বানারীপাড়া পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বানারীপাড়া পৌরসভা
স্থানীয় সরকার
ধরন
ধরন
এক কক্ষ
ইতিহাস
শুরু১৯৯০ (1990)
নতুন অধিবেশন শুরু১৪ ফেব্রুয়ারি ২০১১ (2011-02-14)
নেতৃত্ব
মেয়র
গোলাম সালেহ মঞ্জু মোল্লা [১][২], বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২০১১ (2011)
সভাস্থল
বানারীপাড়া পৌরসভা কার্যালয়

বানারীপাড়া পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি খ শ্রেনীর পৌরসভা [৩][৪]বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) নির্বাচনী এলাকার অন্তর্গত। [৫]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯০ সালে গ শ্রেণীর পৌরসভা হিসেবে ৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বানারীপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। [৬] পরবর্তীতে ২০১৩ সালের ২৮ জুলাই এটি খ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [৩]

প্রশাসনিক অবকাঠামো[সম্পাদনা]

বানারীপাড়া পৌরসভার আয়তন ৪.৭৭ বর্গ কিলোমিটার। [৭] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [৮] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বানারীপাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২০নং নির্বাচনী এলাকা বরিশাল-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বানারীপাড়া পৌরসভার মোট জনসংখ্যা ১০,৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ৫,৩৬৫ জন এবং মহিলা ৫,০০১ জন। মোট পরিবার ২,৩৭৩টি।[৯]

শিক্ষা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বানারীপাড়া পৌরসভার সাক্ষরতার হার ৮৮.৫%।[৯]

চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা[সম্পাদনা]

গোলাম সালেহ মঞ্জু মোল্লা চেয়ারম্যান (১৯৯৩-১৯৯৭) গোলাম সালেহ মঞ্জু মোল্লা চেয়ারম্যান(১৯৯৭-২০০৪) গোলাম সালেহ মঞ্জু মোল্লা চেয়ারম্যান(২০০৪-২০০৯) গোলাম সালেহ মঞ্জু মোল্লা মেয়র(২০০৯-২০১৫) এ্যাড.সুভাষ চন্দ্র শীল মেয়র(২০১৫-২০২০) এ্যাড.সুভাষ চন্দ্র শীল মেয়র(২০২১-

উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা[সম্পাদনা]

  • বানারীপাড়া জমিদার বাড়ি
  • বানারীপাড়া সন্ধ্যা নদীর পাড়ের রাস্তা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বানারীপাড়ায় পৌর মেয়রকে সম্মাননা"দৈনিক যুগান্তর। ১৩ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫ 
  2. "পৌরসভা নির্বাচন ২০১০-১১ বিজয়ীর তালিকা(মেয়র)"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫ 
  3. "বানারীপাড়া পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত"দৈনিক যুগান্তর। ২ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 
  4. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "এক নজরে বানারীপাড়া পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "বানারীপাড়া পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ"PauraInfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ 
  7. "Banaripara Upazila"eBanglapedia। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৫ 
  8. "বানারীপাড়া পৌরসভা ওয়ার্ড সমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]