পাথরঘাটা পৌরসভা
পাথরঘাটা পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৯৯০ |
নতুন অধিবেশন শুরু | ২০১১ |
নেতৃত্ব | |
মেয়র | আনোয়ার হুসাইন আকন [১] |
নির্বাচন | |
ভোটদান ব্যবস্থা | এফপিটিপি |
সর্বশেষ নির্বাচন | ২০১৬ |
সভাস্থল | |
পাথরঘাটা পৌরসভা কার্যালয় |
পাথরঘাটা পৌরসভা বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত পাথরঘাটা উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [২] এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা। [৩]
ইতিহাস[সম্পাদনা]
১৯৯০ সালের ৩১ মে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি ‘‘খ’’ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [২]
প্রশাসনিক অবকাঠামো[সম্পাদনা]
পাথরঘাটা পৌরসভার আয়তন ১৩.১১ বর্গ কিলোমিটার। [২][৪] ৯ টি ওয়ার্ড ও ৯টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। [১] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। [৫] মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পাথরঘাটা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১০নং নির্বাচনী এলাকা বরগুনা-২ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাথরঘাটা পৌরসভার মোট জনসংখ্যা ১৭,১৭৭ জন। এর মধ্যে পুরুষ ৮,৬৩৭ জন এবং মহিলা ৮,৫৪০ জন। মোট পরিবার ৪,৪৫৭টি।[৬]
শিক্ষা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাথরঘাটা পৌরসভার সাক্ষরতার হার ৭২.৫%।[৬]
চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা[সম্পাদনা]
- আনোয়ার হোসেন আকন(২০১৬- বর্তমান) [১]
শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]
উচ্চ শিক্ষার জন্য পাথরঘাটা পৌর এলাকায় ৩ টি কলেজ রয়েছে। এছাড়া মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার জন্য ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা রয়েছে। [২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "পাথরঘাটা পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- ↑ ক খ গ ঘ "এক নজরে পাথরঘাটা পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পৌরসভার তালিকা" (PDF)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বরগুনা জেলা পরিসংখ্যান ২০১১ (PDF)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পৃষ্ঠা ৮৩। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- ↑ "পাথরঘাটা পৌরসভার কাউন্সিলরগণ"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।