নাগেশ্বরী পৌরসভা
নাগেশ্বরী | |
---|---|
পৌরসভা | |
বাংলাদেশে নাগেশ্বরী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫৮.৮′ উত্তর ৮৯°৪২.৫′ পূর্ব / ২৫.৯৮০০° উত্তর ৮৯.৭০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ৮ জুলাই ২০০১ |
সরকার | |
• পৌর মেয়র | মোহাম্মদ হোসেন ফাকু (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ৪২.০৩ বর্গকিমি (১৬.২৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯২,৩২৮ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৬৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
নাগেশ্বরী পৌরসভা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা। এই পৌরসভা উত্তর ধরলার একমাত্র পৌরসভা।[১]
আয়তন
[সম্পাদনা]নাগেশ্বরী পৌরসভার আয়তন ৪২ বর্গকিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নাগেশ্বরী পৌরসভায় ২৭,১১৮ টি পরিবারে সর্বমোট ৯২,৩২৮ (পুরুষ- ৪৩,২২৪ মহিলা- ৪৯,১০৪) নাগরিক বসবাস করেন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]এ পৌরসভার উত্তরে রায়গঞ্জ ও রামখানা ইউনিয়ন, দক্ষিণে হাসনাবাদ ও ভিতরবন্দ ইউনিয়ন, পূর্বে বেরুবাড়ী, কচাকাটা ও বামনডাঙ্গা ইউনিয়ন এবং পশ্চিমে নেওয়াশী ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠা ও মেয়র নির্বাচন
[সম্পাদনা]নাগেশ্বরী পৌরসভা ৮ জুলাই ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হোসেন ফাকু। পরবর্তীতে এই পৌরসভার দ্বিতীয় ও তৃতীয় মেয়র নির্বাচনে জয় লাভ করেন আব্দুর রহমান। চতুর্থ নির্বাচনে পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হোসেন ফাকু পুনরায় নির্বাচিত হয়ে বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]নাগেশ্বরী পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫ নং নির্বাচনী এলাকার কুড়িগ্রাম-১ আসনের অংশ।
এ পৌরসভায় ৯টি ওয়ার্ড, ৪৪টি মহল্লা রয়েছে।
শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]নাগেশ্বরী পৌরসভার সাক্ষরতার হার ৬০%। পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা: [২]
কলেজঃ
- নাগেশ্বরী সরকারী কলেজ
- নাগেশ্বরী মহিলা কলেজ
- নাগেশ্বরী মডেল কলেজ
- নাগেশ্বরী সমাজকল্যাণ কলেজ
- নাগেশ্বরী পলিটেকনিক্যাল ইন্সটিটিউট
- নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
উচ্চ বিদ্যালয়ঃ
- উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী
- নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী
- নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- নাগেশ্বরী সমাজকল্যাণ বালিকা একাডেমী
- কুটি পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়
- পূর্ব পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়
- মধুরহাইল্যা উচ্চ বিদ্যালয়
- মালভাঙ্গা উচ্চ বিদ্যালয়
- সুখাতী বালিকা উচ্চ বিদ্যালয়
- আইডিয়াল উচ্চ বিদ্যালয়
- সুখাতি বিদ্যা নিকেতন
- বালাটারি উচ্চ বিদ্যালয়
- বল্লভপুর উচ্চ বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয়-
- নাগেশ্বরী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নাগেশ্বরী ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নাগেশ্বরী ৩২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সাপখাওয়া প্রাথমিক বিদ্যালয়
- নাগেশ্বরী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- বালাটারি প্রাথমিক বিদ্যালয়
- বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়
- মালভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
- বদি জমাপুর প্রাথমিক বিদ্যালয়
- কুটি পায়রাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
- পায়রাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পায়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নামদানি প্রাথমিক বিদ্যালয়
- মমিনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
- হাশেমবাজার প্রাথমিক বিদ্যালয়
- ডায়নারপাড় প্রাথমিক বিদ্যালয়
- আরাজি কুমুরপুর প্রাথমিক বিদ্যালয়
- মধুরহাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সুখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভগিরভিটা প্রাথমিক বিদ্যালয়।
কিন্ডারগার্ডেন-
- শিশু বিতান নাগেশ্বরী
- নিউ প্রতিশ্রুতি
- আলফা চাইল্ড কেয়ার
- মনি কিন্ডারগার্ডেন
- মাতৃছায়া কিন্ডারগার্ডেন।
মাদ্রাসা-
- নাগেশ্বরী কামিল এম. এ মাদ্রাসা
- নাগেশ্বরী হামিউচ্ছুন্নাহ কারামতিয়া নূরানী হাফিজীয়া ও ক্বওমী মাদ্রাসা
- নাগেশ্বরী সাঞ্জুয়ারভিটা মাদিনাতুল উলুম নূরানী হাফিজী ও ক্বওমী মাদ্রাসা
- সাঞ্জুয়ারভিটা বালিকা মাদ্রাসা
- সাপখাওয়া দ্বি-মূখী দাখিল মাদরাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কুড়িগ্রাম জেলা শহর থেকে নাগেশ্বরী পৌরসভার দুরত্ব ২৪ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এই পৌরসভার দূরত্ব ৩৬২ কিলোমিটার। চলাচলের জন্য এই পৌরসভায় রিকশা, অটোরিকশা, সিএনজি, বাস ও মোটরসাইকেলসহ নানারকম যানবাহন পাওয়া যায়।
স্বাস্থ্য
[সম্পাদনা]নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নাগেশ্বরী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত[৩]। এছাড়াও এই পৌরসভায় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। পৌরসভায় অবস্থিত কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকাঃ
- হলিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
- লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- উত্তরণ ক্লিনিক
- এপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- জনতা ম্যাটস ইন্সটিটিউট
- আর্কেডিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- মা ডায়াগনস্টিক সেন্টার
- সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- ঢাকা ডায়াগনস্টিক সেন্টার
- আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার
- শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]মসজিদ- ৫৩টি
মন্দির- ১০টি
চিত্তাকর্ষক স্থান
[সম্পাদনা]- মুইব গার্ডেন ক্যাফে
- লেকসিটি
- দুধকুমর নদী।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]নাগেশ্বরী পৌরসভার বর্তমান মেয়রের নাম মোহম্মদ হোসেন ফাকু।
পৌরসভার পূর্ববর্তী মেয়রদের তালিকা-
নাম | মেয়াদ (তারিখ ও সাল) |
মোহাম্মদ হোসেন ফাকু | |
আব্দুর রহমান মিয়া | |
আব্দুর রহমান মিয়া | |
মোহাম্মদ হোসেন ফাকু[৪] | ১৬ জানুয়ারি ২০২১ - বর্তমান |
পৌরসভার বর্তমান কাউন্সিলরদের তালিকা[৫]-
নাম | ওয়ার্ড নং |
মোঃ আশরাফুল ইসলাম | ১ নং ওয়ার্ড |
মোঃ ছামছুল হক | ২ নং ওয়ার্ড |
মোঃ আবু সাঈদ মিয়া | ৩ নং ওয়ার্ড |
মোঃ শামছুল আলম | ৪ নং ওয়ার্ড |
মোঃ রুহুল আমিন | ৫ নং ওয়ার্ড |
মোঃ জিয়াউর রহমান | ৬ নং ওয়ার্ড |
মোঃ মজিবর রহমান | ৭ নং ওয়ার্ড |
মোঃ রুহুল রববানী সজীব | ৮ নং ওয়ার্ড |
মোঃ হাবিবুর রহমান | ৯ নং ওয়ার্ড |
মোছাঃ আকতারা ইয়াসমিন | সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ নং ওয়ার্ড |
মোছাঃ আলেয়া বেগম | সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬ নং ওয়ার্ড |
মোছাঃ মিনু বিবি | সংরক্ষিত মহিলা আসন ৭,৮,৯ নং ওয়ার্ড |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- আছলাম হোসেন সওদাগর, সংসদ সদস্য কুড়িগ্রাম ১ আসন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নাগেশ্বরী উপজেলা"। nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম"। deo.nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।
- ↑ "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাগেশ্বরী, কুড়িগ্রাম"। health.nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।
- ↑ সংবাদদাতা, কুড়িগ্রাম। "কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নির্বাচিত"। ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।
- ↑ "নাগেশ্বরী উপজেলা"। nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]