পলাশবাড়ী পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পলাশবাড়ী
পৌরসভা
পলাশবাড়ী পৌরসভা
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাপলাশবাড়ী উপজেলা
পলাশবাড়ী পৌরসভা২০১১
সরকার
 • ধরনপৌরসভা
 • মেয়রমো: গোলাম সারোয়ার প্রধান
আয়তন
 • মোট১৮.৩৮ বর্গকিমি (৭.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪০,৮৩৩
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটওয়েবসাইট

পলাশবাড়ী পৌরসভা বাংলাদেশের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা যেটি পলাশবাড়ী পৌরসভা পরিচালনা করে থাকে। ২০১১ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘গ’’ শ্রেনীর পৌরসভা।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

পলাশবাড়ী পৌরসভা রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, এর উত্তরে রংপুর, দক্ষিণে বগুড়া,পূর্বে গাইবান্ধা  ও পশ্চিমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট অবস্থিত। পলাশবাড়ী পৌরসভা রংপুর, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

পলাশবাড়ী পৌরসভার মোট আয়তন ১৮.৩৮ বর্গকি.মি. এর ওয়ার্ড সংখ্যা-০৯ টি। ২৪ টি মৌজা নিয়ে গঠিত।

ওয়ার্ডভিত্তিক পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং কাউন্সিলর এলাকার নাম
১নং ওয়ার্ড মোঃ মাহামুদুল হাসান বাঁশকাটা,বাড়াইপাড়া,মহেশপুর,রাঙ্গামাটি,পলাশগাছী
২নং ওয়ার্ড মোঃ মঞ্জুরুল ইসলাম তালুকদার গিরীধারীপুর
৩নং ওয়ার্ড মোঃ আব্দুস সোবাহান আমবাড়ী, সুইগ্রাম, উদয়সাগর
৪নং ওয়ার্ড মোঃ মাসুদ করিম প্রধান জামালপুর, শিবরামপুর
৫নং ওয়ার্ড মোঃ মতিয়ার রহমান নুনিয়াগাড়ী
৬নং ওয়ার্ড মোঃ লিটন মিয়া আন্দুয়া, শিমুলিয়া,নুরপুর
৭নং ওয়ার্ড মোঃ রবিউল ইসলাম সুমন পশ্চিম গোয়ালপাড়া, জগরজানী, কালুগাড়ী
৮নং ওয়ার্ড মোঃ আসাদুজ্জামান শেখ ফরিদ হরিনমারী, বৈরী হরিনমারী, রাইগ্রাম
৯নং ওয়ার্ড মোঃ আজাদুল ইসলাম ছোট শিমুলতলা, হিজলগাড়ী, সিধনগ্রাম

এছাড়াও ০৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছেন।

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

  • মোট আয়তনঃ প্রায় ৩১ বর্গ কি. মি.
  • মোট জনসংখ্যাঃ

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার-৫৯%। সরকারী কলেজঃ ০১ টি। সরকারী উচ্চ বিদ্যালয়ঃ ০১ টি। সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২৮ টি, কিন্টারগার্ডেনঃ- ০৮টি, বেসরকারী কলেজঃ- ০৬টি।[১]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পলাশবাড়ী সরকারি কলেজ (১৯৬৪), পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (১৯১১), পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৪৫)। এছাড়াও আরো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আছে।


স্বাস্থ্য ও চিকিৎসা[সম্পাদনা]

সরকারী হাসপাতালঃ ১টি

বেসরকারী হাসপাতাল/ক্লিনিকঃ ০৫টি

পৌরসভার যোগাযোগের মাধ্যম[সম্পাদনা]

নবগঠিত পৌরসভার অস্থায়ী কার্যালয় ঢাকা-গাইবান্ধা মহাসড়কের পার্শে অবস্থিত। যাহার গুগোল লোকেশন https://goo.gl/maps/j4nb6wb28EFs2YCT7

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পলাশবাড়ী পৌরসভা"www.palashbari-pourashava.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৯