আপার কাগাবলা ইউনিয়ন
আপার কাগাবলা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
ডাকনাম: কাগাবলা | |
বাংলাদেশে আপার কাগাবলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩০′৩১.০০০″ উত্তর ৯১°৩৮′৩৭.০০০″ পূর্ব / ২৪.৫০৮৬১১১১° উত্তর ৯১.৬৪৩৬১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | মৌলভীবাজার সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩,৮৩০ হেক্টর (৯,৪৬০ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২০,৩৫০ |
• জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৭৪ ৯৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আপার কাগাবলা ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ধর্ম
[সম্পাদনা]এই ইউনিয়নের ৯৮ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং ২শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী।
ইউনিয়ন পরিচিতি
[সম্পাদনা]কাগাবলা ইউনিয়ন এর আয়তন- ১২ বর্গ মাইল,জনসংখ্যা- প্রায় ২০হাজার, গ্রামের সংখ্যা: ৩২টি, মৌজার সংখ্যা: ১৪টি, হাট/বাজারের সংখ্যা-৩টি যথাক্রমে- কাগাবলা বাজার, পদুনাপুর বাজার, নওয়াব উল্যাহ বাজার। উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে, শিক্ষার হার: শতকরা ৭৫,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৩টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১টি, উচ্চ বিদ্যালয়- ১টি নিম্ন মাধ্যমিক-(জুনিয়র স্কুল ১টি), মাদ্রাসা-৬টি, মসজিদ-৩০টি, গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি
গ্রাম সমূহের নাম
বিন্নিগ্রাম, শেখের ইজরা, ভূইগাও, আর্দশগ্রাম, দক্ষিণ আপার কাগাবলা, আপার কাগাবলা, বোরতলা, গোয়াউরী, নিজ আথানগিরি, আথানগিরি, উইশংকর, নড়িয়া, মিঠিপুর, ইলাশপুর, পুদনাপুর, বীরগাও. রতনপুর, নিমারাই, ব্রাহ্মনকান্দি, আগিউন, ধনদাস, রামপুর, চুড়াহুন, শিমুলিয়া, মিলনপুর, লখাইরকান্দি, দৌলতপুর, সাতবাক, মোহাম্মদপুর, পূর্বকাগাবলা, কাগাবলা উত্তর, কাগাবলা দক্ষিণ।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | এডভোকেট ইমন মোস্তফা (বর্তমান চেয়ারম্যান) | |
০২ | আজির উদ্দিন | |
০৩ | এডভোকেট ফারুক আহমদ | |
০৪ | মতিউর রহমান মাস্টার | |
০৫ | মতিন মিয়া | |
০৬ | কামাল হোসেন | |
০৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আপার কাগাবলা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "মৌলভীবাজার সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |